ক্রীড়া ডেস্ক
‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কারে নিজের নাম দেখে হয়তো অবাক হয়ে গিয়েছিলেন হুলিয়ান আলভারেজ। কেননা তাঁর জাতীয়তাই যে পরিবর্তন হয়ে গেছে।
গত পরশু প্যারিসে হয়েছে ‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কার। মোট আটটি ক্যাটেগরিতে পুরস্কার দেওয়া হয়েছে। সর্বোচ্চ ৫২ পয়েন্ট পেয়ে ‘ফিফা দ্য বেস্টে’ বর্ষসেরা পুরুষ ফুটবলার হয়েছেন লিওনেল মেসি। কিলিয়ান এমবাপ্পে ও করিম বেনজেমা পেয়েছেন ৪৪ ও ৩৪ পয়েন্ট। এই তালিকায় ১৭ পয়েন্ট পেয়ে সপ্তম হয়েছেন আলভারেজ। তবে এই তালিকায় আলভারেজের জাতীয়তা ভুল দেখানো হয়েছে। আর্জেন্টাইন এই সেন্টার ফরোয়ার্ডের জাতীয়তা লেখা হয়েছে স্প্যানিশ।
প্যারিসে পরশু ‘ফিফা দ্য বেস্ট’-এর রাতটা যেন ছিল আর্জেন্টিনারই। আটটি পুরস্কারের চারটিই জিতেছে কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা। মেসি তো বর্ষসেরা ফুটবলার হয়েছেনই, বর্ষসেরা কোচ হয়েছেন লিওনেল স্কালোনি। স্কালোনির অধীনে স্বর্ণযুগ পার করছে আকাশী-নীলরা। আর ২০২২-এর বর্ষসেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ। কাতার বিশ্বকাপে গোল্ডেন গ্লাভসের পুরস্কারও জিতেছিলেন আর্জেন্টাইন এই গোলরক্ষক। খেলোয়াড়, কোচ, গোলরক্ষকের পর বর্ষসেরা ভক্তের পুরস্কারও জিতেছিল আর্জেন্টিনা।
‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কারে নিজের নাম দেখে হয়তো অবাক হয়ে গিয়েছিলেন হুলিয়ান আলভারেজ। কেননা তাঁর জাতীয়তাই যে পরিবর্তন হয়ে গেছে।
গত পরশু প্যারিসে হয়েছে ‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কার। মোট আটটি ক্যাটেগরিতে পুরস্কার দেওয়া হয়েছে। সর্বোচ্চ ৫২ পয়েন্ট পেয়ে ‘ফিফা দ্য বেস্টে’ বর্ষসেরা পুরুষ ফুটবলার হয়েছেন লিওনেল মেসি। কিলিয়ান এমবাপ্পে ও করিম বেনজেমা পেয়েছেন ৪৪ ও ৩৪ পয়েন্ট। এই তালিকায় ১৭ পয়েন্ট পেয়ে সপ্তম হয়েছেন আলভারেজ। তবে এই তালিকায় আলভারেজের জাতীয়তা ভুল দেখানো হয়েছে। আর্জেন্টাইন এই সেন্টার ফরোয়ার্ডের জাতীয়তা লেখা হয়েছে স্প্যানিশ।
প্যারিসে পরশু ‘ফিফা দ্য বেস্ট’-এর রাতটা যেন ছিল আর্জেন্টিনারই। আটটি পুরস্কারের চারটিই জিতেছে কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা। মেসি তো বর্ষসেরা ফুটবলার হয়েছেনই, বর্ষসেরা কোচ হয়েছেন লিওনেল স্কালোনি। স্কালোনির অধীনে স্বর্ণযুগ পার করছে আকাশী-নীলরা। আর ২০২২-এর বর্ষসেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ। কাতার বিশ্বকাপে গোল্ডেন গ্লাভসের পুরস্কারও জিতেছিলেন আর্জেন্টাইন এই গোলরক্ষক। খেলোয়াড়, কোচ, গোলরক্ষকের পর বর্ষসেরা ভক্তের পুরস্কারও জিতেছিল আর্জেন্টিনা।
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ক্রিকেটকে পুরোপুরি ছাড়তে পারেননি মোহাম্মদ রফিক। একসময় জাতীয় দলের স্পিন বোলিংয়ের বড় ভরসা ছিলেন তিনি। অবসরের পর এখন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রংপুর রাইডার্সের স্পিন কোচ হিসেবে কাজ করছেন।
৩ ঘণ্টা আগেখেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
৪ ঘণ্টা আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
৫ ঘণ্টা আগে