ক্রীড়া ডেস্ক
এমন কিছুর জন্য নিশ্চয় প্রস্তুত ছিলেন না মাইকেলা আয়ারল্যান্ড। হয়তো নিজেদের মতো একটু ঘুরতেই গিয়েছিলেন প্রেমিক লিডস ইউনাইটেড তারকা প্যাট্রিক বামফোর্ডের সঙ্গে। তবে সেখানেই পেলেন আসল চমকটা। আচমকা হাঁটু গেড়ে রিং বের করে মাইকেলাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন বামফোর্ড। এ সময় তাঁদের সঙ্গে উপস্থিত ছিল নিজেদের শিশু সন্তানও।
হঠাৎ পাওয়া এই বিয়ের প্রস্তাবে আপ্লুত হয়েছে মাইকেলা। অবিশ্বাসে তাঁকে মুখ ঢাকতেও দেখা যায়। তাঁর বিস্ময় দেখে মজা পেয়ে হাসতে দেখা গেছে বামফোর্ডকেও। অনেকটা সময় পর্যন্ত মুখ ঢেকে রাখেন মাইকেলা।
পরে মাইকেলা আরেকটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে তাঁদের শিশু সন্তানকে আংটিটি ধরে রাখতে দেখা যায়। এই ভিডিও দেখে আপ্লুত হয়েছেন অনেকেই। সঙ্গে বাগদানের একটি কার্ডের ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন মাইকেলা।
গত চার বছর ধরে এক সঙ্গে আছেন বামফোর্ড ও মাইকেলা। গত ফেব্রুয়ারিতে তাঁরা বাবা-মাও হয়েছেন। এখন আনুষ্ঠানিকভাবে সংসার পাতার সিদ্ধান্ত নিয়েছেন এই জুটি।
এমন কিছুর জন্য নিশ্চয় প্রস্তুত ছিলেন না মাইকেলা আয়ারল্যান্ড। হয়তো নিজেদের মতো একটু ঘুরতেই গিয়েছিলেন প্রেমিক লিডস ইউনাইটেড তারকা প্যাট্রিক বামফোর্ডের সঙ্গে। তবে সেখানেই পেলেন আসল চমকটা। আচমকা হাঁটু গেড়ে রিং বের করে মাইকেলাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন বামফোর্ড। এ সময় তাঁদের সঙ্গে উপস্থিত ছিল নিজেদের শিশু সন্তানও।
হঠাৎ পাওয়া এই বিয়ের প্রস্তাবে আপ্লুত হয়েছে মাইকেলা। অবিশ্বাসে তাঁকে মুখ ঢাকতেও দেখা যায়। তাঁর বিস্ময় দেখে মজা পেয়ে হাসতে দেখা গেছে বামফোর্ডকেও। অনেকটা সময় পর্যন্ত মুখ ঢেকে রাখেন মাইকেলা।
পরে মাইকেলা আরেকটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে তাঁদের শিশু সন্তানকে আংটিটি ধরে রাখতে দেখা যায়। এই ভিডিও দেখে আপ্লুত হয়েছেন অনেকেই। সঙ্গে বাগদানের একটি কার্ডের ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন মাইকেলা।
গত চার বছর ধরে এক সঙ্গে আছেন বামফোর্ড ও মাইকেলা। গত ফেব্রুয়ারিতে তাঁরা বাবা-মাও হয়েছেন। এখন আনুষ্ঠানিকভাবে সংসার পাতার সিদ্ধান্ত নিয়েছেন এই জুটি।
দ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
৭ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ক্রিকেটকে পুরোপুরি ছাড়তে পারেননি মোহাম্মদ রফিক। একসময় জাতীয় দলের স্পিন বোলিংয়ের বড় ভরসা ছিলেন তিনি। অবসরের পর এখন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রংপুর রাইডার্সের স্পিন কোচ হিসেবে কাজ করছেন।
৪ ঘণ্টা আগেখেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
৫ ঘণ্টা আগে