নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তিন ব্রাজিলিয়ানের দিকে চেয়েছিল বসুন্ধরা কিংস। স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোনের চাওয়া ছিল সুযোগ পেলে তাঁকে সর্বোচ্চ কাজে লাগানোর। সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি বসুন্ধরা। শারজা এফসির কাছে হেরে এক ম্যাচেই শেষ বাংলাদেশ চ্যাম্পিয়নদের এএফসি চ্যাম্পিয়নস লিগ অভিযান।
এএফসি চ্যাম্পিয়নস লিগে প্রথমবারের মতো প্রাক বাছাইয়ে খেলার অভিজ্ঞতা মোটেও স্মরণীয় করে রাখতে পারেনি বাংলাদেশের লিগে টানা চারবারের সেরা বসুন্ধরা। ব্রাজিলিয়ান লুয়ানজিনহোর জোড়া গোলে আমিরাত প্রো-লিগের দল শারজার কাছে ২-০ গোলে হেরেছে অস্কার ব্রুজোনের দল। এএফসির পরিবর্তিত নিয়মে আগামী কয়েক মৌসুম চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ প্রায় নেই বললেই চলে বসুন্ধরার। হয়তো এই এক হারের পর শেষবারের মতো চ্যাম্পিয়নস লিগে খেলে ফেলল বাংলাদেশ সেরা দলটা।
তবে হারলেও ম্যাচের আক্ষেপ নিয়ে খুব বেশি অতৃপ্তি থাকার কথা নয় বসুন্ধরা কোচ ব্রুজোনের। যেখানে বসুন্ধরা প্রথমবারের মতো খেলছে প্রাক বাছাই সেখানে শারজা নিয়মিত খেলে এএফসি চ্যাম্পিয়নস লিগে। দলটিতে খেলেছেন পাকো আলকাসার-মিরালেম পিয়ানিচদের মতো বিশ্বমানের ফুটবলাররা। শেষ পর্যন্ত এই ফুটবলাররাই গড়ে দিয়েছেন ম্যাচের ভাগ্য। পিয়ানিচদের নিয়ে রক্ষণে বেশি মনোযোগী হতে গিয়ে বেশ সুযোগ পেয়েছেন ব্রাজিলিয়ান লুয়ানজিনহো। গড়ে দিয়েছেন ম্যাচের ভাগ্য।
শারজার নিজেদের মাঠ শারজা স্টেডিয়ামে বসুন্ধরার প্রথমার্ধটা লড়াই করতে হয়েছে দাঁতে দাঁত চেপে। পাকো আলকাসার-মিরালেম পিয়ানিচদের মতো বিশ্বমানের ফুটবলারদের দাপটে বসুন্ধরার রক্ষণ কোণঠাসা। বিশ্বমানের আক্রমণের সামনে প্রথমার্ধে দেয়াল হয়ে একাই দাঁড়িয়েছিলেন বসুন্ধরা গোলরক্ষক আনিসুর রহমান জিকো।
খেলার ৬ মিনিটেই আনিসুর রহমান জিকোর সেভে রক্ষা বসুন্ধরার। বসনিয়ান ও বার্সার সাবেক মিডফিল্ডার মিরালেম পিয়ানিচের পাস থেকে বক্সে দ্রুত ঢুকে পড়েন বার্সার আরেক সাবেক পাকো আলকাসার। স্প্যানিশ ফরোয়ার্ডের শটে খুব বেশি জোর না থাকায় জিকোর ঠেকাতে বিশেষ ঝামেলা পোহাতে হয়নি।
২২ মিনিটে আবারও বসুন্ধরার ত্রাতা জিকো। মাঝমাঠ থেকে এক সতীর্থের ক্রস থেকে বসুন্ধরার বক্সে বল পেয়ে যান শারজার ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুয়ানজিনহো। তাঁকে মার্কিংয়ে থাকা বিশ্বনাথ ঘোষের ভুলে লুয়ানজিনহোর জোরালো শটও ঠেকিয়ে দেন বসুন্ধরা গোলরক্ষক। ২৬ মিনিটে এই লুয়ানজিনহোর আরেকটি জোরালো শট খুঁজে পায়নি জাল।
