ক্রীড়া ডেস্ক
লিমা থেকে ফ্লোরিডা-২৪ ঘণ্টার ব্যবধানে পৃথিবীর দুই প্রান্তে খেলেছে লিওনেল মেসির দুই দল। লিমার ন্যাশনাল স্টেডিয়ামে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে রেকর্ড গড়ে মেসি জিতিয়েছেন আর্জেন্টিনা। এরপরই উড়াল দিয়ে গেছেন ৪৪৩৯ কিলোমিটার দূরে ফ্লোরিডায়। না খেললেও ইন্টার মায়ামি দলের ডাগআউটে আজ ছিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
সিনসিনাটির কাছে গত ৮ অক্টোবর ১-০ গোলে হেরে ইন্টার মায়ামির মেজর লিগ সকারের (এমএলএস) প্লে অফ খেলার স্বপ্ন সেখানেই ধূলিসাৎ হয়ে যায়। ডিআরভি পিংক স্টেডিয়ামে সেই ম্যাচে মেসি খেলেন ৩৫ মিনিট। ১০ দিন পর একই মাঠে আজ এমএলএসে শার্লোট এফসির বিপক্ষে খেলেছে মায়ামি। এই ম্যাচে মূল একাদশ, বদলি খেলোয়াড়-কোনো তালিকায় ছিলেন না মেসি। ডাগআউটে বসে দেখলেন কোনো মতে ইন্টার মায়ামির বেঁচে যাওয়া। মায়ামি দাপট দেখিয়ে খেলেও শেষ পর্যন্ত শার্লোট এফসির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে। মায়ামি বল দখলে রেখেছিল ৫৭ শতাংশ ও ৪৩ শতাংশ বল দখলে রেখেছিল শার্লোট এফসি।
প্রথমার্ধে অনেক লম্বা সময় পর্যন্ত ম্যাচে কেউ কোনো গোল করতে পারেনি।ম্যাচের ৪৫ মিনিটে গোল মুখ খোলে শার্লোট এফসি। কারউইন ভার্গাসের অ্যাসিস্টে গোল করেন শার্লোট ফরোয়ার্ড এনজো কোপেত্তি। প্রথমার্ধেই সমতায় ফেরে মায়ামি। অতিরিক্ত ৬ মিনিটে গোল করেন মায়ামি ফরোয়ার্ড নিকোলাস মার্সেলো স্তেফানেল্লি। প্রথমার্ধ ১-১ গোলে শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে দ্রুতই এগিয়ে যায় শার্লোট এফসি। ৫২ মিনিটে কামিল জোজিয়াকের অ্যাসিস্টে গোল করেন ভার্গাস। এরপর ৭৪ মিনিটে স্তেফানেল্লির বদলি হিসেবে নামানো হয় রবি রবিনসন। মায়ামির পরাজয় যখন সময়ের ব্যাপার মাত্র, তখন সুপার সাবের দায়িত্ব ভালোমতোই পালন করেন রবিনসন। ৮৪ মিনিটে লিওনার্দো কাম্পানার ক্রস থেকে পাস প্রথমে রিসিভ করেন রবিনসন। এরপর ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন রবিনসন। শেষ পর্যন্ত ২-২ গোলেই ড্র হয় মায়ামি-শার্লোট এফসি।
মায়ামির জার্সিতে এখন পর্যন্ত ১৩ ম্যাচ খেলে ১১ গোল করেছেন মেসি ও ৫ গোলে অ্যাসিস্ট করেছেন। যার মধ্যে লিগস কাপ ও এমএলএস-দুটোতেই অভিষেক ম্যাচে দুর্দান্ত ফ্রি কিকে গোল করেছেন তিনি। মেসি জাদুতে লিগস কাপ জিতে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতেছে মায়ামি। আর এমএলএসে ৩৩ ম্যাচে ৯ জয়, ৭ ড্র ও ১৭ পরাজয়ে ৩৪ পয়েন্ট এখন মায়ামির। ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকার ১৩ নম্বরে আছে তারা। ২১ অক্টোবর শার্লোটের ঘরের মাঠ ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে এমএলএসের শেষ ম্যাচ খেলবে মায়ামি। প্লে অফের দৌড় থেকে এরই মধ্যে ছিটকে গেছে।
লিমা থেকে ফ্লোরিডা-২৪ ঘণ্টার ব্যবধানে পৃথিবীর দুই প্রান্তে খেলেছে লিওনেল মেসির দুই দল। লিমার ন্যাশনাল স্টেডিয়ামে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে রেকর্ড গড়ে মেসি জিতিয়েছেন আর্জেন্টিনা। এরপরই উড়াল দিয়ে গেছেন ৪৪৩৯ কিলোমিটার দূরে ফ্লোরিডায়। না খেললেও ইন্টার মায়ামি দলের ডাগআউটে আজ ছিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
