ক্রীড়া ডেস্ক
ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ—সব প্রতিযোগিতায় এখন আর্সেনালের জয়জয়কার। গতকাল এফএ কাপের ম্যাচে কাসাম স্টেডিয়ামে অক্সফোর্ড ইউনাইটেডকে উড়িয়ে দিয়েছে আর্সেনাল। তাতে টুর্নামেন্টে গানার্সদের পরবর্তী প্রতিপক্ষ হলো ম্যানচেস্টার সিটি। সিটিজেনদের মোকাবিলা করতে উন্মুখ হয়ে আছেন মিকেল আর্তেতা।
কাসাম স্টেডিয়ামে গতকাল অক্সফোর্ড ইউনাইটেডকে ৩-০ গোলে হারিয়ে দিয়েছে আর্সেনাল। প্রথমার্ধ গোলশূন্য ড্রতে শেষ হলেও গোল তিনটি হয়েছে দ্বিতীয়ার্ধে। ৬৩ মিনিটে গোল করেন মোহাম্মদ এলনেনি। আর ৭০ ও ৭৬ মিনিটে জোড়া গোল করেছেন এডি এনকিতা। অক্সফোর্ডকে উড়িয়ে দিয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ডে আর্সেনালের প্রতিপক্ষ ম্যান সিটি। শিষ্যদের এমন পারফরম্যান্সে উচ্ছ্বসিত আর্তেতা বলেন, ‘এমন পারফরম্যান্সই সবার থেকে চাই। আমি উচ্ছ্বসিত। আপনাকে গোল করতে হবে। এফএ কাপের প্রতিযোগিতা তো এখানেই। টুর্নামেন্ট জিততে হলে সেরা দলের বিপক্ষে খেলতে হবে।’
এনকিতা এবারের মৌসুমে খেলেছেন ২৩ ম্যাচ। ৭ গোলের সঙ্গে করেছেন ১ অ্যাসিস্ট। আর্সেনালের এই সেন্টার ফরোয়ার্ডের পারফরম্যান্সে সন্তুষ্ট আর্তেতা বলেছেন, ‘এডি দারুণ খেলছে। তার দৌড়ানোর গতি বেশ ভালো। আমি তার পারফরম্যান্সে খুশি।’
২৮ জানুয়ারি ইতিহাদে ম্যান সিটির বিপক্ষে এফএ কাপের ম্যাচ খেলবে আর্সেনাল। তার আগে দুটো প্রিমিয়ার লিগের ম্যাচ খেলবে গানার্সরা। ১৫ জানুয়ারি হটস্পার স্টেডিয়ামে আর্সেনালের প্রতিপক্ষ টটেনহাম আর ২২ জানুয়ারি এমিরেটস স্টেডিয়ামে গানার্সরা আতিথেয়তা দেবে ম্যানচেস্টার ইউনাইটেডকে। ম্যাচ ধরে ধরে এগোনোর পরিকল্পনা করছেন আর্তেতা, ‘আমরা ম্যাচ ধরে ধরে এগোব। আমাদের পরবর্তী লক্ষ্য টটেনহামের ম্যাচে।’
ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ—সব প্রতিযোগিতায় এখন আর্সেনালের জয়জয়কার। গতকাল এফএ কাপের ম্যাচে কাসাম স্টেডিয়ামে অক্সফোর্ড ইউনাইটেডকে উড়িয়ে দিয়েছে আর্সেনাল। তাতে টুর্নামেন্টে গানার্সদের পরবর্তী প্রতিপক্ষ হলো ম্যানচেস্টার সিটি। সিটিজেনদের মোকাবিলা করতে উন্মুখ হয়ে আছেন মিকেল আর্তেতা।
কাসাম স্টেডিয়ামে গতকাল অক্সফোর্ড ইউনাইটেডকে ৩-০ গোলে হারিয়ে দিয়েছে আর্সেনাল। প্রথমার্ধ গোলশূন্য ড্রতে শেষ হলেও গোল তিনটি হয়েছে দ্বিতীয়ার্ধে। ৬৩ মিনিটে গোল করেন মোহাম্মদ এলনেনি। আর ৭০ ও ৭৬ মিনিটে জোড়া গোল করেছেন এডি এনকিতা। অক্সফোর্ডকে উড়িয়ে দিয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ডে আর্সেনালের প্রতিপক্ষ ম্যান সিটি। শিষ্যদের এমন পারফরম্যান্সে উচ্ছ্বসিত আর্তেতা বলেন, ‘এমন পারফরম্যান্সই সবার থেকে চাই। আমি উচ্ছ্বসিত। আপনাকে গোল করতে হবে। এফএ কাপের প্রতিযোগিতা তো এখানেই। টুর্নামেন্ট জিততে হলে সেরা দলের বিপক্ষে খেলতে হবে।’
এনকিতা এবারের মৌসুমে খেলেছেন ২৩ ম্যাচ। ৭ গোলের সঙ্গে করেছেন ১ অ্যাসিস্ট। আর্সেনালের এই সেন্টার ফরোয়ার্ডের পারফরম্যান্সে সন্তুষ্ট আর্তেতা বলেছেন, ‘এডি দারুণ খেলছে। তার দৌড়ানোর গতি বেশ ভালো। আমি তার পারফরম্যান্সে খুশি।’
২৮ জানুয়ারি ইতিহাদে ম্যান সিটির বিপক্ষে এফএ কাপের ম্যাচ খেলবে আর্সেনাল। তার আগে দুটো প্রিমিয়ার লিগের ম্যাচ খেলবে গানার্সরা। ১৫ জানুয়ারি হটস্পার স্টেডিয়ামে আর্সেনালের প্রতিপক্ষ টটেনহাম আর ২২ জানুয়ারি এমিরেটস স্টেডিয়ামে গানার্সরা আতিথেয়তা দেবে ম্যানচেস্টার ইউনাইটেডকে। ম্যাচ ধরে ধরে এগোনোর পরিকল্পনা করছেন আর্তেতা, ‘আমরা ম্যাচ ধরে ধরে এগোব। আমাদের পরবর্তী লক্ষ্য টটেনহামের ম্যাচে।’
দ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
২০ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ক্রিকেটকে পুরোপুরি ছাড়তে পারেননি মোহাম্মদ রফিক। একসময় জাতীয় দলের স্পিন বোলিংয়ের বড় ভরসা ছিলেন তিনি। অবসরের পর এখন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রংপুর রাইডার্সের স্পিন কোচ হিসেবে কাজ করছেন।
৪ ঘণ্টা আগেখেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
৫ ঘণ্টা আগে