ক্রীড়া ডেস্ক, ঢাকা
লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোর দলবদল ঘিরে নতুন মৌসুমের পুরো দলবদলের বাজারটাই ছিল চমক আর বিস্ময়ে ভরা। কিলিয়ান এমবাপ্পের দলবদল নিয়েও কম নাটকীয়তা হয়নি! ফরাসি তারকা অবশ্য শেষ পর্যন্ত পিএসজিতেই থেকে গেছেন। তবে দলবদলের বাজারে একেবারে শেষ ঘণ্টায় আরও একবার চমক! বার্সেলোনা ছেড়ে আতলেতিকো মাদ্রিদে ফিরলেন আতোয়াঁন গ্রিজমান।
গ্রিজমানকে এক বছরের ধারে আতলেতিকোতে ছেড়ে দিতে সম্মত হয়েছে বার্সা। তবে দুই পক্ষই চাইলে আরও একটি মৌসুম আতলেতিকোর সঙ্গে চুক্তি বাড়ানো হতে পারে গ্রিজমানের। ২০১৪-১৫ সালে আতলেতিকোতে যোগ দিয়ে ২৫৭টি ম্যাচ খেলেছিলেন গ্রিজমান। সঙ্গে একটি স্প্যানিশ সুপার কাপ, একটি ইউরোপা লিগ ও উয়েফা সুপার কাপ জিতেছিলেন ২৯ বছর বয়সী এই ফরাসি ফরোয়ার্ড।
চার বছর আতলেতিকোতে দাপটের সঙ্গে খেলে ২০১৯ সালে বার্সায় যোগ দেন গ্রিজমান। তবে কাতালান ক্লাবটিতে এসে আগের সেই ছন্দটা ধরে রাখতে ব্যর্থ হন গ্রিজমান। এবার তাই দিয়েগো সিমিওনের অধীনে পুরোনো ক্লাবে নিজের চেনা ছন্দে ফেরার পালা গ্রিজমানের। এদিকে বার্সা গ্রিজমানের বদলি হিসাবে লুক ডি’ইয়ং-কে সেভিয়া থেকে সই করেছে।
লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোর দলবদল ঘিরে নতুন মৌসুমের পুরো দলবদলের বাজারটাই ছিল চমক আর বিস্ময়ে ভরা। কিলিয়ান এমবাপ্পের দলবদল নিয়েও কম নাটকীয়তা হয়নি! ফরাসি তারকা অবশ্য শেষ পর্যন্ত পিএসজিতেই থেকে গেছেন। তবে দলবদলের বাজারে একেবারে শেষ ঘণ্টায় আরও একবার চমক! বার্সেলোনা ছেড়ে আতলেতিকো মাদ্রিদে ফিরলেন আতোয়াঁন গ্রিজমান।
গ্রিজমানকে এক বছরের ধারে আতলেতিকোতে ছেড়ে দিতে সম্মত হয়েছে বার্সা। তবে দুই পক্ষই চাইলে আরও একটি মৌসুম আতলেতিকোর সঙ্গে চুক্তি বাড়ানো হতে পারে গ্রিজমানের। ২০১৪-১৫ সালে আতলেতিকোতে যোগ দিয়ে ২৫৭টি ম্যাচ খেলেছিলেন গ্রিজমান। সঙ্গে একটি স্প্যানিশ সুপার কাপ, একটি ইউরোপা লিগ ও উয়েফা সুপার কাপ জিতেছিলেন ২৯ বছর বয়সী এই ফরাসি ফরোয়ার্ড।
চার বছর আতলেতিকোতে দাপটের সঙ্গে খেলে ২০১৯ সালে বার্সায় যোগ দেন গ্রিজমান। তবে কাতালান ক্লাবটিতে এসে আগের সেই ছন্দটা ধরে রাখতে ব্যর্থ হন গ্রিজমান। এবার তাই দিয়েগো সিমিওনের অধীনে পুরোনো ক্লাবে নিজের চেনা ছন্দে ফেরার পালা গ্রিজমানের। এদিকে বার্সা গ্রিজমানের বদলি হিসাবে লুক ডি’ইয়ং-কে সেভিয়া থেকে সই করেছে।
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ক্রিকেটকে পুরোপুরি ছাড়তে পারেননি মোহাম্মদ রফিক। একসময় জাতীয় দলের স্পিন বোলিংয়ের বড় ভরসা ছিলেন তিনি। অবসরের পর এখন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রংপুর রাইডার্সের স্পিন কোচ হিসেবে কাজ করছেন।
১ ঘণ্টা আগেখেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
২ ঘণ্টা আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
৪ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
৪ ঘণ্টা আগে