ক্রীড়া ডেস্ক
নিত্যনতুন রেকর্ড গড়া হ্যারি কেইনের কাছে যেন ‘ডালভাত’। আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবল—সব জায়গাতেই কেইনের জয়জয়কার। ওয়েইন রুনির রেকর্ড ভেঙে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গতকাল নিজের করে নিলেন কেইন। রেকর্ড ভাঙা কেইন হচ্ছেন রুনির চোখে কিংবদন্তি।
গত রাতে দিয়েগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে ইতালির বিপক্ষে ইউরো বাছাইপর্বের ম্যাচ খেলে ইংল্যান্ড। ইতালিকে ২-১ গোলে হারায় ইংল্যান্ড। ম্যাচের ৪৪ মিনিটে পেনাল্টিতে গোল করে রেকর্ড গড়েন কেইন। ৫৪ গোল করে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা হয়ে যান কেইন। ৫৩ গোল করে এখানে দ্বিতীয় রুনি। রেকর্ড ভাঙা কেইনকে কিংবদন্তি উপাধি দিয়ে রুনি টুইট করেন, ‘ইংল্যান্ডের সেরা গোলদাতা হওয়ায় হ্যারি কেইনকে অভিনন্দন। আমি জানতাম এটা বেশি দিন টিকবে না, তবে তাড়াতাড়ি ভেঙে গেছে। ইংল্যান্ডের কিংবদন্তি হ্যারিকে অভিনন্দন।’
রুনির পাশাপাশি গ্যারি লিনেকার, গ্যারেথ সাউথগেটও প্রশংসায় ভাসিয়েছেন কেইনকে। লিনেকার টুইটারে বলেছেন, ‘ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা হ্যারি কেইনকে অভিনন্দন। অসাধারণ অর্জন।’ আর সাউথগেট বলেন, ‘যেভাবে সে (কেইন) রেকর্ড ভাঙল, তা সত্যিই অসাধারণ।’
ইংল্যান্ডের শীর্ষ পাঁচ গোলদাতা:
১। হ্যারি কেইন: ৫৪ গোল; ৮১ ম্যাচ
২। ওয়েইন রুনি: ৫৩ গোল; ১২০ ম্যাচ
৩। ববি চার্লটন: ৪৯ গোল; ১০৬ ম্যাচ
৪। গ্যারি লিনেকার: ৪৮ গোল; ৮০ ম্যাচ
৫। জিমি গ্রিভস: ৪৪ গোল; ৫৭ ম্যাচ
নিত্যনতুন রেকর্ড গড়া হ্যারি কেইনের কাছে যেন ‘ডালভাত’। আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবল—সব জায়গাতেই কেইনের জয়জয়কার। ওয়েইন রুনির রেকর্ড ভেঙে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গতকাল নিজের করে নিলেন কেইন। রেকর্ড ভাঙা কেইন হচ্ছেন রুনির চোখে কিংবদন্তি।
গত রাতে দিয়েগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে ইতালির বিপক্ষে ইউরো বাছাইপর্বের ম্যাচ খেলে ইংল্যান্ড। ইতালিকে ২-১ গোলে হারায় ইংল্যান্ড। ম্যাচের ৪৪ মিনিটে পেনাল্টিতে গোল করে রেকর্ড গড়েন কেইন। ৫৪ গোল করে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা হয়ে যান কেইন। ৫৩ গোল করে এখানে দ্বিতীয় রুনি। রেকর্ড ভাঙা কেইনকে কিংবদন্তি উপাধি দিয়ে রুনি টুইট করেন, ‘ইংল্যান্ডের সেরা গোলদাতা হওয়ায় হ্যারি কেইনকে অভিনন্দন। আমি জানতাম এটা বেশি দিন টিকবে না, তবে তাড়াতাড়ি ভেঙে গেছে। ইংল্যান্ডের কিংবদন্তি হ্যারিকে অভিনন্দন।’
রুনির পাশাপাশি গ্যারি লিনেকার, গ্যারেথ সাউথগেটও প্রশংসায় ভাসিয়েছেন কেইনকে। লিনেকার টুইটারে বলেছেন, ‘ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা হ্যারি কেইনকে অভিনন্দন। অসাধারণ অর্জন।’ আর সাউথগেট বলেন, ‘যেভাবে সে (কেইন) রেকর্ড ভাঙল, তা সত্যিই অসাধারণ।’
ইংল্যান্ডের শীর্ষ পাঁচ গোলদাতা:
১। হ্যারি কেইন: ৫৪ গোল; ৮১ ম্যাচ
২। ওয়েইন রুনি: ৫৩ গোল; ১২০ ম্যাচ
৩। ববি চার্লটন: ৪৯ গোল; ১০৬ ম্যাচ
৪। গ্যারি লিনেকার: ৪৮ গোল; ৮০ ম্যাচ
৫। জিমি গ্রিভস: ৪৪ গোল; ৫৭ ম্যাচ
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ক্রিকেটকে পুরোপুরি ছাড়তে পারেননি মোহাম্মদ রফিক। একসময় জাতীয় দলের স্পিন বোলিংয়ের বড় ভরসা ছিলেন তিনি। অবসরের পর এখন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রংপুর রাইডার্সের স্পিন কোচ হিসেবে কাজ করছেন।
৪ ঘণ্টা আগেখেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
৫ ঘণ্টা আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
৬ ঘণ্টা আগে