ক্রীড়া ডেস্ক
লুইস সুয়ারেজের পরবর্তী ঠিকানা যে ব্রাজিল, তা অনেক আগে থেকেই বোঝা গিয়েছিল। অবশেষে তা-ই হলো। ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওতে খেলতে যাচ্ছেন সুয়ারেজ।
গতকাল সুয়ারেজের সঙ্গে চুক্তির বিষয় নিশ্চিত করেছে গ্রেমিও। দুই বছরের জন্য ব্রাজিলিয়ান ক্লাবের সঙ্গে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন, যার মেয়াদ থাকবে ২০২৪-এর শেষ পর্যন্ত। উরুগুয়ের এই স্ট্রাইকারকে নেওয়া হয়েছে ‘ফ্রি ট্রান্সফারে’। ১৭ জানুয়ারি সাও লুইজের বিপক্ষে এ বছরের প্রথম ম্যাচ খেলতে যাচ্ছে গ্রেমিও।
নতুন ক্লাব গ্রেমিওতে খেলতে ভীষণ রোমাঞ্চিত সুয়ারেজ। উরুগুইয়ান এই স্ট্রাইকার তাঁর টুইটারে লিখেছেন, ‘গ্রেমিওতে এমন দারুণ চ্যালেঞ্জের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি সেখানে যেতে উন্মুখ হয়ে আছি এবং উপভোগ করতে চাই।’
বার্সেলোনা, আয়াক্স, লিভারপুল, আতলেতিকো মাদ্রিদ, এফসি গ্রোনিঙ্গেন, ক্লাব ন্যাসিওনাল—এই ছয় ক্লাবের হয়ে গেছেন সুয়ারেজ। ৭১৫ ম্যাচে করেছেন ৪৪৫ গোল, অ্যাসিস্ট করেছেন ২৪৩ গোলে। সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন বার্সার হয়ে। বার্সার জার্সিতে ২৮৩ ম্যাচে করেছেন ১৯৫ গোল, অ্যাসিস্ট করেছেন ১১৩ গোলে। আতলেতিকোর হয়ে ৮৩ ম্যাচে ৩৪ গোল ও ৬ অ্যাসিস্ট রয়েছে। আর ন্যাসিওনালের হয়ে ২০ ম্যাচে ৮ গোল ও ৩ অ্যাসিস্ট করেছেন।
লুইস সুয়ারেজের পরবর্তী ঠিকানা যে ব্রাজিল, তা অনেক আগে থেকেই বোঝা গিয়েছিল। অবশেষে তা-ই হলো। ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওতে খেলতে যাচ্ছেন সুয়ারেজ।
গতকাল সুয়ারেজের সঙ্গে চুক্তির বিষয় নিশ্চিত করেছে গ্রেমিও। দুই বছরের জন্য ব্রাজিলিয়ান ক্লাবের সঙ্গে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন, যার মেয়াদ থাকবে ২০২৪-এর শেষ পর্যন্ত। উরুগুয়ের এই স্ট্রাইকারকে নেওয়া হয়েছে ‘ফ্রি ট্রান্সফারে’। ১৭ জানুয়ারি সাও লুইজের বিপক্ষে এ বছরের প্রথম ম্যাচ খেলতে যাচ্ছে গ্রেমিও।
নতুন ক্লাব গ্রেমিওতে খেলতে ভীষণ রোমাঞ্চিত সুয়ারেজ। উরুগুইয়ান এই স্ট্রাইকার তাঁর টুইটারে লিখেছেন, ‘গ্রেমিওতে এমন দারুণ চ্যালেঞ্জের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি সেখানে যেতে উন্মুখ হয়ে আছি এবং উপভোগ করতে চাই।’
বার্সেলোনা, আয়াক্স, লিভারপুল, আতলেতিকো মাদ্রিদ, এফসি গ্রোনিঙ্গেন, ক্লাব ন্যাসিওনাল—এই ছয় ক্লাবের হয়ে গেছেন সুয়ারেজ। ৭১৫ ম্যাচে করেছেন ৪৪৫ গোল, অ্যাসিস্ট করেছেন ২৪৩ গোলে। সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন বার্সার হয়ে। বার্সার জার্সিতে ২৮৩ ম্যাচে করেছেন ১৯৫ গোল, অ্যাসিস্ট করেছেন ১১৩ গোলে। আতলেতিকোর হয়ে ৮৩ ম্যাচে ৩৪ গোল ও ৬ অ্যাসিস্ট রয়েছে। আর ন্যাসিওনালের হয়ে ২০ ম্যাচে ৮ গোল ও ৩ অ্যাসিস্ট করেছেন।
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ক্রিকেটকে পুরোপুরি ছাড়তে পারেননি মোহাম্মদ রফিক। একসময় জাতীয় দলের স্পিন বোলিংয়ের বড় ভরসা ছিলেন তিনি। অবসরের পর এখন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রংপুর রাইডার্সের স্পিন কোচ হিসেবে কাজ করছেন।
১ ঘণ্টা আগেখেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
২ ঘণ্টা আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
৩ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
৪ ঘণ্টা আগে