ক্রীড়া ডেস্ক
চেলসি যেন আর্সেন ওয়েঙ্গার ও ইয়ুর্গেন ক্লপকে এক বিন্দুতে মিলিয়েছে। ওয়েঙ্গার ও ক্লপ দুজনেই তাঁদের সহস্রতম ম্যাচ খেলেছেন চেলসির বিপক্ষে। গতকাল ওয়েঙ্গারকে পুরোনো ‘তিক্ত স্মৃতি’ মনে করিয়ে দিয়েছেন ক্লপ।
অ্যানফিল্ডে গতকাল প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয় লিভারপুল ও চেলসি। যে ম্যাচটি ছিল কোচ হিসেবে ক্লপের সহস্রতম ম্যাচ। ৪ মিনিটে কাই হাভার্টজের গোলে চেলসি এগিয়ে গিয়েছিল ঠিকই। তবে ভিএআরের সিদ্ধান্তে তা বাতিল হয়ে যায়। এরপর প্রাণপণে লড়াই করেও কেউই কোনো গোল করতে পারেনি। ম্যাচ ড্র হয় ০-০ গোলে।
গোলশূন্য ড্রয়ের এই ম্যাচে ক্লপ যেন ৯ বছর আগের স্টামফোর্ড ব্রিজে ফিরে গেলেন। স্টামফোর্ডে ২০১৪ সালে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ওয়েঙ্গারের আর্সেনালকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল হোসে মরিনহোর চেলসি। ওয়েঙ্গারকে পুরোনো স্মৃতি মনে করিয়ে দিয়ে ক্লপ বলেন, ‘আমি শুনলাম আর্সেন ওয়েঙ্গার তার সহস্রতম ম্যাচ হেরেছিল ৬-০ গোলে। সত্যিই আমি খুব খুশি যে তেমনটা হয়নি।’
এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল, চেলসি দুটো দলের পারফরম্যান্সই ছন্দহীন। ১৯ ম্যাচে ৮ জয়, ৫ ড্র ও ৬ পরাজয়ে ২৯ পয়েন্ট পেয়েছে লিভারপুল। আর ২০ ম্যাচ খেলে চেলসিও পেয়েছে ২৯ পয়েন্ট। গোল ব্যবধানে এগিয়ে থেকে পয়েন্ট তালিকার ৮ নম্বরে অলরেডরা আর ১০ নম্বরে আছে ব্লুজরা। পয়েন্ট তালিকার শীর্ষে আছে আর্সেনাল। ১৮ ম্যাচে ১৫ জয়, ২ ড্র ও ১ পরাজয়ে ৪৭ পয়েন্ট পেয়েছে গানার্সরা।
চেলসি যেন আর্সেন ওয়েঙ্গার ও ইয়ুর্গেন ক্লপকে এক বিন্দুতে মিলিয়েছে। ওয়েঙ্গার ও ক্লপ দুজনেই তাঁদের সহস্রতম ম্যাচ খেলেছেন চেলসির বিপক্ষে। গতকাল ওয়েঙ্গারকে পুরোনো ‘তিক্ত স্মৃতি’ মনে করিয়ে দিয়েছেন ক্লপ।
অ্যানফিল্ডে গতকাল প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয় লিভারপুল ও চেলসি। যে ম্যাচটি ছিল কোচ হিসেবে ক্লপের সহস্রতম ম্যাচ। ৪ মিনিটে কাই হাভার্টজের গোলে চেলসি এগিয়ে গিয়েছিল ঠিকই। তবে ভিএআরের সিদ্ধান্তে তা বাতিল হয়ে যায়। এরপর প্রাণপণে লড়াই করেও কেউই কোনো গোল করতে পারেনি। ম্যাচ ড্র হয় ০-০ গোলে।
গোলশূন্য ড্রয়ের এই ম্যাচে ক্লপ যেন ৯ বছর আগের স্টামফোর্ড ব্রিজে ফিরে গেলেন। স্টামফোর্ডে ২০১৪ সালে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ওয়েঙ্গারের আর্সেনালকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল হোসে মরিনহোর চেলসি। ওয়েঙ্গারকে পুরোনো স্মৃতি মনে করিয়ে দিয়ে ক্লপ বলেন, ‘আমি শুনলাম আর্সেন ওয়েঙ্গার তার সহস্রতম ম্যাচ হেরেছিল ৬-০ গোলে। সত্যিই আমি খুব খুশি যে তেমনটা হয়নি।’
এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল, চেলসি দুটো দলের পারফরম্যান্সই ছন্দহীন। ১৯ ম্যাচে ৮ জয়, ৫ ড্র ও ৬ পরাজয়ে ২৯ পয়েন্ট পেয়েছে লিভারপুল। আর ২০ ম্যাচ খেলে চেলসিও পেয়েছে ২৯ পয়েন্ট। গোল ব্যবধানে এগিয়ে থেকে পয়েন্ট তালিকার ৮ নম্বরে অলরেডরা আর ১০ নম্বরে আছে ব্লুজরা। পয়েন্ট তালিকার শীর্ষে আছে আর্সেনাল। ১৮ ম্যাচে ১৫ জয়, ২ ড্র ও ১ পরাজয়ে ৪৭ পয়েন্ট পেয়েছে গানার্সরা।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
১১ মিনিট আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
৩৪ মিনিট আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
১ ঘণ্টা আগে