নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দুর্ভাগ্য আর কাকে বলে! গোল করার সুযোগ এসেছে দু’ হাত ভরে। কিন্তু আবাহনীর ফুটবলারদের যেন পেয়ে বসেছিল সুযোগ নষ্ট করার ভূত! হাতছাড়া হয়েছে পেনাল্টি, বাধার দেয়াল হয়ে দাঁড়ালেন প্রতিপক্ষ গোলরক্ষক। এর মধ্যে আবার গোলও করে ফেলেছে বাংলাদেশ পুলিশ। সেই গোলে পিছিয়ে পড়ে যখন হাতছানি দিচ্ছে হার তখনই শাপমোচন করলেন ব্রাজিলিয়ান ডোরিয়েলটন গোমেজ।
মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ৯১ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল বাংলাদেশ পুলিশ। এই অবস্থা থেকে আবাহনীকে উদ্ধার করেছেন পেনাল্টি সুযোগ নষ্ট করা ডোরিয়েলটন গোমেজ। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের গোলে ১-১ ব্যবধানে ড্র করে প্রিমিয়ার লিগের দ্বিতীয় ম্যাচে কোনোরকমে হার এড়িয়েছে আকাশি-নীলরা।
গত মৌসুমেও দ্বিতীয় লেগে পুলিশের সঙ্গে ২-২ গোলে ম্যাচ ড্র হয়েছিল বিপিএল ফুটবলের সর্বোচ্চ শিরোপাধারী দলটির। সেই অনুপ্রেরণা থেকেই কিনা আজকের ম্যাচে পুলিশের শুরুটা ছিল দারুণ। ফিনিশিংয়ের দুর্বলতা না থাকলে আবাহনীর বিপক্ষে আরও কয়েক গোল পেতে পারত দলটি।
তবে আলাদা করে বলতে হবে পুলিশ গোলরক্ষক মোহাম্মদ নেহালের কথা। বলতে গেলে একাই যেন রুখে দিচ্ছিলেন আবাহনীর শক্তিশালী আক্রমণভাগকে। ম্যাচের ২৪ মিনিটে দানিয়েল কলিন্দ্রেসের ফ্রি-কিক থেকে ইরানি মিলাদ শেখের হেড ঠেকিয়ে দেন নেহাল।
আবাহনীর খোঁড়াতে খোঁড়াতে ড্র করার পেছনে দায় আছে ডোরিলটন গোমেজরও। ৩৯ মিনিটে কলিন্দ্রেসের ক্রস থেকে এই ব্রাজিলিয়ান বলে পা ছোঁয়াতে পারলেই তখন গোল পায় আকাশি-নীলরা।
এর দুই মিনিট পরেই দলকে এগিয়ে দেওয়ার সবচেয়ে সহজ সুযোগটা নষ্ট করেছেন ডোরিয়েলটন। ৪১ মিনিটে পুলিশ ডিফেন্ডার আকিব রহমান ডি-বক্সে জুয়েল রানাকে করে বসেন ফাউল। তাতে পেনাল্টি পায় আবাহনী। মৌসুমে দশম গোলের হাতছানি পেতে থাকা ডোরিয়েলটনের স্পটকিক উড়ে যায় ক্রসবারের অন্তত দুই হাত ওপর দিয়ে।
বিরতির পর ৫০ মিনিটে প্রায় এগিয়েই যাচ্ছিল পুলিশ। ইসা ফয়সালের ক্রস থেকে ডি-বক্সে বদলি ইসানূর রহমানের হেড কোনোরকমে রক্ষা করেন আবাহনী গোলরক্ষক সোহেল। ৬০ মিনিটে আবারও সোহেলকে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি ইসানূর।
