ক্রীড়া ডেস্ক
এক মৌসুম পর বার্সালোনা ছেড়ে আবারও ম্যানচেস্টার সিটিতে ফিরে এলেন জার্মান মিডফিল্ডার ইলকাই গুন্দোয়ান। সিটির সঙ্গে প্রাথমিকভাবে এক বছরের চুক্তি করেছেন তিনি। সিটিজেনরা চাইলে তাঁকে আরও ১২ মাসের জন্যও রেখে দিতে পারবে।
বায়ার্ন মিউনিখ থেকে ২০১৬ সালে ইতিহাদে আসেন পেপ গার্দিওলা। সিটির দায়িত্ব নেওয়ার পর স্প্যানিশ কোচের প্রথম চুক্তি ছিল বরুশিয়া ডর্টমুন্ড থেকে গুন্দোয়ানকে আনা। ইতিহাদে ৩৩ বছর বয়সী মাঝমাঠের এই তারকা প্রথম মেয়াদে জিতেছেন ১৪টি শিরোপা। ৩০৪ ম্যাচে করেছেন ৬০ গোল।
গত বছর ফ্রি ট্রান্সফারে গুন্দোয়ান যোগ দেন বার্সায়। কাতালান জায়ান্টদের হয়ে লা লিগায় একমাত্র মৌসুমে ৩৬ ম্যাচ খেলে ৫ গোল করেছেন তিনি। তবে এবার বায়ার্নের সাবেক কোচ হানসি ফ্লিক কাতালান জায়ান্টদের দায়িত্ব নেওয়ার পর প্রাধান্য দিচ্ছেন তারুণ্যকে। লাইপজিগ থেকে এনেছেন দানি ওলমোর মতো তরুণ মিডফিল্ডারকে। তারুণ্যনির্ভর বার্সায় গুন্দোয়ান কতটুকু সুযোগ পাবেন সেই শঙ্কা তো আছেই, সঙ্গে তাঁর বড় অঙ্কের বেতনও দাঁড়িয়েছে বাধা হয়ে।
গুন্দোয়ানের এমন কঠিন সময়ে গার্দিওলা ঠিকই আবারও ইতিহাদে নিয়ে এলেন সিটিতে। আবারও ক্লাবটির জার্সি পরতে তর সইছে না জানিয়ে জার্মান তারকা বলেছেন, ‘ম্যানচেস্টার সিটিতে মাঠ ও মাঠের বাইরে আমার জন্য ছিল চমৎকার সময়। সবাই জানে পেপের প্রতি আমার শ্রদ্ধা কেমন—তিনি বিশ্বের সেরা কোচ এবং তাঁর সঙ্গে প্রতিদিন কাজ করে আপনি আরও ভালো খেলোয়াড় হতে পারবেন। সত্যি বলতে, আবারও সিটির জার্সি পরতে তর সইছে না।’
অভিষেক মৌসুমটা দারুণ কাটলেও ওলমোকে নিবন্ধন করতে ক্লাবের আর্থিক সংকটের কারণে বার্সা ছাড়তে হলো গুন্দোয়ানকে। ক্লাবটির সর্বোচ্চ উপার্জনকারীদের একজন ছিলেন তিনি। জার্মান তারকা ফ্রি ট্রান্সফারে চলে যাওয়ায় বার্সাকে লা লিগার ব্যয়ের ব্যাপারে বিধিনিষেধ মেনে চলতে সাহায্য করবে। এ নিয়ে গুন্দোয়ান নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন, ‘আমি কঠিন এক পরিস্থিতিতে চলে যাচ্ছি। যদি আমার প্রস্থান ক্লাবকে আর্থিকভাবে সাহায্য করে, তবে একটু হলেও কম কষ্ট হবে।’
কম সময়ের জন্য কাতালোনিয়ায় কাটালেও গুন্দোয়ান তাঁর প্রতিশ্রুতি ও নিবেদনের জন্য ধন্যবাদ জানিয়েছে বার্সা।
এক মৌসুম পর বার্সালোনা ছেড়ে আবারও ম্যানচেস্টার সিটিতে ফিরে এলেন জার্মান মিডফিল্ডার ইলকাই গুন্দোয়ান। সিটির সঙ্গে প্রাথমিকভাবে এক বছরের চুক্তি করেছেন তিনি। সিটিজেনরা চাইলে তাঁকে আরও ১২ মাসের জন্যও রেখে দিতে পারবে।