৩৩ মিনিটে প্রথম সুযোগ বসুন্ধরার। এবং গোলের দারুণ সুযোগ নষ্ট দরিয়েলতন গোমেজের। ব্রাজিলিয়ান সতীর্থ রবসন রবিনহোর কর্নার থেকে দরিয়েলতনের হেড অল্পে হয় লক্ষ্যভ্রষ্ট।
অতিরিক্ত সময়ে আর ঠেকাতে পারেননি জিকো। ব্রাজিলিয়ান কাইয়োর থ্রু বল ধরে ডান প্রান্ত থেকে পিয়ানিচের কাটব্যাক। সুযোগটা এবার আর নষ্ট করেননি লুয়ানজিনহো। তার প্লেসিংয়ে ঠেকানোর কোনো সুযোগই পাননি জিকো।
প্রথমার্ধ যেখানে শেষ করেছিল শারজা, দ্বিতীয়ার্ধের শুরু সেই আক্রমণত্মকভাবেই। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই আবারও আক্রমণে স্বাগতিকরা। বক্সের বাইরে থেকে ওসমানে কামারার বুলেট গতির শট লক্ষ্যভ্রষ্ট হওয়ায় রক্ষা বসুন্ধরার।
নড়বড়ে বসুন্ধরা প্রতি আক্রমণে ওঠে ৪৯ মিনিটে। দরিয়েলতনের পাস থেকে মিগেল দামাশিনা শারজার বক্সে বল পান ফাঁকাতেই। তবে শট নিতে একটু বেশিই দেরি করেছেন এই ব্রাজিলিয়ান। তার বাঁ পায়ের শট ঠেকিয়ে দেন শারজা গোলরক্ষক শাহিন আবদেল্লা।
দরিয়েলতন-মিগেল মিলে ম্যাচে বসুন্ধরার সমতায় ফেরার সেরা সুযোগটা নষ্ট করেন তিন মিনিট পরেই। ৫২ মিনিটে প্রতি আক্রমণ থেকে মিগেলের ক্রসে বক্সের মুখে বল পান দরিয়েলতন। মার্কিংয়ে থাকা শারজা ডিফেন্ডারকে কাটিয়ে নেওয়া দরিয়েলতনের শট ঝাঁপিয়ে ঠেকান শারজা গোলরক্ষক।
প্রথমার্ধে হজম করার পরও ম্যাচে ফেরার সুযোগ ছিল বসুন্ধরার। সেই লক্ষ্যে আক্রমণাত্মক খেলতে গিয়ে রক্ষণ এলোমেলো বাংলাদেশের প্রতিনিধিদের। সুযোগটাকে কাজে লাগিয়ে অস্কার ব্রুজোনের দলের ম্যাচে ফেরার সুযোগ বন্ধ করে দেন প্রথমার্ধে গোল করা লুয়ানজিনহো। ৭২ মিনিটে আবদেল আজিজ সেলিমের ক্রস থেকে যেই হেডটা করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার তা ঠেকানোর কোনো সাধ্যই ছিল না জিকোর।
ম্যাচের একদম শেষ দিকে গোল পেয়েছিলেন সাবেক বার্সা ফরোয়ার্ড পাকো আলকাসারও। তবে অফসাইডে সেই গোল বাতিল হওয়ায় আর ব্যবধান বাড়াতে পারেনি শারজা। শেষ মিনিটে জিকো বাধা না হলে ব্যবধানটা বড় হতে পারত স্বাগতিকদের।
তিন ব্রাজিলিয়ানের দিকে চেয়েছিল বসুন্ধরা কিংস। স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোনের চাওয়া ছিল সুযোগ পেলে তাঁকে সর্বোচ্চ কাজে লাগানোর। সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি বসুন্ধরা। শারজা এফসির কাছে হেরে এক ম্যাচেই শেষ বাংলাদেশ চ্যাম্পিয়নদের এএফসি চ্যাম্পিয়নস লিগ অভিযান।
