ক্রীড়া ডেস্ক
ক্যারিয়ারের সোনালি সময় অনেক আগেই পেছনে ফেলে এসেছেন মারিও বালোতেল্লি। ইউরোপের পেশাদারি ফুটবল খেললেও আগের মতো খুব একটা খবরের পাতায় ঠাঁই হয় না ইতালিয়ান স্ট্রাইকারের।
ক্যারিয়ারের শুরুর দিয়ে ইন্টার মিলানের হয়ে আলো ছড়িয়ে ২০১০ সালে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছিলেন বালোতেল্লি। এরপর এসি মিলানে যাওয়ার আগে দুই ক্লাবেই কাটান তিন বছর করে। ইন্টার-সিটির হয়ে জিতেছেন ঘরোয়া লিগও। কিন্তু চ্যাম্পিয়নস লিগের স্বাদ পাননি।
৩২ বছর বয়সী তারকার সাবেক দুই ক্লাব এবার মুখোমুখি হচ্ছে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। আগামী ১০ জুন, ইস্তাম্বুলে শিরোপা লড়াইয়ে নামবে ইন্টার-সিটি। ফাইনালে কাউকে ফেবারিট হিসেবে না ধরলেও আন্ডারডগ ইন্টারের বিপক্ষে সিটিকে সতর্ক করে দিয়েছেন বালোতেল্লি। সাবেক আজ্জুরি স্ট্রাইকার মনে করেন, আন্ডারডগ হিসেবে ফাইনালে যাওয়ায় ইন্টার সুবিধা পাবে।
লা গাজ্জেত্তা দেল্লো স্পোর্তকে বালোতেল্লি বলেছেন, ‘ম্যাচ পাল্টে দেওয়ার মতো অনেক ভালো খেলোয়াড় আছে ইন্টারের। আমার ভালো বন্ধু এডিন জেকো আছে। তবে রোমেলু লুকাকু ও কার্যকরী লাওতারো মার্তিনেজকে ভুললে চলবে না। ফিওরেন্টিনার বিপক্ষে তার (মার্তিনেজ) দ্বিতীয় গোলটি খুব সুন্দর ছিল।’
সাবেক দুই ক্লাবের ফাইনাল। কাকে সমর্থন দেবেন বালোতেল্লি। দুই ক্লাবের সঙ্গেই যে জড়িয়ে আছে তাঁর নাম। এক ক্লাবের হয়ে উত্থান, আরেক ক্লাবে অনেক আশা জাগিয়েও ক্যারিয়ারকে বিতর্ক করা। ‘আন্তনগর’ ফাইনালে কাকে সমর্থন দেবেন সেটি মনের মধ্যেই রেখে দিয়েছেন বালোতেল্লি। তবে স্বদেশি ক্লাব ইন্টারকে এগিয়ে রাখছেন বর্তমানে সুইস ক্লাব সিওনের হয়ে খেলা স্ট্রাইকার, ‘অভিজ্ঞতা থেকে বললে, আন্ডারডগ হয়ে ফাইনালে যাওয়া ভালো। গার্দিওলার স্কোয়াড আকর্ষণীয় ব্রান্ডের ফুটবল খেলছে। ইনজাঘির দলও কার্যকর।’
গার্দিওলার অধীনে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে সিটি। তবে এখনো ইউরোপের মুকুট পরা হয়নি ইংলিশ জায়ান্টদের। ফাইনাল নিশ্চিত করার পথে লাইপজিগ, বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদের মতো ইউরোপ জায়ান্টদের উড়িয়ে দিয়েছে সিটিজেনরা। চলতি মৌসুমে আর্সেনালের হৃদয় ভেঙে জিতেছে হ্যাটট্রিক প্রিমিয়ার লিগও। এবার ইউরোপের সিংহাসনে বসার জন্য উদ্গ্রীব হয়ে আছে গার্দিওলার শিষ্যরা। আর চতুর্থ চ্যাম্পিয়নস লিগের আশায় থাকা নেরাজ্জুরিরা ফাইনালের টিকিট পেয়েছে ১৩ বছর পর। কয়েক দিন আগে মার্তিনেজের জোড়া গোলে ফিওরেন্টিনাকে হারিয়ে টানা দ্বিতীয় কোপা ইতালিয়া ঘরে তুলেছে ইন্টার।
ক্যারিয়ারের সোনালি সময় অনেক আগেই পেছনে ফেলে এসেছেন মারিও বালোতেল্লি। ইউরোপের পেশাদারি ফুটবল খেললেও আগের মতো খুব একটা খবরের পাতায় ঠাঁই হয় না ইতালিয়ান স্ট্রাইকারের।
