ক্রীড়া ডেস্ক
প্যারিসে কোনো পুরস্কার বিতরণী অনুষ্ঠান মানেই যেন আর্জেন্টিনার জয়জয়কার। ‘ফিফা দ্য বেস্ট’ অনুষ্ঠানের পর গতকাল লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডেও ছিল আর্জেন্টাইনদের দাপট।
গতকাল লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন লিওনেল মেসি। পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পে, টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল, মোটর রেসিং কিংবদন্তি ম্যাক্স ভারস্ট্যাপেন, অ্যাথলেটিকসের মুন্ডো ডুপলেন্টিস, বাস্কেটবলের স্টিফেন কারিদের ছাড়িয়ে এই পুরস্কার পেয়েছেন মেসি। ক্যারিয়ারে দ্বিতীয়বার লরিয়াস বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন মেসি। একই সঙ্গে বর্ষসেরা দলের পুরস্কার জিতেছে আর্জেন্টিনা। ব্যক্তিগত ও দলীয় পুরস্কারজয়ী প্রথম ক্রীড়াবিদও আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। গত বছর মেসির নেতৃত্বে ৩৬ বছর পর আকাশি-নীলরা জিতেছে বিশ্বকাপ। রিয়াল মাদ্রিদ, ফ্রান্স পুরুষ রাগবি দল, ইংল্যান্ড নারী ফুটবল দল, বাস্কেটবলে যুক্তরাষ্ট্রের গোল্ডেন স্টেট ওয়ারিয়র্স, অস্ট্রিয়ার ওরাকল রেডবুল রেসিং—সবাইকে ছাপিয়ে বর্ষসেরা দলের পুরস্কার জেতে আর্জেন্টিনা।
এ ছাড়া বর্ষসেরা নারী ক্রীড়াবিদের পুরস্কার পেয়েছেন জ্যামাইকার অ্যাথলেটিকস শেলি অ্যান ফ্রেজার প্রাইস। ‘কামব্যাক অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন ডেনমার্কের ফুটবলার ক্রিস্টিয়ান এরিকসেন। আর ‘ব্রেকথ্রু অব দ্য ইয়ারের’ পুরস্কার পেয়েছেন স্পেনের টেনিস তারকা কার্লোস আলকারেজ। মাদ্রিদ ওপেনে টানা দ্বিতীয় শিরোপা জিতলেন আলকারেজ।
লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড:
বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদ: লিওনেল মেসি (আর্জেন্টিনা)
বর্ষসেরা দল: আর্জেন্টিনা
বর্ষসেরা নারী ক্রীড়াবিদ: শেলি অ্যান ফ্রেজার প্রাইস (জ্যামাইকা)
ব্রেকথ্রু অব দ্য ইয়ার: কার্লোস আলকারেজ (স্পেন)
কামব্যাক অব দ্য ইয়ার: ক্রিস্টিয়ান এরিকসেন (ডেনমার্ক)
প্যারিসে কোনো পুরস্কার বিতরণী অনুষ্ঠান মানেই যেন আর্জেন্টিনার জয়জয়কার। ‘ফিফা দ্য বেস্ট’ অনুষ্ঠানের পর গতকাল লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডেও ছিল আর্জেন্টাইনদের দাপট।
গতকাল লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন লিওনেল মেসি। পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পে, টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল, মোটর রেসিং কিংবদন্তি ম্যাক্স ভারস্ট্যাপেন, অ্যাথলেটিকসের মুন্ডো ডুপলেন্টিস, বাস্কেটবলের স্টিফেন কারিদের ছাড়িয়ে এই পুরস্কার পেয়েছেন মেসি। ক্যারিয়ারে দ্বিতীয়বার লরিয়াস বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন মেসি। একই সঙ্গে বর্ষসেরা দলের পুরস্কার জিতেছে আর্জেন্টিনা। ব্যক্তিগত ও দলীয় পুরস্কারজয়ী প্রথম ক্রীড়াবিদও আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। গত বছর মেসির নেতৃত্বে ৩৬ বছর পর আকাশি-নীলরা জিতেছে বিশ্বকাপ। রিয়াল মাদ্রিদ, ফ্রান্স পুরুষ রাগবি দল, ইংল্যান্ড নারী ফুটবল দল, বাস্কেটবলে যুক্তরাষ্ট্রের গোল্ডেন স্টেট ওয়ারিয়র্স, অস্ট্রিয়ার ওরাকল রেডবুল রেসিং—সবাইকে ছাপিয়ে বর্ষসেরা দলের পুরস্কার জেতে আর্জেন্টিনা।
এ ছাড়া বর্ষসেরা নারী ক্রীড়াবিদের পুরস্কার পেয়েছেন জ্যামাইকার অ্যাথলেটিকস শেলি অ্যান ফ্রেজার প্রাইস। ‘কামব্যাক অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন ডেনমার্কের ফুটবলার ক্রিস্টিয়ান এরিকসেন। আর ‘ব্রেকথ্রু অব দ্য ইয়ারের’ পুরস্কার পেয়েছেন স্পেনের টেনিস তারকা কার্লোস আলকারেজ। মাদ্রিদ ওপেনে টানা দ্বিতীয় শিরোপা জিতলেন আলকারেজ।
লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড:
বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদ: লিওনেল মেসি (আর্জেন্টিনা)
বর্ষসেরা দল: আর্জেন্টিনা
বর্ষসেরা নারী ক্রীড়াবিদ: শেলি অ্যান ফ্রেজার প্রাইস (জ্যামাইকা)
ব্রেকথ্রু অব দ্য ইয়ার: কার্লোস আলকারেজ (স্পেন)
কামব্যাক অব দ্য ইয়ার: ক্রিস্টিয়ান এরিকসেন (ডেনমার্ক)
বার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
১ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
১ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
২ ঘণ্টা আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
২ ঘণ্টা আগে