এএফসি চ্যাম্পিয়নস লিগে প্রথমবারের মতো প্রাক বাছাইয়ে খেলার অভিজ্ঞতা মোটেও স্মরণীয় করে রাখতে পারেনি বাংলাদেশের লিগে টানা চারবারের সেরা বসুন্ধরা। ব্রাজিলিয়ান লুয়ানজিনহোর জোড়া গোলে আমিরাত প্রো-লিগের দল শারজার কাছে ২-০ গোলে হেরেছে অস্কার ব্রুজোনের দল। এএফসির পরিবর্তিত নিয়মে আগামী কয়েক মৌসুম চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ প্রায় নেই বললেই চলে বসুন্ধরার। হয়তো এই এক হারের পর শেষবারের মতো চ্যাম্পিয়নস লিগে খেলে ফেলল বাংলাদেশ সেরা দলটা।
তবে হারলেও ম্যাচের আক্ষেপ নিয়ে খুব বেশি অতৃপ্তি থাকার কথা নয় বসুন্ধরা কোচ ব্রুজোনের। যেখানে বসুন্ধরা প্রথমবারের মতো খেলছে প্রাক বাছাই সেখানে শারজা নিয়মিত খেলে এএফসি চ্যাম্পিয়নস লিগে। দলটিতে খেলেছেন পাকো আলকাসার-মিরালেম পিয়ানিচদের মতো বিশ্বমানের ফুটবলাররা। শেষ পর্যন্ত এই ফুটবলাররাই গড়ে দিয়েছেন ম্যাচের ভাগ্য। পিয়ানিচদের নিয়ে রক্ষণে বেশি মনোযোগী হতে গিয়ে বেশ সুযোগ পেয়েছেন ব্রাজিলিয়ান লুয়ানজিনহো। গড়ে দিয়েছেন ম্যাচের ভাগ্য।
শারজার নিজেদের মাঠ শারজা স্টেডিয়ামে বসুন্ধরার প্রথমার্ধটা লড়াই করতে হয়েছে দাঁতে দাঁত চেপে। পাকো আলকাসার-মিরালেম পিয়ানিচদের মতো বিশ্বমানের ফুটবলারদের দাপটে বসুন্ধরার রক্ষণ কোণঠাসা। বিশ্বমানের আক্রমণের সামনে প্রথমার্ধে দেয়াল হয়ে একাই দাঁড়িয়েছিলেন বসুন্ধরা গোলরক্ষক আনিসুর রহমান জিকো।
খেলার ৬ মিনিটেই আনিসুর রহমান জিকোর সেভে রক্ষা বসুন্ধরার। বসনিয়ান ও বার্সার সাবেক মিডফিল্ডার মিরালেম পিয়ানিচের পাস থেকে বক্সে দ্রুত ঢুকে পড়েন বার্সার আরেক সাবেক পাকো আলকাসার। স্প্যানিশ ফরোয়ার্ডের শটে খুব বেশি জোর না থাকায় জিকোর ঠেকাতে বিশেষ ঝামেলা পোহাতে হয়নি।
২২ মিনিটে আবারও বসুন্ধরার ত্রাতা জিকো। মাঝমাঠ থেকে এক সতীর্থের ক্রস থেকে বসুন্ধরার বক্সে বল পেয়ে যান শারজার ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুয়ানজিনহো। তাঁকে মার্কিংয়ে থাকা বিশ্বনাথ ঘোষের ভুলে লুয়ানজিনহোর জোরালো শটও ঠেকিয়ে দেন বসুন্ধরা গোলরক্ষক। ২৬ মিনিটে এই লুয়ানজিনহোর আরেকটি জোরালো শট খুঁজে পায়নি জাল।
