ক্রীড়া ডেস্ক
ফুটবল ইতিহাসের অনেক ঘটনার সাক্ষী সান সিরো। একই স্টেডিয়াম শীর্ষ ফুটবলের দুই ক্লাবের হোম ভেন্যু—এমনটা আর কোথাও নেই। ইতালির দুই জায়ান্ট এসি মিলান ও ইন্টার মিলানের ঘরের মাঠ এটি। নগর প্রতিদ্বন্দ্বী হলেও একই মাঠে অনুশীলন করে আসছে তারা।
তবে এবার ছিন্ন হতে যাচ্ছে সেই ‘সম্পর্ক’। আইকনিক সান সিরো ছেড়ে চলে যাচ্ছে মিলান। নতুন স্টেডিয়াম বানাচ্ছে রোজোনেরিরা। তার জন্য জমিও কিনে ফেলেছে। এক সুত্রের বরাতে গত শুক্রবার এমনটাই জানিয়েছে এএফপি।
মিলানের এখন মিলান শহরের দক্ষিণ-পূর্বের সান দোনাতে মিউনিসিপিলিটিতে ২ লাখ ৫৬ হাজার স্কয়ার মিটার প্লট দরকার নতুন স্টেডিয়াম বানানোর জন্য। যেটি সান সিরো থেকে ১৫ কিলোমিটার দূরে।
গত সেপ্টেম্বরে মিলান জানায়, সান দোনাতেতে তারা ৭০ হাজার আসনের স্টেডিয়াম বানাবে। তবে কবে থেকে সেটি শুরু করবে তা নির্দিষ্ট করে সম্ভাব্য কোনো তারিখ জানায়নি।
নতুন স্টেডিয়ামে না যাওয়া পর্যন্ত উত্তর ইতালির মিলান ও উত্তর-পশ্চিমের ইন্টার সান সিরো আগের মতোই ভাগাভাগি করবে। এই স্টেডিয়ামের অফিসিয়াল নাম গুইসেপ্পে-মিয়াজ্জা স্টেডিয়াম। ৮০ হাজার দর্শক ধারণক্ষমতার ফুটবলের এই আইকনিক স্টেডিয়াম নির্মিত হয় ১৯২৬ সালে। পরে ১৯৯০ বিশ্বকাপ উপলক্ষে একে আধুনিকায়ন করা হয়।
মিলান ও ইন্টার—দুই দলই চেয়েছিল সান সিরো ছেড়ে তার সংলগ্ন নতুন স্টেডিয়াম বানাতে, যা তারা খেলাধুলা, বিনোদন ও কেনাকাটার জন্য উৎসর্গীকৃত অঞ্চলের সঙ্গে ভাগ করবে। তবে কর্মকর্তারা শহরের মালিকানাধীন সান সিরোকে ‘সাংস্কৃতিক স্বার্থ’ মনে করায় এই যৌথ প্রকল্পটি বাতিল করা হয়।
২০২৬ সালে সান সিরোত হবে উইন্টার অলিম্পিক।
ফুটবল ইতিহাসের অনেক ঘটনার সাক্ষী সান সিরো। একই স্টেডিয়াম শীর্ষ ফুটবলের দুই ক্লাবের হোম ভেন্যু—এমনটা আর কোথাও নেই। ইতালির দুই জায়ান্ট এসি মিলান ও ইন্টার মিলানের ঘরের মাঠ এটি। নগর প্রতিদ্বন্দ্বী হলেও একই মাঠে অনুশীলন করে আসছে তারা।
তবে এবার ছিন্ন হতে যাচ্ছে সেই ‘সম্পর্ক’। আইকনিক সান সিরো ছেড়ে চলে যাচ্ছে মিলান। নতুন স্টেডিয়াম বানাচ্ছে রোজোনেরিরা। তার জন্য জমিও কিনে ফেলেছে। এক সুত্রের বরাতে গত শুক্রবার এমনটাই জানিয়েছে এএফপি।
মিলানের এখন মিলান শহরের দক্ষিণ-পূর্বের সান দোনাতে মিউনিসিপিলিটিতে ২ লাখ ৫৬ হাজার স্কয়ার মিটার প্লট দরকার নতুন স্টেডিয়াম বানানোর জন্য। যেটি সান সিরো থেকে ১৫ কিলোমিটার দূরে।
গত সেপ্টেম্বরে মিলান জানায়, সান দোনাতেতে তারা ৭০ হাজার আসনের স্টেডিয়াম বানাবে। তবে কবে থেকে সেটি শুরু করবে তা নির্দিষ্ট করে সম্ভাব্য কোনো তারিখ জানায়নি।
নতুন স্টেডিয়ামে না যাওয়া পর্যন্ত উত্তর ইতালির মিলান ও উত্তর-পশ্চিমের ইন্টার সান সিরো আগের মতোই ভাগাভাগি করবে। এই স্টেডিয়ামের অফিসিয়াল নাম গুইসেপ্পে-মিয়াজ্জা স্টেডিয়াম। ৮০ হাজার দর্শক ধারণক্ষমতার ফুটবলের এই আইকনিক স্টেডিয়াম নির্মিত হয় ১৯২৬ সালে। পরে ১৯৯০ বিশ্বকাপ উপলক্ষে একে আধুনিকায়ন করা হয়।
মিলান ও ইন্টার—দুই দলই চেয়েছিল সান সিরো ছেড়ে তার সংলগ্ন নতুন স্টেডিয়াম বানাতে, যা তারা খেলাধুলা, বিনোদন ও কেনাকাটার জন্য উৎসর্গীকৃত অঞ্চলের সঙ্গে ভাগ করবে। তবে কর্মকর্তারা শহরের মালিকানাধীন সান সিরোকে ‘সাংস্কৃতিক স্বার্থ’ মনে করায় এই যৌথ প্রকল্পটি বাতিল করা হয়।
২০২৬ সালে সান সিরোত হবে উইন্টার অলিম্পিক।
সার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
৬ মিনিট আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
৩৭ মিনিট আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
১ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু জরুরি কিছু প্রশ্নের উত্তর এখনো নেই। সময়মতো টুর্নামেন্ট হবে কি? হলে কোথায় হবে? এই দুটি প্রশ্নের উত্তর যতক্ষণ না আসছে, ততক্ষণ টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এই টুর্নামেন্ট নিয়ে অনেক চাপে আইসিসি।
২ ঘণ্টা আগে