ক্যারিয়ারের শুরুর দিয়ে ইন্টার মিলানের হয়ে আলো ছড়িয়ে ২০১০ সালে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছিলেন বালোতেল্লি। এরপর এসি মিলানে যাওয়ার আগে দুই ক্লাবেই কাটান তিন বছর করে। ইন্টার-সিটির হয়ে জিতেছেন ঘরোয়া লিগও। কিন্তু চ্যাম্পিয়নস লিগের স্বাদ পাননি।
৩২ বছর বয়সী তারকার সাবেক দুই ক্লাব এবার মুখোমুখি হচ্ছে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। আগামী ১০ জুন, ইস্তাম্বুলে শিরোপা লড়াইয়ে নামবে ইন্টার-সিটি। ফাইনালে কাউকে ফেবারিট হিসেবে না ধরলেও আন্ডারডগ ইন্টারের বিপক্ষে সিটিকে সতর্ক করে দিয়েছেন বালোতেল্লি। সাবেক আজ্জুরি স্ট্রাইকার মনে করেন, আন্ডারডগ হিসেবে ফাইনালে যাওয়ায় ইন্টার সুবিধা পাবে।
লা গাজ্জেত্তা দেল্লো স্পোর্তকে বালোতেল্লি বলেছেন, ‘ম্যাচ পাল্টে দেওয়ার মতো অনেক ভালো খেলোয়াড় আছে ইন্টারের। আমার ভালো বন্ধু এডিন জেকো আছে। তবে রোমেলু লুকাকু ও কার্যকরী লাওতারো মার্তিনেজকে ভুললে চলবে না। ফিওরেন্টিনার বিপক্ষে তার (মার্তিনেজ) দ্বিতীয় গোলটি খুব সুন্দর ছিল।’
সাবেক দুই ক্লাবের ফাইনাল। কাকে সমর্থন দেবেন বালোতেল্লি। দুই ক্লাবের সঙ্গেই যে জড়িয়ে আছে তাঁর নাম। এক ক্লাবের হয়ে উত্থান, আরেক ক্লাবে অনেক আশা জাগিয়েও ক্যারিয়ারকে বিতর্ক করা। ‘আন্তনগর’ ফাইনালে কাকে সমর্থন দেবেন সেটি মনের মধ্যেই রেখে দিয়েছেন বালোতেল্লি। তবে স্বদেশি ক্লাব ইন্টারকে এগিয়ে রাখছেন বর্তমানে সুইস ক্লাব সিওনের হয়ে খেলা স্ট্রাইকার, ‘অভিজ্ঞতা থেকে বললে, আন্ডারডগ হয়ে ফাইনালে যাওয়া ভালো। গার্দিওলার স্কোয়াড আকর্ষণীয় ব্রান্ডের ফুটবল খেলছে। ইনজাঘির দলও কার্যকর।’
গার্দিওলার অধীনে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে সিটি। তবে এখনো ইউরোপের মুকুট পরা হয়নি ইংলিশ জায়ান্টদের। ফাইনাল নিশ্চিত করার পথে লাইপজিগ, বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদের মতো ইউরোপ জায়ান্টদের উড়িয়ে দিয়েছে সিটিজেনরা। চলতি মৌসুমে আর্সেনালের হৃদয় ভেঙে জিতেছে হ্যাটট্রিক প্রিমিয়ার লিগও। এবার ইউরোপের সিংহাসনে বসার জন্য উদ্গ্রীব হয়ে আছে গার্দিওলার শিষ্যরা। আর চতুর্থ চ্যাম্পিয়নস লিগের আশায় থাকা নেরাজ্জুরিরা ফাইনালের টিকিট পেয়েছে ১৩ বছর পর। কয়েক দিন আগে মার্তিনেজের জোড়া গোলে ফিওরেন্টিনাকে হারিয়ে টানা দ্বিতীয় কোপা ইতালিয়া ঘরে তুলেছে ইন্টার।
সার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
২১ মিনিট আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
১ ঘণ্টা আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
১ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু জরুরি কিছু প্রশ্নের উত্তর এখনো নেই। সময়মতো টুর্নামেন্ট হবে কি? হলে কোথায় হবে? এই দুটি প্রশ্নের উত্তর যতক্ষণ না আসছে, ততক্ষণ টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এই টুর্নামেন্ট নিয়ে অনেক চাপে আইসিসি।
২ ঘণ্টা আগে