ক্রীড়া ডেস্ক
জুভেন্টাস ছেড়ে এই মৌসুমেই সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকার এই বিদায়টা আরও আগে হলে জুভেন্টাসের উপকারই হতো, এমনটাই বলেছেন ক্লাবটির ডিফেন্ডার জর্জিও কিয়েল্লিনি।
চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন নিয়ে ২০১৮ সালে রিয়াল মাদ্রিদ থেকে রোনালদোকে কিনে এনেছিল জুভেন্টাস। তিন মৌসুমে দুই স্কুডেট্রো আর একটি কোপা ইতালিয়া জয় ছাড়া তুরিনের ক্লাবটিতে উল্লেখযোগ্য কোনো সাফল্য নেই সিআরসেভেনের। চ্যাম্পিয়নস লিগ জিততে না পারায় অস্থির হয়ে পড়ছিলেন রোনালদো নিজেই। তাঁকে ছেড়ে দিয়ে নতুন করে ক্লাবকে গড়ে তোলার জন্য চাপ বাড়ছিল জুভেন্টাসের ওপরেও।
এই মৌসুমের শুরুতে জুভেন্টাস ছাড়তে পারেন এমন জল্পনা-কল্পনা সত্যি করে দলবদলের শেষ সময়ে আবারও ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে এসেছেন রোনালদো। একদম শেষ দিকে পর্তুগিজ ফরোয়ার্ড চলে যাওয়ায় তাঁর শূন্যস্থানটা দ্রুত পূরণ করতে পারেনি জুভেন্টাস। সিরি আ-তে আট ম্যাচে ১৪ পয়েন্টে আছে টেবিলের সাতে। কিয়েল্লিনির মন্তব্য, রোনালদোর দলবদলটা আরও আগে হলে এই সমস্যায় পড়তে হতো না জুভদের।
অনলাইন স্ট্রিমিং সার্ভিস ডেএজেডএনকে কিয়েল্লিনি বলেছেন, ‘আমাদের সঙ্গে ক্রিস্টিয়ানোর দারুণ একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। সে খেলতে পারে এমন একটা দলও তৈরি ছিল। জুভেন্টাস একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। রোনালদো থাকলে দলটা আরও ভারী হতো, আমরাও খুশি থাকতাম। কিন্তু ভবিষ্যতের চেয়ে সে বর্তমানকেই বেশি প্রাধান্য দিয়েছে।’
এরপরই কিয়েল্লিনি বলেছেন, ‘রোনালদো ২৮ আগস্ট চলে গেছে, সে আরও একটু আগে গেলে ভালো হতো। আমরা একটা ধাক্কা খেয়েছি। পয়েন্টের দিক থেকে ভুগতে হচ্ছে। এই বিদায়টা যদি ১৫ আগস্টের দিকে হতো, তাহলে আমরা আরও ভালোভাবে প্রস্তুত হওয়ার সুযোগ পেতাম।’
জুভেন্টাস ছেড়ে এই মৌসুমেই সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকার এই বিদায়টা আরও আগে হলে জুভেন্টাসের উপকারই হতো, এমনটাই বলেছেন ক্লাবটির ডিফেন্ডার জর্জিও কিয়েল্লিনি।
চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন নিয়ে ২০১৮ সালে রিয়াল মাদ্রিদ থেকে রোনালদোকে কিনে এনেছিল জুভেন্টাস। তিন মৌসুমে দুই স্কুডেট্রো আর একটি কোপা ইতালিয়া জয় ছাড়া তুরিনের ক্লাবটিতে উল্লেখযোগ্য কোনো সাফল্য নেই সিআরসেভেনের। চ্যাম্পিয়নস লিগ জিততে না পারায় অস্থির হয়ে পড়ছিলেন রোনালদো নিজেই। তাঁকে ছেড়ে দিয়ে নতুন করে ক্লাবকে গড়ে তোলার জন্য চাপ বাড়ছিল জুভেন্টাসের ওপরেও।
এই মৌসুমের শুরুতে জুভেন্টাস ছাড়তে পারেন এমন জল্পনা-কল্পনা সত্যি করে দলবদলের শেষ সময়ে আবারও ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে এসেছেন রোনালদো। একদম শেষ দিকে পর্তুগিজ ফরোয়ার্ড চলে যাওয়ায় তাঁর শূন্যস্থানটা দ্রুত পূরণ করতে পারেনি জুভেন্টাস। সিরি আ-তে আট ম্যাচে ১৪ পয়েন্টে আছে টেবিলের সাতে। কিয়েল্লিনির মন্তব্য, রোনালদোর দলবদলটা আরও আগে হলে এই সমস্যায় পড়তে হতো না জুভদের।
অনলাইন স্ট্রিমিং সার্ভিস ডেএজেডএনকে কিয়েল্লিনি বলেছেন, ‘আমাদের সঙ্গে ক্রিস্টিয়ানোর দারুণ একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। সে খেলতে পারে এমন একটা দলও তৈরি ছিল। জুভেন্টাস একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। রোনালদো থাকলে দলটা আরও ভারী হতো, আমরাও খুশি থাকতাম। কিন্তু ভবিষ্যতের চেয়ে সে বর্তমানকেই বেশি প্রাধান্য দিয়েছে।’
এরপরই কিয়েল্লিনি বলেছেন, ‘রোনালদো ২৮ আগস্ট চলে গেছে, সে আরও একটু আগে গেলে ভালো হতো। আমরা একটা ধাক্কা খেয়েছি। পয়েন্টের দিক থেকে ভুগতে হচ্ছে। এই বিদায়টা যদি ১৫ আগস্টের দিকে হতো, তাহলে আমরা আরও ভালোভাবে প্রস্তুত হওয়ার সুযোগ পেতাম।’
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ক্রিকেটকে পুরোপুরি ছাড়তে পারেননি মোহাম্মদ রফিক। একসময় জাতীয় দলের স্পিন বোলিংয়ের বড় ভরসা ছিলেন তিনি। অবসরের পর এখন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রংপুর রাইডার্সের স্পিন কোচ হিসেবে কাজ করছেন।
৪ ঘণ্টা আগেখেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
৫ ঘণ্টা আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
৬ ঘণ্টা আগে