ক্রীড়া ডেস্ক
দল বদলের মৌসুমে তারকা খেলোয়াড়দের নিয়ে নানা রকম গুঞ্জন চলে। কে কোন দলে যাবেন, কার দাম কেমন উঠতে পারে, তা নিয়ে চলে আলোচনা। তেমনই এক আলোচনায় এসেছেন এনজো ফার্নান্দেজ। আর্জেন্টিনার এই মিডফিল্ডারকে ১০৫.৬ মিলিয়ন পাউন্ডে (বাংলাদেশি ১৩৮৯ কোটি টাকা) কেনার প্রস্তাব দিয়েছে চেলসি।
২০২২ সালে রিভারপ্লেট থেকে বেনফিকায় গিয়েছিলেন ফার্নান্দেজ। একই বছর ফুটবল বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। বিশ্বকাপের তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন আর্জেন্টাইন এই মিডফিল্ডার।
ফার্নান্দেজের আগে চেলসি অনেক খেলোয়াড়কেই দলে ভিড়িয়েছে। মিখাইলে মুদ্রিক, ননি মাদুয়েকে, দাভি দাত্রো, আন্দ্রে সান্তোস, বেনোইত বাদিয়াশেলি ও মালো গুস্তোকে স্থায়ী চুক্তিতে কিনেছে ব্লুজরা। আর হোয়াও ফেলিক্সকে আতলেতিকো মাদ্রিদ থেকে ধারে কিনেছে চেলসি। যদি ফার্নান্দেজকে চেলসি ১৩৮৯ কোটি টাকায় কিনতে পারে, তাহলে তিনি হবেন ব্রিটিশ ফুটবল ইতিহাসের সর্বোচ্চ সাইনিং। এই তালিকায় শীর্ষে আছেন জ্যাক গ্রিয়ালিশ। ২০২১ সালে ইংলিশ এই লেফট উইঙ্গারকে অ্যাস্টন ভিলা থেকে ১৩১৫ কোটি টাকায় দলে ভিড়িয়েছিল ম্যানচেস্টার সিটি।
ব্রিটিশ ফুটবলে সর্বোচ্চ দামে সাইনিং করা খেলোয়াড় (বাংলাদেশি টাকায়)
খেলোয়াড় ট্রান্সফার ফি বছর ক্লাবে এসেছেন ক্লাব ছেড়েছেন
১. জ্যাক গ্রিয়ালিশ ১৩১৫ কোটি ২০২১ ম্যানচেস্টার সিটি অ্যাস্টন ভিলা
২. রোমেলু লুকাকু ১২৮২ কোটি ২০২১ চেলসি ইন্টার মিলান
৩. পল পগবা ১১৭০ কোটি ২০১৬ ম্যানচেস্টার ইউনাইটেড জুভেন্টাস
৪. আন্তোনি ১০৭৮ কোটি ২০২২ ম্যানচেস্টার ইউনাইটেড আয়াক্স
৫. হ্যারি ম্যাগুয়ার ১০৫২ কোটি ২০১৯ ম্যানচেস্টার ইউনাইটেড লেস্টার সিটি
৬. রোমেলু লুকাকু ৯৮৬ কোটি ২০১৭ ম্যানচেস্টার ইউনাইটেড এভারটন
৭. ভার্জিল ফন ডাইক ৯৮৬ কোটি ২০১৭ লিভারপুল সাউদাম্পটন
৮. জ্যাডন সানচো ৯৬০ কোটি ২০২১ ম্যানচেস্টার ইউনাইটেড বরুশিয়া ডর্টমুন্ড
দল বদলের মৌসুমে তারকা খেলোয়াড়দের নিয়ে নানা রকম গুঞ্জন চলে। কে কোন দলে যাবেন, কার দাম কেমন উঠতে পারে, তা নিয়ে চলে আলোচনা। তেমনই এক আলোচনায় এসেছেন এনজো ফার্নান্দেজ। আর্জেন্টিনার এই মিডফিল্ডারকে ১০৫.৬ মিলিয়ন পাউন্ডে (বাংলাদেশি ১৩৮৯ কোটি টাকা) কেনার প্রস্তাব দিয়েছে চেলসি।
২০২২ সালে রিভারপ্লেট থেকে বেনফিকায় গিয়েছিলেন ফার্নান্দেজ। একই বছর ফুটবল বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। বিশ্বকাপের তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন আর্জেন্টাইন এই মিডফিল্ডার।
ফার্নান্দেজের আগে চেলসি অনেক খেলোয়াড়কেই দলে ভিড়িয়েছে। মিখাইলে মুদ্রিক, ননি মাদুয়েকে, দাভি দাত্রো, আন্দ্রে সান্তোস, বেনোইত বাদিয়াশেলি ও মালো গুস্তোকে স্থায়ী চুক্তিতে কিনেছে ব্লুজরা। আর হোয়াও ফেলিক্সকে আতলেতিকো মাদ্রিদ থেকে ধারে কিনেছে চেলসি। যদি ফার্নান্দেজকে চেলসি ১৩৮৯ কোটি টাকায় কিনতে পারে, তাহলে তিনি হবেন ব্রিটিশ ফুটবল ইতিহাসের সর্বোচ্চ সাইনিং। এই তালিকায় শীর্ষে আছেন জ্যাক গ্রিয়ালিশ। ২০২১ সালে ইংলিশ এই লেফট উইঙ্গারকে অ্যাস্টন ভিলা থেকে ১৩১৫ কোটি টাকায় দলে ভিড়িয়েছিল ম্যানচেস্টার সিটি।
ব্রিটিশ ফুটবলে সর্বোচ্চ দামে সাইনিং করা খেলোয়াড় (বাংলাদেশি টাকায়)
খেলোয়াড় ট্রান্সফার ফি বছর ক্লাবে এসেছেন ক্লাব ছেড়েছেন
১. জ্যাক গ্রিয়ালিশ ১৩১৫ কোটি ২০২১ ম্যানচেস্টার সিটি অ্যাস্টন ভিলা
২. রোমেলু লুকাকু ১২৮২ কোটি ২০২১ চেলসি ইন্টার মিলান
৩. পল পগবা ১১৭০ কোটি ২০১৬ ম্যানচেস্টার ইউনাইটেড জুভেন্টাস
৪. আন্তোনি ১০৭৮ কোটি ২০২২ ম্যানচেস্টার ইউনাইটেড আয়াক্স
৫. হ্যারি ম্যাগুয়ার ১০৫২ কোটি ২০১৯ ম্যানচেস্টার ইউনাইটেড লেস্টার সিটি
৬. রোমেলু লুকাকু ৯৮৬ কোটি ২০১৭ ম্যানচেস্টার ইউনাইটেড এভারটন
৭. ভার্জিল ফন ডাইক ৯৮৬ কোটি ২০১৭ লিভারপুল সাউদাম্পটন
৮. জ্যাডন সানচো ৯৬০ কোটি ২০২১ ম্যানচেস্টার ইউনাইটেড বরুশিয়া ডর্টমুন্ড
বার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
২৩ মিনিট আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
১ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
১ ঘণ্টা আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
২ ঘণ্টা আগে