নিজস্ব প্রতিবেদক, বেঙ্গালুরু থেকে
‘লেটস গো ইন্ডিয়া’ আবার কখনো ‘বন্দে মাতরম’, শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে নিজেদের দর্শকদের কাছ থেকে সারা ম্যাচেই সমর্থন পেলেন ভারতীয় ফুটবলাররা। তাই ম্যাচটা যখন টাইব্রেকারে গেল, কুয়েতের চেয়ে একটু বেশিই চাপে ছিল ভারত দল। সেই চাপ উতরে সাফের নবম শিরোপা গেল সুনীল ছেত্রীদের কাছেই।
কুয়েতের সঙ্গে গ্রুপ পর্বের ম্যাচে ১-১ গোলে ড্র করেছিল ভারত। আজ সাফের ফাইনালও শেষ হলো ১-১ গোলে অমীমাংসিত থেকে। সেমিফাইনালে লেবাননের সঙ্গে টাইব্রেকারে জিতেছিল ভারত। সুনীল ছেত্রীরা জিতলেন আজও। সাফে প্রথমবারের মতো খেলতে এসেই ফাইনালে উঠে আসা কুয়েত সাফের শিরোপা হারাল ৫-৪ ব্যবধানে।
ম্যাচের ১৪ মিনিটে শ্রী কান্তিরাভা স্টেডিয়ামের গ্যালারিতে থাকা হাজার হাজার ভারতীয়কে চমকে দিয়ে কুয়েতকে এগিয়ে দেন শাবাইব আল খালদি। আল ব্লাউসি আড়াআড়ি ক্রস থেকে বল জালে জড়ান আল খালদি।
কুয়েতের এগিয়ে থাকার স্বস্তিকে বড় হতে দেননি লালিয়ানজুয়ালা চাঙতে। ৩৮ মিনিটে সাহাল আবদুল সালামের ক্রস থেকে দূরপোস্টে থাকা লালিয়ানজুয়ালা গোল করে ভারতকে ফেরান ম্যাচে।
ফাইনালে ওঠার লড়াইয়ে ভারত-কুয়েত দুই দলকেই খেলতে হয়েছে ১২০ মিনিট করে। ১-১ গোলে সমতায় থাকা শিরোপার লড়াইটাও গড়াল ১২০ মিনিট পর্যন্ত। অতিরিক্ত সময়েও ম্যাচে অমীমাংসিত থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে কুয়েতের হয়ে শট জালে জড়াতে ব্যর্থ মোহাম্মদ আবদুল্লাহ ও খালেদ হাজিয়া। ভারতের হয়ে শট জালে জড়াতে পারেননি উদান্ত সিং। হাজিয়ার শট গুরপ্রিত সিং ঠেকিয়ে দিতেই শ্রী কান্তিরাভা স্টেডিয়ামের গ্যালারিতে হাজার ভারতীয় দর্শকের উল্লাস। আকাশে উড়ল ফেয়ার। সাফের সেরা গোলরক্ষক হয়েছেন বাংলাদেশের আনিসুর রহমান জিকো।
সাফের ১৪ আসরের ১৩ টিতেই ফাইনাল খেলেছে ভারত। শিরোপা জিতল এ নিয়ে ৯টি। কেবল ২০০৩ সালে ফাইনালে খেলতে পারেনি ভারত। সেবার ফাইনাল খেলেছিল বাংলাদেশ ও মালদ্বীপ। সাফে দুই শিরোপা জিতেছে মালদ্বীপ। একটি করে শিরোপা বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের।
‘লেটস গো ইন্ডিয়া’ আবার কখনো ‘বন্দে মাতরম’, শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে নিজেদের দর্শকদের কাছ থেকে সারা ম্যাচেই সমর্থন পেলেন ভারতীয় ফুটবলাররা। তাই ম্যাচটা যখন টাইব্রেকারে গেল, কুয়েতের চেয়ে একটু বেশিই চাপে ছিল ভারত দল। সেই চাপ উতরে সাফের নবম শিরোপা গেল সুনীল ছেত্রীদের কাছেই।
কুয়েতের সঙ্গে গ্রুপ পর্বের ম্যাচে ১-১ গোলে ড্র করেছিল ভারত। আজ সাফের ফাইনালও শেষ হলো ১-১ গোলে অমীমাংসিত থেকে। সেমিফাইনালে লেবাননের সঙ্গে টাইব্রেকারে জিতেছিল ভারত। সুনীল ছেত্রীরা জিতলেন আজও। সাফে প্রথমবারের মতো খেলতে এসেই ফাইনালে উঠে আসা কুয়েত সাফের শিরোপা হারাল ৫-৪ ব্যবধানে।
ম্যাচের ১৪ মিনিটে শ্রী কান্তিরাভা স্টেডিয়ামের গ্যালারিতে থাকা হাজার হাজার ভারতীয়কে চমকে দিয়ে কুয়েতকে এগিয়ে দেন শাবাইব আল খালদি। আল ব্লাউসি আড়াআড়ি ক্রস থেকে বল জালে জড়ান আল খালদি।
কুয়েতের এগিয়ে থাকার স্বস্তিকে বড় হতে দেননি লালিয়ানজুয়ালা চাঙতে। ৩৮ মিনিটে সাহাল আবদুল সালামের ক্রস থেকে দূরপোস্টে থাকা লালিয়ানজুয়ালা গোল করে ভারতকে ফেরান ম্যাচে।
ফাইনালে ওঠার লড়াইয়ে ভারত-কুয়েত দুই দলকেই খেলতে হয়েছে ১২০ মিনিট করে। ১-১ গোলে সমতায় থাকা শিরোপার লড়াইটাও গড়াল ১২০ মিনিট পর্যন্ত। অতিরিক্ত সময়েও ম্যাচে অমীমাংসিত থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে কুয়েতের হয়ে শট জালে জড়াতে ব্যর্থ মোহাম্মদ আবদুল্লাহ ও খালেদ হাজিয়া। ভারতের হয়ে শট জালে জড়াতে পারেননি উদান্ত সিং। হাজিয়ার শট গুরপ্রিত সিং ঠেকিয়ে দিতেই শ্রী কান্তিরাভা স্টেডিয়ামের গ্যালারিতে হাজার ভারতীয় দর্শকের উল্লাস। আকাশে উড়ল ফেয়ার। সাফের সেরা গোলরক্ষক হয়েছেন বাংলাদেশের আনিসুর রহমান জিকো।
সাফের ১৪ আসরের ১৩ টিতেই ফাইনাল খেলেছে ভারত। শিরোপা জিতল এ নিয়ে ৯টি। কেবল ২০০৩ সালে ফাইনালে খেলতে পারেনি ভারত। সেবার ফাইনাল খেলেছিল বাংলাদেশ ও মালদ্বীপ। সাফে দুই শিরোপা জিতেছে মালদ্বীপ। একটি করে শিরোপা বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের।
সার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
১৫ মিনিট আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
১ ঘণ্টা আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
১ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু জরুরি কিছু প্রশ্নের উত্তর এখনো নেই। সময়মতো টুর্নামেন্ট হবে কি? হলে কোথায় হবে? এই দুটি প্রশ্নের উত্তর যতক্ষণ না আসছে, ততক্ষণ টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এই টুর্নামেন্ট নিয়ে অনেক চাপে আইসিসি।
২ ঘণ্টা আগে