ক্রীড়া ডেস্ক
টুর্নামেন্ট বদলে গেলেও লিওনেল মেসির রূপ বদলায়নি। লিগ কাপে গোল দিয়ে শুরু করা আর্জেন্টাইন প্লেমেকার মেজর লিগ সকারের অভিষেকেও তাই করলেন। তাঁর ও ডিয়াগো গোমেজের গোলে নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ২–০ ব্যবধানের জয় পেয়েছে ইন্টার মায়ামি।
শুরুর একাদশে অবশ্য ছিলেন না মেসি। টানা আট ম্যাচের ধকল কাটাতে তাঁকে আজকের ম্যাচে বিশ্রাম দেওয়ার গুঞ্জন ছিল। শুরুতে তাঁকে না নামিয়ে সেই গুঞ্জন সত্য প্রমাণিত করতে চেয়েছিলেন হয়তো মায়ামির কোচ জেরার্দো মার্তিনো। তবে ম্যাচের পারফরম্যান্স সুবিধাজনক না হওয়ায় ৬০ মিনিটে সাতবারের ব্যালন ডি অর জয়ীকে লিওনার্দো কাম্পানার বদলি নামান।
এরপর ম্যাচের চিত্রও বদলে যায়। শুরুতে বল পজিশন ধরে রাখলেও গোলমুখে তেমন আক্রমণে করতে পারেনি মায়ামি। তাদের চেয়ে রেড বুলসেই গোলের ভালো সুযোগ পেয়েছিল। কিন্তু তারা গোল করতে ব্যর্থ হয়। প্রতিপক্ষ না পেলেও ৩০ মিনিটে এক সুযোগ পেয়ে কাজে লাগান মিডফিল্ডার গোমেজ। ডি বক্সের মধ্যে নোয়াহ এলিয়েনের পাস ধরে দলকে এগিয়ে দেন তিনি।
পেনাল্টি থেকে গোল শোধের সুযোগ পেয়েছিল রেড বুলস। কিন্তু প্রথমার্ধের যোগ করা সময়ে মায়ামির ডেভিড রুইজের হাতে বল লাগার ফলে রেফারির দেওয়া সিদ্ধান্ত পরে ভিএআরে বাতিল হয়। পরে তারাও আর গোল শোধ দিতে পারেনি। উল্টো মেসি বদলি নামার পর আরেকটি গোল হজম করে। ম্যাচের শেষ সময়ে দুর্দান্ত গোলটি করেন সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী। ৮৯ মিনিটে ডি-বক্সের ভেতরে রেড বুলসের এক ডিফেন্ডারকে ভেলকি দেখিয়ে বেঞ্জামিন ক্রিমাশ্চিকে বল বাড়ান তিনি। পরে ফিরতি বল যখন ক্রিমাশ্চি পাঠালেন, তখন ফাঁকা গোলবার পেলেন মেসি। আলতো টোকায় বল জালে জড়ালেন তিনি। মেসির সঙ্গে এদিন বদলি নামেন সার্জিও বুসকেতসও।
এতে করে মেসিকে আটকানোর যে হুমকি দিয়েছিলেন রেড বুলসের কোচ ট্রয় লেসেনে এবং মিডফিল্ডার ড্যানিয়েল এডেলম্যান, তা আর সফল হলো না। অন্যদের মতোই তাঁদেরও মেসির কাছে পরাজিত হতে হলো। সব মিলিয়ে মায়ামির হয়ে ৯ ম্যাচে ১১ গোল করলেন মেসি। অ্যাসিস্ট করেছেন ৩টি।
টুর্নামেন্ট বদলে গেলেও লিওনেল মেসির রূপ বদলায়নি। লিগ কাপে গোল দিয়ে শুরু করা আর্জেন্টাইন প্লেমেকার মেজর লিগ সকারের অভিষেকেও তাই করলেন। তাঁর ও ডিয়াগো গোমেজের গোলে নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ২–০ ব্যবধানের জয় পেয়েছে ইন্টার মায়ামি।
