ক্রীড়া ডেস্ক
ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে সময়টা কাটছে স্বপ্নের মতো। গোল করা দারুণ এক অভ্যাসে পরিণত করে ফেলেছেন। চলতি বছর পেশাদার ফুটবলে গোলের ফিফটি পূরণ করেছেন। তবে রোনালদো যে এতেই তৃপ্ত নন। গোলের সংখ্যা আরও বাড়িয়ে নিতে চান পর্তুগিজ তারকা ফরোয়ার্ড।
আল শাবাব ক্লাব স্টেডিয়ামে গত রাতে কিং কাপের কোয়ার্টারে মুখোমুখি হয় আল নাসর ও আল শাবাব। ম্যাচের স্কোরলাইনই বলে দিচ্ছে ম্যাচে কতটা দাপট দেখিয়ে খেলে আল নাসর। আল শাবাবকে ৫-২ গোলে উড়িয়ে কিং কাপের সেমিতে পৌঁছে গেছে আল নাসর। ১৭ মিনিটে ম্যাচের প্রথম গোল করেন আল নাসর মিডফিল্ডার সেকো ফোফানা। এরপর ২৮ মিনিট ও অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে আল নাসরের ব্যবধান বাড়িয়ে দেন সাদিও মানে ও আবদুল রহমান ঘারিব। ৭৪ মিনিটে ওতাভিওর পাস থেকে দলের চতুর্থ গোল করেন রোনালদো। তাতে এ বছর পেশাদার ফুটবলে রোনালদো করেন ৫০তম গোল।
গোলের ফিফটি পূরণ করেও যে রোনালদোর গোলক্ষুধা মিটছে না। তিনি চান আরও গোল। তাঁর সেই সুযোগ রয়েছে। এ বছর সৌদি প্রো লিগে কমপক্ষে আরও তিন ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন তিনি। পর্তুগিজ তারকা ফরোয়ার্ড নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন, ‘দুর্দান্ত জয় ও ২০২৩ সালে নিজের ৫০তম গোল করতে পেরে বেশ রোমাঞ্চিত। সতীর্থ, ভক্ত-সমর্থক, পরিবারের অকুণ্ঠ সমর্থনের জন্য তা সম্ভব হয়েছে। এই বছর আরও গোলের সুযোগ রয়েছে।’
এ বছরের শুরু থেকে আল নাসরে খেলছেন রোনালদো। আল নাসরের হয়ে এখন পর্যন্ত ৪১ ম্যাচে করেছেন ৩৪ গোল ও ১২ গোলে অ্যাসিস্ট করেছেন। ২০২৩-২৪ মৌসুমে সৌদি প্রো লিগে ১৬ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা তিনি।
ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে সময়টা কাটছে স্বপ্নের মতো। গোল করা দারুণ এক অভ্যাসে পরিণত করে ফেলেছেন। চলতি বছর পেশাদার ফুটবলে গোলের ফিফটি পূরণ করেছেন। তবে রোনালদো যে এতেই তৃপ্ত নন। গোলের সংখ্যা আরও বাড়িয়ে নিতে চান পর্তুগিজ তারকা ফরোয়ার্ড।
আল শাবাব ক্লাব স্টেডিয়ামে গত রাতে কিং কাপের কোয়ার্টারে মুখোমুখি হয় আল নাসর ও আল শাবাব। ম্যাচের স্কোরলাইনই বলে দিচ্ছে ম্যাচে কতটা দাপট দেখিয়ে খেলে আল নাসর। আল শাবাবকে ৫-২ গোলে উড়িয়ে কিং কাপের সেমিতে পৌঁছে গেছে আল নাসর। ১৭ মিনিটে ম্যাচের প্রথম গোল করেন আল নাসর মিডফিল্ডার সেকো ফোফানা। এরপর ২৮ মিনিট ও অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে আল নাসরের ব্যবধান বাড়িয়ে দেন সাদিও মানে ও আবদুল রহমান ঘারিব। ৭৪ মিনিটে ওতাভিওর পাস থেকে দলের চতুর্থ গোল করেন রোনালদো। তাতে এ বছর পেশাদার ফুটবলে রোনালদো করেন ৫০তম গোল।
গোলের ফিফটি পূরণ করেও যে রোনালদোর গোলক্ষুধা মিটছে না। তিনি চান আরও গোল। তাঁর সেই সুযোগ রয়েছে। এ বছর সৌদি প্রো লিগে কমপক্ষে আরও তিন ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন তিনি। পর্তুগিজ তারকা ফরোয়ার্ড নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন, ‘দুর্দান্ত জয় ও ২০২৩ সালে নিজের ৫০তম গোল করতে পেরে বেশ রোমাঞ্চিত। সতীর্থ, ভক্ত-সমর্থক, পরিবারের অকুণ্ঠ সমর্থনের জন্য তা সম্ভব হয়েছে। এই বছর আরও গোলের সুযোগ রয়েছে।’
এ বছরের শুরু থেকে আল নাসরে খেলছেন রোনালদো। আল নাসরের হয়ে এখন পর্যন্ত ৪১ ম্যাচে করেছেন ৩৪ গোল ও ১২ গোলে অ্যাসিস্ট করেছেন। ২০২৩-২৪ মৌসুমে সৌদি প্রো লিগে ১৬ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা তিনি।
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ক্রিকেটকে পুরোপুরি ছাড়তে পারেননি মোহাম্মদ রফিক। একসময় জাতীয় দলের স্পিন বোলিংয়ের বড় ভরসা ছিলেন তিনি। অবসরের পর এখন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রংপুর রাইডার্সের স্পিন কোচ হিসেবে কাজ করছেন।
২ ঘণ্টা আগেখেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
৩ ঘণ্টা আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
৫ ঘণ্টা আগে