ক্রীড়া ডেস্ক
জার্মানির শুরুর আক্রমণে দুর্দান্ত জবাব দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিছু বুঝে ওঠার আগেই দিয়োগো জোতার বাড়ানো রোনালদোর ঝলক। তবে মাঝমাঠ থেকে বল নিয়ে আক্রমণে সুর বেঁধে দিয়েছিলেন বার্নার্দো সিলভা।
পর্তুগালের প্রথম আত্মঘাতী গোলে ম্যাচে ফেরার পর দ্বিতীয় আত্মঘাতী গোলে এগিয়ে যায় জার্মানি। জার্মানির আক্রমণে খেই হারিয়ে পর্তুগাল নিজেরাই জালে বল জড়িয়েছে দুবার। তাই রোনালদোর গোল, এসিস্ট কোনোটাই ম্যাচে কাজে আসেনি।
স্কোর শিটে দিয়েগো জোতার নাম লেখা থাকবে। তবে এই গোলেও বড় অবদান আছে রোনালদোর। টাচলাইন থেকে রোনালদোর বাড়ানো বলেই ‘ট্যাপইন’ করে জালে জড়িয়েছিল জোতা।
বন্ধু যখন শত্রু! মাঠে একজন আরেকজনের প্রতিপক্ষ হলেও তারা ভালো বন্ধু। রিয়াল মাদ্রিদে দীর্ঘ সময় খেলছেন একসঙ্গে। সম্পর্কের শুরুটা সেখান থেকেই। ম্যাচে রোনালদো নিজে গোল করেছেন, গোল করিয়েছেন। আর গোল না করেও দলের জয়ে শেষ হাসি টনি ক্রুসের।
হাঙ্গেরিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ইউরো অভিযান শুরু করেছিল পর্তুগাল। অন্যদিকে জার্মানির শুরুটা ফ্রান্সের বিপক্ষে ১-০ গোলের হার দিয়ে। কাল জার্মানির বিপক্ষে ম্যাচেও বাজির দর ভারী ছিল পর্তুগালের দিকেও। তবু দলের বড় হারে চিন্তায় পড়ে গেছেন পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস।
ইউরোর প্রথম ম্যাচে জোড়া গোল করার পর জার্মানির বিপক্ষে ম্যাচেও গোল পেয়েছেন। তবে ৩৬ বছর বয়সী রোনালদোর ক্যারিয়ারের শেষের গানের শুরু হলেও ফিটনেস দেখে সেটি বোঝার উপায় নেই। জার্মানির বিপক্ষে ম্যাচ হারের পর এখন তার দৃষ্টিসীমায় পরের ম্যাচ। চোখ সামনের দিকে হলেও মাথায় হয়তো এই ম্যাচেরই ছক কষছেন।
জার্মানির শুরুর আক্রমণে দুর্দান্ত জবাব দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিছু বুঝে ওঠার আগেই দিয়োগো জোতার বাড়ানো রোনালদোর ঝলক। তবে মাঝমাঠ থেকে বল নিয়ে আক্রমণে সুর বেঁধে দিয়েছিলেন বার্নার্দো সিলভা।
পর্তুগালের প্রথম আত্মঘাতী গোলে ম্যাচে ফেরার পর দ্বিতীয় আত্মঘাতী গোলে এগিয়ে যায় জার্মানি। জার্মানির আক্রমণে খেই হারিয়ে পর্তুগাল নিজেরাই জালে বল জড়িয়েছে দুবার। তাই রোনালদোর গোল, এসিস্ট কোনোটাই ম্যাচে কাজে আসেনি।
স্কোর শিটে দিয়েগো জোতার নাম লেখা থাকবে। তবে এই গোলেও বড় অবদান আছে রোনালদোর। টাচলাইন থেকে রোনালদোর বাড়ানো বলেই ‘ট্যাপইন’ করে জালে জড়িয়েছিল জোতা।
বন্ধু যখন শত্রু! মাঠে একজন আরেকজনের প্রতিপক্ষ হলেও তারা ভালো বন্ধু। রিয়াল মাদ্রিদে দীর্ঘ সময় খেলছেন একসঙ্গে। সম্পর্কের শুরুটা সেখান থেকেই। ম্যাচে রোনালদো নিজে গোল করেছেন, গোল করিয়েছেন। আর গোল না করেও দলের জয়ে শেষ হাসি টনি ক্রুসের।
হাঙ্গেরিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ইউরো অভিযান শুরু করেছিল পর্তুগাল। অন্যদিকে জার্মানির শুরুটা ফ্রান্সের বিপক্ষে ১-০ গোলের হার দিয়ে। কাল জার্মানির বিপক্ষে ম্যাচেও বাজির দর ভারী ছিল পর্তুগালের দিকেও। তবু দলের বড় হারে চিন্তায় পড়ে গেছেন পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস।
ইউরোর প্রথম ম্যাচে জোড়া গোল করার পর জার্মানির বিপক্ষে ম্যাচেও গোল পেয়েছেন। তবে ৩৬ বছর বয়সী রোনালদোর ক্যারিয়ারের শেষের গানের শুরু হলেও ফিটনেস দেখে সেটি বোঝার উপায় নেই। জার্মানির বিপক্ষে ম্যাচ হারের পর এখন তার দৃষ্টিসীমায় পরের ম্যাচ। চোখ সামনের দিকে হলেও মাথায় হয়তো এই ম্যাচেরই ছক কষছেন।
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ক্রিকেটকে পুরোপুরি ছাড়তে পারেননি মোহাম্মদ রফিক। একসময় জাতীয় দলের স্পিন বোলিংয়ের বড় ভরসা ছিলেন তিনি। অবসরের পর এখন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রংপুর রাইডার্সের স্পিন কোচ হিসেবে কাজ করছেন।
২০ মিনিট আগেখেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
১ ঘণ্টা আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
৩ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
৪ ঘণ্টা আগে