ক্রীড়া ডেস্ক
এ মৌসুমের শুরুতে সৌদি আরবে যাওয়ার ধুম পড়েছিল ফুটবলারদের মধ্যে। ইউরোপ ছেড়ে করিম বেনজেমা, নেইমার, জর্ডান হেন্ডারসন, সাদিও মানে, রবার্তো ফিরমিনো, ফাবিনহো, এদুয়ার্দ মেন্দি, রিয়াদ মাহরেজের মতন তারকা যোগ দেন সৌদি প্রো লিগে।
তবে মৌসুমের মাঝপথে গুঞ্জন উঠে, তাঁদের বেশ কয়েকজন ছাড়তে পারেন মরুর ফুটবল। সেটি ঘটেছেও। এখন পর্যন্ত একমাত্র ফুটবলার হিসেবে সৌদি ছেড়েছেন জর্ডান হেন্ডারসন। লিভারপুল ছেড়ে আল ইত্তিফাকে যোগ দিয়েছিলেন ৩৩ বছর মিডফিল্ডার। তবে ৬ মাসের কম সময়ের মধ্যে আল ইত্তিফাকের সঙ্গে চুক্তি বাতিল করেন তিনি।
গত ১৮ জানুয়ারি সৌদি থেকে ফিরে হেন্ডারসন যোগ দেন ডাচ ক্লাব আয়াক্সে। গতকাল ইরেদিভিসিতে অভিষেকও হয়ে গেল ইংলিশ তারকার। সেটিও আয়াক্সের অন্যতম প্রতিদ্বন্দ্বী ও এ মৌসুমের লিগ টেবিলে শীর্ষে থাকা পিএসভি আইন্দোফেনের বিপক্ষে। নিজেদের মাঠ ইয়োহান ক্রুইফ অ্যারেনায় এগিয়ে গিয়েও আয়াক্স ম্যাচটি ড্র করেছে ১-১ গোলে। শুরুর একাদশে মাঠে নামা হেন্ডারসন খেলেছেন পুরো সময়।
ডাচ ফুটবলে অভিষেকটা আরও আগেই হতে পারত হেন্ডারসনের। তবে ‘ওয়ার্ক পারমিটের’ জন্য অপেক্ষা করতে হওয়ায় সাবেক লিভারপুল অধিনায়ককে এত দিন অপেক্ষা করতে হয়েছে। আয়াক্সের হয়ে তাঁর অভিষেক দেখেছেন ইংল্যান্ড জাতীয় দলের কোচ গ্যারেথ সাউথগেট। সামনে ইউরো চ্যাম্পিয়নশিপ। সেই কারণে হয়তো শিষ্যের খেলা দেখা ইংলিশ কোচের। হেন্ডারসন তাঁর পরিকল্পনায় থাকবেন কিনা সেটি জানা যাবে ভবিষ্যতে। সাবেক লিভারপুল তারকার সৌদি ফুটবলে যোগ দেওয়া ও ফেরত আসার ঘটনা বেশ আলোড়ন তুলেছিল।
এ মৌসুমের শুরুতে সৌদি আরবে যাওয়ার ধুম পড়েছিল ফুটবলারদের মধ্যে। ইউরোপ ছেড়ে করিম বেনজেমা, নেইমার, জর্ডান হেন্ডারসন, সাদিও মানে, রবার্তো ফিরমিনো, ফাবিনহো, এদুয়ার্দ মেন্দি, রিয়াদ মাহরেজের মতন তারকা যোগ দেন সৌদি প্রো লিগে।
তবে মৌসুমের মাঝপথে গুঞ্জন উঠে, তাঁদের বেশ কয়েকজন ছাড়তে পারেন মরুর ফুটবল। সেটি ঘটেছেও। এখন পর্যন্ত একমাত্র ফুটবলার হিসেবে সৌদি ছেড়েছেন জর্ডান হেন্ডারসন। লিভারপুল ছেড়ে আল ইত্তিফাকে যোগ দিয়েছিলেন ৩৩ বছর মিডফিল্ডার। তবে ৬ মাসের কম সময়ের মধ্যে আল ইত্তিফাকের সঙ্গে চুক্তি বাতিল করেন তিনি।
গত ১৮ জানুয়ারি সৌদি থেকে ফিরে হেন্ডারসন যোগ দেন ডাচ ক্লাব আয়াক্সে। গতকাল ইরেদিভিসিতে অভিষেকও হয়ে গেল ইংলিশ তারকার। সেটিও আয়াক্সের অন্যতম প্রতিদ্বন্দ্বী ও এ মৌসুমের লিগ টেবিলে শীর্ষে থাকা পিএসভি আইন্দোফেনের বিপক্ষে। নিজেদের মাঠ ইয়োহান ক্রুইফ অ্যারেনায় এগিয়ে গিয়েও আয়াক্স ম্যাচটি ড্র করেছে ১-১ গোলে। শুরুর একাদশে মাঠে নামা হেন্ডারসন খেলেছেন পুরো সময়।
ডাচ ফুটবলে অভিষেকটা আরও আগেই হতে পারত হেন্ডারসনের। তবে ‘ওয়ার্ক পারমিটের’ জন্য অপেক্ষা করতে হওয়ায় সাবেক লিভারপুল অধিনায়ককে এত দিন অপেক্ষা করতে হয়েছে। আয়াক্সের হয়ে তাঁর অভিষেক দেখেছেন ইংল্যান্ড জাতীয় দলের কোচ গ্যারেথ সাউথগেট। সামনে ইউরো চ্যাম্পিয়নশিপ। সেই কারণে হয়তো শিষ্যের খেলা দেখা ইংলিশ কোচের। হেন্ডারসন তাঁর পরিকল্পনায় থাকবেন কিনা সেটি জানা যাবে ভবিষ্যতে। সাবেক লিভারপুল তারকার সৌদি ফুটবলে যোগ দেওয়া ও ফেরত আসার ঘটনা বেশ আলোড়ন তুলেছিল।
সার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
২৬ মিনিট আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
১ ঘণ্টা আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
২ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু জরুরি কিছু প্রশ্নের উত্তর এখনো নেই। সময়মতো টুর্নামেন্ট হবে কি? হলে কোথায় হবে? এই দুটি প্রশ্নের উত্তর যতক্ষণ না আসছে, ততক্ষণ টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এই টুর্নামেন্ট নিয়ে অনেক চাপে আইসিসি।
২ ঘণ্টা আগে