৬৩ মিনিটে সোহেল রানার ক্রস থেকে হেডে বল জালে জড়িয়েছিলেন জুয়েল রানা কিন্তু অফসাইডের কারণে তা বাতিল করে দেন রেফারি। একের পর এক সুযোগ নষ্ট হওয়ায় বাধ্য হয়ে ৬৮ মিনিটে চোটে থাকা ব্রাজিলিয়ান অধিনায়ক রাফায়েল অগুস্তোকে মাঠে নামান আবাহনী কোচ মারিও লেমোস। ৭২ মিনিটে আবারও আবাহনীর সামনে বাধার দেয়াল হয়ে দাঁড়ালেন নেহাল। কলিন্দ্রেসের হেড অসাধারণ নৈপুণ্যে কর্নারের বিনিময়ে ফেরান নেহাল।
গোল করতে মরিয়া আবাহনীকে ৭৭ মিনিটে বড় ধাক্কা মারেন ব্রাজিলিয়ান দানিলসন রদ্রিগেজ। ইসানূরের ক্রসে প্রথমে শট নিতে গিয়েও ব্যর্থ হন আফগান ফরোয়ার্ড আমিরুদ্দিন শরিফী। তাঁর শট আবাহনীর এক খেলোয়াড়ের গায়ে প্রতিফলিত হয়ে বল পান অরক্ষিত অবস্থায় দাঁড়ানো দানিলসন। তিনি সুযোগ নষ্ট করেননি। তাঁর ঠাণ্ডা মাথায় ডান পায়ের শটে বল আবাহনী গোলরক্ষক সোহেলকে ফাঁকি দিয়ে জড়ায় জালে।
এই গোলে যখন হার দেখছে আবাহনী তখনই পেনাল্টি নষ্ট করার শাপমোচন করেছেন ডোরিয়েলটন গোমেজ। ম্যাচের অতিরিক্ত সময়ে কলিন্দ্রেসের বাতাসে ভাসানো পাস থেকে এই ব্রাজিলিয়ানের হেড পুলিশ গোলরক্ষক নেহালের চোখের সামনে দিয়ে জড়ায় জালে। স্বস্তির এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আবাহনী।
দুর্ভাগ্য আর কাকে বলে! গোল করার সুযোগ এসেছে দু’ হাত ভরে। কিন্তু আবাহনীর ফুটবলারদের যেন পেয়ে বসেছিল সুযোগ নষ্ট করার ভূত! হাতছাড়া হয়েছে পেনাল্টি, বাধার দেয়াল হয়ে দাঁড়ালেন প্রতিপক্ষ গোলরক্ষক। এর মধ্যে আবার গোলও করে ফেলেছে বাংলাদেশ পুলিশ। সেই গোলে পিছিয়ে পড়ে যখন হাতছানি দিচ্ছে হার তখনই শাপমোচন করলেন ব্রাজিলিয়ান ডোরিয়েলটন গোমেজ।
মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ৯১ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল বাংলাদেশ পুলিশ। এই অবস্থা থেকে আবাহনীকে উদ্ধার করেছেন পেনাল্টি সুযোগ নষ্ট করা ডোরিয়েলটন গোমেজ। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের গোলে ১-১ ব্যবধানে ড্র করে প্রিমিয়ার লিগের দ্বিতীয় ম্যাচে কোনোরকমে হার এড়িয়েছে আকাশি-নীলরা।
গত মৌসুমেও দ্বিতীয় লেগে পুলিশের সঙ্গে ২-২ গোলে ম্যাচ ড্র হয়েছিল বিপিএল ফুটবলের সর্বোচ্চ শিরোপাধারী দলটির। সেই অনুপ্রেরণা থেকেই কিনা আজকের ম্যাচে পুলিশের শুরুটা ছিল দারুণ। ফিনিশিংয়ের দুর্বলতা না থাকলে আবাহনীর বিপক্ষে আরও কয়েক গোল পেতে পারত দলটি।
তবে আলাদা করে বলতে হবে পুলিশ গোলরক্ষক মোহাম্মদ নেহালের কথা। বলতে গেলে একাই যেন রুখে দিচ্ছিলেন আবাহনীর শক্তিশালী আক্রমণভাগকে। ম্যাচের ২৪ মিনিটে দানিয়েল কলিন্দ্রেসের ফ্রি-কিক থেকে ইরানি মিলাদ শেখের হেড ঠেকিয়ে দেন নেহাল।
