ক্রীড়া ডেস্ক
এ বছর যেন জিততেই ভুলে গিয়েছিল লিভারপুল। কোনো ধরনের প্রতিযোগিতাতেই মিলছিল না কাঙ্ক্ষিত জয়ের দেখা। অবশেষে গতকাল জয়ের গেরো খুলল অলরেডরা। মলিনিউক্স স্টেডিয়ামে এফএ কাপের ম্যাচে উলভারহ্যাম্পটনকে ১-০ গোলে হারিয়েছিল লিভারপুল। শিষ্যদের জয়ে উল্লসিত কোচ ইয়ুর্গেন ক্লপ।
মলিনিউক্সে গতকাল উলভারহ্যাম্পটন-লিভারপুল ম্যাচটি ছিল এফএ কাপের তৃতীয় রাউন্ডের রিপ্লে ম্যাচ। উলভসের বিপক্ষে জিততে বেশ কষ্টই পেতে হয়েছে লিভারপুলকে। অলরেডরা বল দখলে রেখেছিল ৪২ শতাংশ এবং লক্ষ্য বরাবর শট ছিল দুটি। ম্যাচের একমাত্র গোল হয়েছিল ১৩ মিনিটে। থিয়াগো আলকান্তারার অ্যাসিস্টে গোল করেন হার্ভে এলিয়ট। ১-০তে জয় নিয়ে টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডে চলে যায় অলরেডরা।
শিষ্যদের জয়ে ভীষণ খুশি ক্লপ। লিভারপুল কোচ বলেন, ‘এটা ভালো ম্যাচ ছিল। ম্যাচ শেষে ছেলেদের বলেছি যে ভালো খেলে জেতার অনুভূতি কেমন হয়। তাই আমরা আজ অনেক খুশি। আমরা পরের রাউন্ডে যেতে চেয়েছিলাম এবং আমরা পেরেছি।’
এফএ কাপের চতুর্থ রাউন্ডে লিভারপুলের প্রতিপক্ষ ব্রাইটন। ফামার স্টেডিয়ামে ব্রাইটনের বিপক্ষে খেলবে অলরেডরা। তার আগে অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগের ম্যাচে চেলসির মুখোমুখি হবে ক্লপের দল। প্রিমিয়ার লিগে লিভারপুল, চেলসি পয়েন্ট তালিকায় আছে ৯ ও ১০ নম্বরে। ক্লপ এখন ভাবছেন চেলসির বিপক্ষে ম্যাচ নিয়েই। লিভারপুল কোচ বলেন, ‘এই সপ্তাহের শেষে বড় ম্যাচ আসছে (চেলসির বিপক্ষে)। যদি এভাবে খেলতে পারি শেষ ম্যাচের মতো, তাহলে তাদের (চেলসি) বিপক্ষে জয় পাওয়া সম্ভব।’
এ বছর যেন জিততেই ভুলে গিয়েছিল লিভারপুল। কোনো ধরনের প্রতিযোগিতাতেই মিলছিল না কাঙ্ক্ষিত জয়ের দেখা। অবশেষে গতকাল জয়ের গেরো খুলল অলরেডরা। মলিনিউক্স স্টেডিয়ামে এফএ কাপের ম্যাচে উলভারহ্যাম্পটনকে ১-০ গোলে হারিয়েছিল লিভারপুল। শিষ্যদের জয়ে উল্লসিত কোচ ইয়ুর্গেন ক্লপ।
মলিনিউক্সে গতকাল উলভারহ্যাম্পটন-লিভারপুল ম্যাচটি ছিল এফএ কাপের তৃতীয় রাউন্ডের রিপ্লে ম্যাচ। উলভসের বিপক্ষে জিততে বেশ কষ্টই পেতে হয়েছে লিভারপুলকে। অলরেডরা বল দখলে রেখেছিল ৪২ শতাংশ এবং লক্ষ্য বরাবর শট ছিল দুটি। ম্যাচের একমাত্র গোল হয়েছিল ১৩ মিনিটে। থিয়াগো আলকান্তারার অ্যাসিস্টে গোল করেন হার্ভে এলিয়ট। ১-০তে জয় নিয়ে টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডে চলে যায় অলরেডরা।
শিষ্যদের জয়ে ভীষণ খুশি ক্লপ। লিভারপুল কোচ বলেন, ‘এটা ভালো ম্যাচ ছিল। ম্যাচ শেষে ছেলেদের বলেছি যে ভালো খেলে জেতার অনুভূতি কেমন হয়। তাই আমরা আজ অনেক খুশি। আমরা পরের রাউন্ডে যেতে চেয়েছিলাম এবং আমরা পেরেছি।’
এফএ কাপের চতুর্থ রাউন্ডে লিভারপুলের প্রতিপক্ষ ব্রাইটন। ফামার স্টেডিয়ামে ব্রাইটনের বিপক্ষে খেলবে অলরেডরা। তার আগে অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগের ম্যাচে চেলসির মুখোমুখি হবে ক্লপের দল। প্রিমিয়ার লিগে লিভারপুল, চেলসি পয়েন্ট তালিকায় আছে ৯ ও ১০ নম্বরে। ক্লপ এখন ভাবছেন চেলসির বিপক্ষে ম্যাচ নিয়েই। লিভারপুল কোচ বলেন, ‘এই সপ্তাহের শেষে বড় ম্যাচ আসছে (চেলসির বিপক্ষে)। যদি এভাবে খেলতে পারি শেষ ম্যাচের মতো, তাহলে তাদের (চেলসি) বিপক্ষে জয় পাওয়া সম্ভব।’
বার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
১৫ মিনিট আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
১ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
১ ঘণ্টা আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
২ ঘণ্টা আগে