বায়ার্ন মিউনিখ থেকে ২০১৬ সালে ইতিহাদে আসেন পেপ গার্দিওলা। সিটির দায়িত্ব নেওয়ার পর স্প্যানিশ কোচের প্রথম চুক্তি ছিল বরুশিয়া ডর্টমুন্ড থেকে গুন্দোয়ানকে আনা। ইতিহাদে ৩৩ বছর বয়সী মাঝমাঠের এই তারকা প্রথম মেয়াদে জিতেছেন ১৪টি শিরোপা। ৩০৪ ম্যাচে করেছেন ৬০ গোল।
গত বছর ফ্রি ট্রান্সফারে গুন্দোয়ান যোগ দেন বার্সায়। কাতালান জায়ান্টদের হয়ে লা লিগায় একমাত্র মৌসুমে ৩৬ ম্যাচ খেলে ৫ গোল করেছেন তিনি। তবে এবার বায়ার্নের সাবেক কোচ হানসি ফ্লিক কাতালান জায়ান্টদের দায়িত্ব নেওয়ার পর প্রাধান্য দিচ্ছেন তারুণ্যকে। লাইপজিগ থেকে এনেছেন দানি ওলমোর মতো তরুণ মিডফিল্ডারকে। তারুণ্যনির্ভর বার্সায় গুন্দোয়ান কতটুকু সুযোগ পাবেন সেই শঙ্কা তো আছেই, সঙ্গে তাঁর বড় অঙ্কের বেতনও দাঁড়িয়েছে বাধা হয়ে।
গুন্দোয়ানের এমন কঠিন সময়ে গার্দিওলা ঠিকই আবারও ইতিহাদে নিয়ে এলেন সিটিতে। আবারও ক্লাবটির জার্সি পরতে তর সইছে না জানিয়ে জার্মান তারকা বলেছেন, ‘ম্যানচেস্টার সিটিতে মাঠ ও মাঠের বাইরে আমার জন্য ছিল চমৎকার সময়। সবাই জানে পেপের প্রতি আমার শ্রদ্ধা কেমন—তিনি বিশ্বের সেরা কোচ এবং তাঁর সঙ্গে প্রতিদিন কাজ করে আপনি আরও ভালো খেলোয়াড় হতে পারবেন। সত্যি বলতে, আবারও সিটির জার্সি পরতে তর সইছে না।’
অভিষেক মৌসুমটা দারুণ কাটলেও ওলমোকে নিবন্ধন করতে ক্লাবের আর্থিক সংকটের কারণে বার্সা ছাড়তে হলো গুন্দোয়ানকে। ক্লাবটির সর্বোচ্চ উপার্জনকারীদের একজন ছিলেন তিনি। জার্মান তারকা ফ্রি ট্রান্সফারে চলে যাওয়ায় বার্সাকে লা লিগার ব্যয়ের ব্যাপারে বিধিনিষেধ মেনে চলতে সাহায্য করবে। এ নিয়ে গুন্দোয়ান নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন, ‘আমি কঠিন এক পরিস্থিতিতে চলে যাচ্ছি। যদি আমার প্রস্থান ক্লাবকে আর্থিকভাবে সাহায্য করে, তবে একটু হলেও কম কষ্ট হবে।’
কম সময়ের জন্য কাতালোনিয়ায় কাটালেও গুন্দোয়ান তাঁর প্রতিশ্রুতি ও নিবেদনের জন্য ধন্যবাদ জানিয়েছে বার্সা।
এই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১২ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৩ ঘণ্টা আগেবাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
১৫ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে গ্লেন ম্যাক্সওয়েল করেছিলেন ১৬ রান। দুইবার মেরেছিলেন ডাক। সেই ব্যর্থতার ঝাল ঝাড়লেন অন্য সংস্করণ টি-টোয়েন্টিতে। ব্রিসবেনের গ্যাবায় আজ প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের ওপর চালালেন তাণ্ডব। ম্যাক্সওয়েলের তাণ্ডবের পর অস্ট্রেলিয়ার আক্রমণাত্মক বোলিংয়ে চোখে সর্ষেফ
১৫ ঘণ্টা আগে