সিনসিনাটির কাছে গত ৮ অক্টোবর ১-০ গোলে হেরে ইন্টার মায়ামির মেজর লিগ সকারের (এমএলএস) প্লে অফ খেলার স্বপ্ন সেখানেই ধূলিসাৎ হয়ে যায়। ডিআরভি পিংক স্টেডিয়ামে সেই ম্যাচে মেসি খেলেন ৩৫ মিনিট। ১০ দিন পর একই মাঠে আজ এমএলএসে শার্লোট এফসির বিপক্ষে খেলেছে মায়ামি। এই ম্যাচে মূল একাদশ, বদলি খেলোয়াড়-কোনো তালিকায় ছিলেন না মেসি। ডাগআউটে বসে দেখলেন কোনো মতে ইন্টার মায়ামির বেঁচে যাওয়া। মায়ামি দাপট দেখিয়ে খেলেও শেষ পর্যন্ত শার্লোট এফসির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে। মায়ামি বল দখলে রেখেছিল ৫৭ শতাংশ ও ৪৩ শতাংশ বল দখলে রেখেছিল শার্লোট এফসি।
প্রথমার্ধে অনেক লম্বা সময় পর্যন্ত ম্যাচে কেউ কোনো গোল করতে পারেনি।ম্যাচের ৪৫ মিনিটে গোল মুখ খোলে শার্লোট এফসি। কারউইন ভার্গাসের অ্যাসিস্টে গোল করেন শার্লোট ফরোয়ার্ড এনজো কোপেত্তি। প্রথমার্ধেই সমতায় ফেরে মায়ামি। অতিরিক্ত ৬ মিনিটে গোল করেন মায়ামি ফরোয়ার্ড নিকোলাস মার্সেলো স্তেফানেল্লি। প্রথমার্ধ ১-১ গোলে শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে দ্রুতই এগিয়ে যায় শার্লোট এফসি। ৫২ মিনিটে কামিল জোজিয়াকের অ্যাসিস্টে গোল করেন ভার্গাস। এরপর ৭৪ মিনিটে স্তেফানেল্লির বদলি হিসেবে নামানো হয় রবি রবিনসন। মায়ামির পরাজয় যখন সময়ের ব্যাপার মাত্র, তখন সুপার সাবের দায়িত্ব ভালোমতোই পালন করেন রবিনসন। ৮৪ মিনিটে লিওনার্দো কাম্পানার ক্রস থেকে পাস প্রথমে রিসিভ করেন রবিনসন। এরপর ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন রবিনসন। শেষ পর্যন্ত ২-২ গোলেই ড্র হয় মায়ামি-শার্লোট এফসি।
মায়ামির জার্সিতে এখন পর্যন্ত ১৩ ম্যাচ খেলে ১১ গোল করেছেন মেসি ও ৫ গোলে অ্যাসিস্ট করেছেন। যার মধ্যে লিগস কাপ ও এমএলএস-দুটোতেই অভিষেক ম্যাচে দুর্দান্ত ফ্রি কিকে গোল করেছেন তিনি। মেসি জাদুতে লিগস কাপ জিতে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতেছে মায়ামি। আর এমএলএসে ৩৩ ম্যাচে ৯ জয়, ৭ ড্র ও ১৭ পরাজয়ে ৩৪ পয়েন্ট এখন মায়ামির। ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকার ১৩ নম্বরে আছে তারা। ২১ অক্টোবর শার্লোটের ঘরের মাঠ ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে এমএলএসের শেষ ম্যাচ খেলবে মায়ামি। প্লে অফের দৌড় থেকে এরই মধ্যে ছিটকে গেছে।
খেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
২৮ মিনিট আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
১ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু জরুরি কিছু প্রশ্নের উত্তর এখনো নেই। সময়মতো টুর্নামেন্ট হবে কি? হলে কোথায় হবে? এই দুটি প্রশ্নের উত্তর যতক্ষণ না আসছে, ততক্ষণ টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এই টুর্নামেন্ট নিয়ে অনেক চাপে আইসিসি।
১ ঘণ্টা আগেসিনেমা, নাটক-কোনো কিছুরই তো কমতি ছিল না আজ আর্জেন্টিনা-প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। দেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলের রেফারি অ্যান্ডারসন দারাঙ্কোর একের পর এক কাণ্ডে ক্ষুব্ধ আর্জেন্টিনা ফুটবল দল। রেফারির সঙ্গে এক চোট হয়েই গেছে মেসির। এমনকি আঙুল উঁচিয়ে কথাও বলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
২ ঘণ্টা আগে