শুরুর একাদশে অবশ্য ছিলেন না মেসি। টানা আট ম্যাচের ধকল কাটাতে তাঁকে আজকের ম্যাচে বিশ্রাম দেওয়ার গুঞ্জন ছিল। শুরুতে তাঁকে না নামিয়ে সেই গুঞ্জন সত্য প্রমাণিত করতে চেয়েছিলেন হয়তো মায়ামির কোচ জেরার্দো মার্তিনো। তবে ম্যাচের পারফরম্যান্স সুবিধাজনক না হওয়ায় ৬০ মিনিটে সাতবারের ব্যালন ডি অর জয়ীকে লিওনার্দো কাম্পানার বদলি নামান।
এরপর ম্যাচের চিত্রও বদলে যায়। শুরুতে বল পজিশন ধরে রাখলেও গোলমুখে তেমন আক্রমণে করতে পারেনি মায়ামি। তাদের চেয়ে রেড বুলসেই গোলের ভালো সুযোগ পেয়েছিল। কিন্তু তারা গোল করতে ব্যর্থ হয়। প্রতিপক্ষ না পেলেও ৩০ মিনিটে এক সুযোগ পেয়ে কাজে লাগান মিডফিল্ডার গোমেজ। ডি বক্সের মধ্যে নোয়াহ এলিয়েনের পাস ধরে দলকে এগিয়ে দেন তিনি।
পেনাল্টি থেকে গোল শোধের সুযোগ পেয়েছিল রেড বুলস। কিন্তু প্রথমার্ধের যোগ করা সময়ে মায়ামির ডেভিড রুইজের হাতে বল লাগার ফলে রেফারির দেওয়া সিদ্ধান্ত পরে ভিএআরে বাতিল হয়। পরে তারাও আর গোল শোধ দিতে পারেনি। উল্টো মেসি বদলি নামার পর আরেকটি গোল হজম করে। ম্যাচের শেষ সময়ে দুর্দান্ত গোলটি করেন সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী। ৮৯ মিনিটে ডি-বক্সের ভেতরে রেড বুলসের এক ডিফেন্ডারকে ভেলকি দেখিয়ে বেঞ্জামিন ক্রিমাশ্চিকে বল বাড়ান তিনি। পরে ফিরতি বল যখন ক্রিমাশ্চি পাঠালেন, তখন ফাঁকা গোলবার পেলেন মেসি। আলতো টোকায় বল জালে জড়ালেন তিনি। মেসির সঙ্গে এদিন বদলি নামেন সার্জিও বুসকেতসও।
এতে করে মেসিকে আটকানোর যে হুমকি দিয়েছিলেন রেড বুলসের কোচ ট্রয় লেসেনে এবং মিডফিল্ডার ড্যানিয়েল এডেলম্যান, তা আর সফল হলো না। অন্যদের মতোই তাঁদেরও মেসির কাছে পরাজিত হতে হলো। সব মিলিয়ে মায়ামির হয়ে ৯ ম্যাচে ১১ গোল করলেন মেসি। অ্যাসিস্ট করেছেন ৩টি।
খেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
২৯ মিনিট আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
১ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু জরুরি কিছু প্রশ্নের উত্তর এখনো নেই। সময়মতো টুর্নামেন্ট হবে কি? হলে কোথায় হবে? এই দুটি প্রশ্নের উত্তর যতক্ষণ না আসছে, ততক্ষণ টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এই টুর্নামেন্ট নিয়ে অনেক চাপে আইসিসি।
১ ঘণ্টা আগেসিনেমা, নাটক-কোনো কিছুরই তো কমতি ছিল না আজ আর্জেন্টিনা-প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। দেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলের রেফারি অ্যান্ডারসন দারাঙ্কোর একের পর এক কাণ্ডে ক্ষুব্ধ আর্জেন্টিনা ফুটবল দল। রেফারির সঙ্গে এক চোট হয়েই গেছে মেসির। এমনকি আঙুল উঁচিয়ে কথাও বলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
২ ঘণ্টা আগে