আবাহনীর খোঁড়াতে খোঁড়াতে ড্র করার পেছনে দায় আছে ডোরিলটন গোমেজরও। ৩৯ মিনিটে কলিন্দ্রেসের ক্রস থেকে এই ব্রাজিলিয়ান বলে পা ছোঁয়াতে পারলেই তখন গোল পায় আকাশি-নীলরা।
এর দুই মিনিট পরেই দলকে এগিয়ে দেওয়ার সবচেয়ে সহজ সুযোগটা নষ্ট করেছেন ডোরিয়েলটন। ৪১ মিনিটে পুলিশ ডিফেন্ডার আকিব রহমান ডি-বক্সে জুয়েল রানাকে করে বসেন ফাউল। তাতে পেনাল্টি পায় আবাহনী। মৌসুমে দশম গোলের হাতছানি পেতে থাকা ডোরিয়েলটনের স্পটকিক উড়ে যায় ক্রসবারের অন্তত দুই হাত ওপর দিয়ে।
বিরতির পর ৫০ মিনিটে প্রায় এগিয়েই যাচ্ছিল পুলিশ। ইসা ফয়সালের ক্রস থেকে ডি-বক্সে বদলি ইসানূর রহমানের হেড কোনোরকমে রক্ষা করেন আবাহনী গোলরক্ষক সোহেল। ৬০ মিনিটে আবারও সোহেলকে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি ইসানূর।
৬৩ মিনিটে সোহেল রানার ক্রস থেকে হেডে বল জালে জড়িয়েছিলেন জুয়েল রানা কিন্তু অফসাইডের কারণে তা বাতিল করে দেন রেফারি। একের পর এক সুযোগ নষ্ট হওয়ায় বাধ্য হয়ে ৬৮ মিনিটে চোটে থাকা ব্রাজিলিয়ান অধিনায়ক রাফায়েল অগুস্তোকে মাঠে নামান আবাহনী কোচ মারিও লেমোস। ৭২ মিনিটে আবারও আবাহনীর সামনে বাধার দেয়াল হয়ে দাঁড়ালেন নেহাল। কলিন্দ্রেসের হেড অসাধারণ নৈপুণ্যে কর্নারের বিনিময়ে ফেরান নেহাল।
গোল করতে মরিয়া আবাহনীকে ৭৭ মিনিটে বড় ধাক্কা মারেন ব্রাজিলিয়ান দানিলসন রদ্রিগেজ। ইসানূরের ক্রসে প্রথমে শট নিতে গিয়েও ব্যর্থ হন আফগান ফরোয়ার্ড আমিরুদ্দিন শরিফী। তাঁর শট আবাহনীর এক খেলোয়াড়ের গায়ে প্রতিফলিত হয়ে বল পান অরক্ষিত অবস্থায় দাঁড়ানো দানিলসন। তিনি সুযোগ নষ্ট করেননি। তাঁর ঠাণ্ডা মাথায় ডান পায়ের শটে বল আবাহনী গোলরক্ষক সোহেলকে ফাঁকি দিয়ে জড়ায় জালে।
এই গোলে যখন হার দেখছে আবাহনী তখনই পেনাল্টি নষ্ট করার শাপমোচন করেছেন ডোরিয়েলটন গোমেজ। ম্যাচের অতিরিক্ত সময়ে কলিন্দ্রেসের বাতাসে ভাসানো পাস থেকে এই ব্রাজিলিয়ানের হেড পুলিশ গোলরক্ষক নেহালের চোখের সামনে দিয়ে জড়ায় জালে। স্বস্তির এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আবাহনী।
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ক্রিকেটকে পুরোপুরি ছাড়তে পারেননি মোহাম্মদ রফিক। একসময় জাতীয় দলের স্পিন বোলিংয়ের বড় ভরসা ছিলেন তিনি। অবসরের পর এখন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রংপুর রাইডার্সের স্পিন কোচ হিসেবে কাজ করছেন।
৪ ঘণ্টা আগেখেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
৫ ঘণ্টা আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
৬ ঘণ্টা আগে