৩৩ মিনিটে প্রথম সুযোগ বসুন্ধরার। এবং গোলের দারুণ সুযোগ নষ্ট দরিয়েলতন গোমেজের। ব্রাজিলিয়ান সতীর্থ রবসন রবিনহোর কর্নার থেকে দরিয়েলতনের হেড অল্পে হয় লক্ষ্যভ্রষ্ট।
অতিরিক্ত সময়ে আর ঠেকাতে পারেননি জিকো। ব্রাজিলিয়ান কাইয়োর থ্রু বল ধরে ডান প্রান্ত থেকে পিয়ানিচের কাটব্যাক। সুযোগটা এবার আর নষ্ট করেননি লুয়ানজিনহো। তার প্লেসিংয়ে ঠেকানোর কোনো সুযোগই পাননি জিকো।
প্রথমার্ধ যেখানে শেষ করেছিল শারজা, দ্বিতীয়ার্ধের শুরু সেই আক্রমণত্মকভাবেই। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই আবারও আক্রমণে স্বাগতিকরা। বক্সের বাইরে থেকে ওসমানে কামারার বুলেট গতির শট লক্ষ্যভ্রষ্ট হওয়ায় রক্ষা বসুন্ধরার।
নড়বড়ে বসুন্ধরা প্রতি আক্রমণে ওঠে ৪৯ মিনিটে। দরিয়েলতনের পাস থেকে মিগেল দামাশিনা শারজার বক্সে বল পান ফাঁকাতেই। তবে শট নিতে একটু বেশিই দেরি করেছেন এই ব্রাজিলিয়ান। তার বাঁ পায়ের শট ঠেকিয়ে দেন শারজা গোলরক্ষক শাহিন আবদেল্লা।
দরিয়েলতন-মিগেল মিলে ম্যাচে বসুন্ধরার সমতায় ফেরার সেরা সুযোগটা নষ্ট করেন তিন মিনিট পরেই। ৫২ মিনিটে প্রতি আক্রমণ থেকে মিগেলের ক্রসে বক্সের মুখে বল পান দরিয়েলতন। মার্কিংয়ে থাকা শারজা ডিফেন্ডারকে কাটিয়ে নেওয়া দরিয়েলতনের শট ঝাঁপিয়ে ঠেকান শারজা গোলরক্ষক।
প্রথমার্ধে হজম করার পরও ম্যাচে ফেরার সুযোগ ছিল বসুন্ধরার। সেই লক্ষ্যে আক্রমণাত্মক খেলতে গিয়ে রক্ষণ এলোমেলো বাংলাদেশের প্রতিনিধিদের। সুযোগটাকে কাজে লাগিয়ে অস্কার ব্রুজোনের দলের ম্যাচে ফেরার সুযোগ বন্ধ করে দেন প্রথমার্ধে গোল করা লুয়ানজিনহো। ৭২ মিনিটে আবদেল আজিজ সেলিমের ক্রস থেকে যেই হেডটা করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার তা ঠেকানোর কোনো সাধ্যই ছিল না জিকোর।
ম্যাচের একদম শেষ দিকে গোল পেয়েছিলেন সাবেক বার্সা ফরোয়ার্ড পাকো আলকাসারও। তবে অফসাইডে সেই গোল বাতিল হওয়ায় আর ব্যবধান বাড়াতে পারেনি শারজা। শেষ মিনিটে জিকো বাধা না হলে ব্যবধানটা বড় হতে পারত স্বাগতিকদের।
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ক্রিকেটকে পুরোপুরি ছাড়তে পারেননি মোহাম্মদ রফিক। একসময় জাতীয় দলের স্পিন বোলিংয়ের বড় ভরসা ছিলেন তিনি। অবসরের পর এখন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রংপুর রাইডার্সের স্পিন কোচ হিসেবে কাজ করছেন।
৪ ঘণ্টা আগেখেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
৫ ঘণ্টা আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
৬ ঘণ্টা আগে