ক্রীড়া ডেস্ক
গোলাম রব্বানী ছোটনের হাত ধরেই প্রথম সাফ শিরোপা জেতে বাংলাদেশ নারী দল। সাফজয়ী কোচ হঠাৎ করেই সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় দল ছেড়ে যাওয়ার। তো মেয়েদের ফুটবলের সফল কোচ ছোটনের জাতীয় দল ছাড়া নিয়ে আজ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন নারী ফুটবল উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। অনেক কথা বললেও ছোটনের জাতীয় দল ছেড়ে যাওয়া নিয়ে কিছুই বলেননি তিনি! জানিয়েছেন, কোচের কাজ না করতে চাওয়ার কথা তিনি বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে জানিয়েছেন, যা সিদ্ধান্ত নেওয়ার তিনিই নেবেন।
ছোটনের জাতীয় দল ছেড়ে যাওয়ার আগে জাতীয় নারী দলের সিরাত জাহান স্বপ্নার হঠাৎ করেই অবসরের ঘোষণা দেন। গতকাল দুপুরে ফেসবুকে পেশাদার ফুটবলকে বিদায়ের কথা লেখেন ২২ বছর বয়সী এই নারী ফরোয়ার্ড। স্বপ্নার অবসরের ব্যাপারে জিজ্ঞেস করা হলেই নারী দলের কোচ ছোটন জানিয়ে দেন ৩১ মের মধ্যে তিনিও জাতীয় দল ছেড়ে দেবেন। সংবাদমাধ্যম থেকেই কোচের সিদ্ধান্ত জানতে পারার কথা জানিয়ে বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে কিরণ বললেন, ‘ছোটন ভাইয়ের সঙ্গে আজ কথা বলেছি ফোনে। ছোটন ভাই আমাকে যা বলেছেন, তিনি আসলে ক্লান্ত। খুব ক্লান্ত হওয়ায় তিনি কাজ করতে চাচ্ছেন না। এটা আমি সভাপতিকে জানিয়েছি। যা সিদ্ধান্ত নেওয়ার ফেডারেশন নেবে। তার থেকে অফিশিয়ালি কোনো পদত্যাগপত্র আমরা পাইনি।’
ছোটনের সরাসরি শিষ্য থেকে তাঁর সহকারী কোচ হয়েছেন মাহমুদা আক্তার অনন্যা। আরেক সহকারী কোচ মাহবুবুর রহমান লিটুকে বিয়ে করে সংসার পেতেছেন ফুটবলেই। ছোটন না থাকলে তিনিও থাকবেন না। আজকের পত্রিকাকে অনন্যা বলেছেন, ‘আমরা একটা পরিবার। আমরা হাসিমুখে একসঙ্গে এসেছি। বিদায় নিলে হাসিমুখেই একসঙ্গে বিদায় নেব। তবে আমার ব্যক্তিগত চাওয়া ছোটন স্যার যেন একটু বিবেচনা করেন। ‘
আগামীকাল বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির বর্ষসেরা কোচের পুরস্কার নেবেন ছোটন। জানা গেছে, পরদিন অর্থাৎ ২৯ মে বাফুফেতে জমা দেবেন নিজের পদত্যাগপত্র। প্রধান কোচ না থাকলে নিজেরাও থাকতে চান না লিটু-অনন্যা কোচ দম্পতি। যদি বাফুফের কাছ থেকে প্রধান কোচের প্রস্তাব আসে তাহলে সেটি গ্রহণ করবেন কি না, সেই প্রশ্নের জবাবে অনন্যার উত্তর, ‘লিটু স্যার কী করবেন সেটা তাঁর ব্যক্তিগত ব্যাপার। আমি বলব আমার সময় এখনো আসেনি। আমি এখনো প্রস্তুত নই।’
গোলাম রব্বানী ছোটনের হাত ধরেই প্রথম সাফ শিরোপা জেতে বাংলাদেশ নারী দল। সাফজয়ী কোচ হঠাৎ করেই সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় দল ছেড়ে যাওয়ার। তো মেয়েদের ফুটবলের সফল কোচ ছোটনের জাতীয় দল ছাড়া নিয়ে আজ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন নারী ফুটবল উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। অনেক কথা বললেও ছোটনের জাতীয় দল ছেড়ে যাওয়া নিয়ে কিছুই বলেননি তিনি! জানিয়েছেন, কোচের কাজ না করতে চাওয়ার কথা তিনি বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে জানিয়েছেন, যা সিদ্ধান্ত নেওয়ার তিনিই নেবেন।
