ক্রীড়া ডেস্ক
গত শীতকালীন দলবদলে রেকর্ড গড়ে দল সাজিয়েছে চেলসি। প্রিমিয়ার লিগে রেকর্ড গড়া ১০৬.৮ মিলিয়ন পাউন্ড চুক্তিতে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে স্টামফোর্ড ব্রিজে এনেছে তারা। সঙ্গে বড় অঙ্কের খরচ করে এনেছেন মিখাইলো মুদ্রিক ও হোয়াও ফেলিক্সদের মতো তারকাদের।
গত জানুয়ারির দলবদলেই ৩২৩ মিলিয়ন পাউন্ড খরচ করে রেকর্ড গড়ে ব্লুজরা। কিন্তু তার পরও ব্যর্থতার বৃত্ত থেকে বেরোতে পারছে না গ্রাহাম পটারের দল। গতকাল এগিয়ে যাওয়ার পরও ওয়েস্ট হামের বিপক্ষে তাদের মাঠে ১-১ গোলে ড্র করেছে চেলসি। এ নিয়ে লিগে টানা তিন ম্যাচ ড্র করল ব্লুজরা। এই ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে আছে পটারের দল।
চেলসির জার্সিতে দ্বিতীয় ম্যাচ খেলতে নামা এনজো জালের দেখা না পেলেও সতীর্থকে দিয়ে গোল করিয়েছেন। ১৬ মিনিটে কুকুরেলার সঙ্গে ওয়ান-টু খেলে ফেলিক্সকে বল বাড়ান তিনি। বল পেয়ে বাঁকানো শটে চেলসিকে এগিয়ে নেন পর্তুগিজ মিডফিল্ডার ফেলিক্স। ২৩ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পায় ব্লুজরা। কিন্তু কাই হাভাৎর্জের গোলটি বাতিল হয় ভিএআরে। এর ৮ মিনিট পর এমারসন পালমিয়েরির গোলে সমতায় ফেরে ওয়েস্ট হাম। বাকি সময় রক্ষণ সামলে চেলসিকে হতাশ করে ডেভিড ময়েসের দল।
গত শীতকালীন দলবদলে রেকর্ড গড়ে দল সাজিয়েছে চেলসি। প্রিমিয়ার লিগে রেকর্ড গড়া ১০৬.৮ মিলিয়ন পাউন্ড চুক্তিতে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে স্টামফোর্ড ব্রিজে এনেছে তারা। সঙ্গে বড় অঙ্কের খরচ করে এনেছেন মিখাইলো মুদ্রিক ও হোয়াও ফেলিক্সদের মতো তারকাদের।
গত জানুয়ারির দলবদলেই ৩২৩ মিলিয়ন পাউন্ড খরচ করে রেকর্ড গড়ে ব্লুজরা। কিন্তু তার পরও ব্যর্থতার বৃত্ত থেকে বেরোতে পারছে না গ্রাহাম পটারের দল। গতকাল এগিয়ে যাওয়ার পরও ওয়েস্ট হামের বিপক্ষে তাদের মাঠে ১-১ গোলে ড্র করেছে চেলসি। এ নিয়ে লিগে টানা তিন ম্যাচ ড্র করল ব্লুজরা। এই ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে আছে পটারের দল।
চেলসির জার্সিতে দ্বিতীয় ম্যাচ খেলতে নামা এনজো জালের দেখা না পেলেও সতীর্থকে দিয়ে গোল করিয়েছেন। ১৬ মিনিটে কুকুরেলার সঙ্গে ওয়ান-টু খেলে ফেলিক্সকে বল বাড়ান তিনি। বল পেয়ে বাঁকানো শটে চেলসিকে এগিয়ে নেন পর্তুগিজ মিডফিল্ডার ফেলিক্স। ২৩ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পায় ব্লুজরা। কিন্তু কাই হাভাৎর্জের গোলটি বাতিল হয় ভিএআরে। এর ৮ মিনিট পর এমারসন পালমিয়েরির গোলে সমতায় ফেরে ওয়েস্ট হাম। বাকি সময় রক্ষণ সামলে চেলসিকে হতাশ করে ডেভিড ময়েসের দল।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
২৬ মিনিট আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
১ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
২ ঘণ্টা আগে