ছোটনের জাতীয় দল ছেড়ে যাওয়ার আগে জাতীয় নারী দলের সিরাত জাহান স্বপ্নার হঠাৎ করেই অবসরের ঘোষণা দেন। গতকাল দুপুরে ফেসবুকে পেশাদার ফুটবলকে বিদায়ের কথা লেখেন ২২ বছর বয়সী এই নারী ফরোয়ার্ড। স্বপ্নার অবসরের ব্যাপারে জিজ্ঞেস করা হলেই নারী দলের কোচ ছোটন জানিয়ে দেন ৩১ মের মধ্যে তিনিও জাতীয় দল ছেড়ে দেবেন। সংবাদমাধ্যম থেকেই কোচের সিদ্ধান্ত জানতে পারার কথা জানিয়ে বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে কিরণ বললেন, ‘ছোটন ভাইয়ের সঙ্গে আজ কথা বলেছি ফোনে। ছোটন ভাই আমাকে যা বলেছেন, তিনি আসলে ক্লান্ত। খুব ক্লান্ত হওয়ায় তিনি কাজ করতে চাচ্ছেন না। এটা আমি সভাপতিকে জানিয়েছি। যা সিদ্ধান্ত নেওয়ার ফেডারেশন নেবে। তার থেকে অফিশিয়ালি কোনো পদত্যাগপত্র আমরা পাইনি।’
ছোটনের সরাসরি শিষ্য থেকে তাঁর সহকারী কোচ হয়েছেন মাহমুদা আক্তার অনন্যা। আরেক সহকারী কোচ মাহবুবুর রহমান লিটুকে বিয়ে করে সংসার পেতেছেন ফুটবলেই। ছোটন না থাকলে তিনিও থাকবেন না। আজকের পত্রিকাকে অনন্যা বলেছেন, ‘আমরা একটা পরিবার। আমরা হাসিমুখে একসঙ্গে এসেছি। বিদায় নিলে হাসিমুখেই একসঙ্গে বিদায় নেব। তবে আমার ব্যক্তিগত চাওয়া ছোটন স্যার যেন একটু বিবেচনা করেন। ‘
আগামীকাল বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির বর্ষসেরা কোচের পুরস্কার নেবেন ছোটন। জানা গেছে, পরদিন অর্থাৎ ২৯ মে বাফুফেতে জমা দেবেন নিজের পদত্যাগপত্র। প্রধান কোচ না থাকলে নিজেরাও থাকতে চান না লিটু-অনন্যা কোচ দম্পতি। যদি বাফুফের কাছ থেকে প্রধান কোচের প্রস্তাব আসে তাহলে সেটি গ্রহণ করবেন কি না, সেই প্রশ্নের জবাবে অনন্যার উত্তর, ‘লিটু স্যার কী করবেন সেটা তাঁর ব্যক্তিগত ব্যাপার। আমি বলব আমার সময় এখনো আসেনি। আমি এখনো প্রস্তুত নই।’
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে সবচেয়ে বেশি খেলেছেন সাকিব আল হাসান। বিদেশ লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, তৌহিদ হৃদয়দেরও। এবার এই তালিকায় যুক্ত হচ্ছেন উদীয়মান পেসার তানজিম হাসান সাকিব।
২ মিনিট আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু জরুরি কিছু প্রশ্নের উত্তর এখনো নেই। সময়মতো টুর্নামেন্ট হবে কি? হলে কোথায় হবে? এই দুটি প্রশ্নের উত্তর যতক্ষণ না আসছে, ততক্ষণ টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এই টুর্নামেন্ট নিয়ে অনেক চাপে আইসিসি।
২৪ মিনিট আগেসিনেমা, নাটক-কোনো কিছুরই তো কমতি ছিল না আজ আর্জেন্টিনা-প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। দেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলের রেফারি অ্যান্ডারসন দারাঙ্কোর একের পর এক কাণ্ডে ক্ষুব্ধ আর্জেন্টিনা ফুটবল দল। রেফারির সঙ্গে এক চোট হয়েই গেছে মেসির। এমনকি আঙুল উঁচিয়ে কথাও বলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
১ ঘণ্টা আগেভুলে যাওয়ার মতো একটি দিনই কাটিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। তাও বাজে দিনটা এল ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের সময়ই। তাঁর সুযোগ মিসের মহড়ার দিনে ব্রাজিল পারল না জিততে। হতাশা ঝরেছে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের কণ্ঠে।
২ ঘণ্টা আগে