ক্রীড়া ডেস্ক
আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল। তবে শাস্তি এখানেই শেষ হচ্ছে না ফেরান তোরেসের। বার্সেলোনা ফরোয়ার্ডকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।
গত রোববার লা লিগায় আতলেতিকোকে তাদেরই মাঠ ওয়ান্দা মেত্রোপোলিতানোতে হারায় বার্সা। ২২ মিনিটে ওসমানে দেম্বেলের দেওয়া একমাত্র গোল আর শোধ দিতে পারেনি দিয়েগো সিমিওনের দল। তবে অতিরিক্ত সময়ে উত্তপ্ত হয়ে ওঠে ম্যাচটি।
আতলেতিকোর ডিফেন্ডার স্তেভান সাভিচের সঙ্গে হাতাহাতিতে জড়ান তোরেস। একজন আরেকজনকে গলাও চেপে ধরেন। দেখে মনে হচ্ছিল, যেন মাঠে রেসলিং খেলতে নেমেছেন তোরেস-সাভিচ। এ ঘটনায় অতিরিক্ত দ্বিতীয় মিনিটে রেফারি দুজনকে লাল কার্ড দেখান।
অন্য খেলোয়াড়কে অপমান ও হাতাহাতিতে আঘাত দেওয়ার কারণে আরও বেশি ম্যাচ নিষেধাজ্ঞায় পড়ার সম্ভাবনা ছিল তোরেসের। তবে লা লিগা কমিটি তোরেস ও ও সাভিচকে দুই ম্যাচ নিষিদ্ধ করে ছেড়ে দিয়েছে, যা কেবল প্রযোজ্য হবে লা লিগাতেই।
লিগে তোরেস খেলতে পারবেন না গেতাফে ও জিরোনার বিপক্ষে। তবে সাবেক ম্যানচেস্টার সিটি তারকাকে পাওয়া যাবে আসন্ন স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রে ম্যাচে। এদিকে লা লিগায় পরের দুই ম্যাচের জন্য রবার্ট লেভানদফস্কিকে পাবে না বার্সা।
আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল। তবে শাস্তি এখানেই শেষ হচ্ছে না ফেরান তোরেসের। বার্সেলোনা ফরোয়ার্ডকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।
গত রোববার লা লিগায় আতলেতিকোকে তাদেরই মাঠ ওয়ান্দা মেত্রোপোলিতানোতে হারায় বার্সা। ২২ মিনিটে ওসমানে দেম্বেলের দেওয়া একমাত্র গোল আর শোধ দিতে পারেনি দিয়েগো সিমিওনের দল। তবে অতিরিক্ত সময়ে উত্তপ্ত হয়ে ওঠে ম্যাচটি।
আতলেতিকোর ডিফেন্ডার স্তেভান সাভিচের সঙ্গে হাতাহাতিতে জড়ান তোরেস। একজন আরেকজনকে গলাও চেপে ধরেন। দেখে মনে হচ্ছিল, যেন মাঠে রেসলিং খেলতে নেমেছেন তোরেস-সাভিচ। এ ঘটনায় অতিরিক্ত দ্বিতীয় মিনিটে রেফারি দুজনকে লাল কার্ড দেখান।
অন্য খেলোয়াড়কে অপমান ও হাতাহাতিতে আঘাত দেওয়ার কারণে আরও বেশি ম্যাচ নিষেধাজ্ঞায় পড়ার সম্ভাবনা ছিল তোরেসের। তবে লা লিগা কমিটি তোরেস ও ও সাভিচকে দুই ম্যাচ নিষিদ্ধ করে ছেড়ে দিয়েছে, যা কেবল প্রযোজ্য হবে লা লিগাতেই।
লিগে তোরেস খেলতে পারবেন না গেতাফে ও জিরোনার বিপক্ষে। তবে সাবেক ম্যানচেস্টার সিটি তারকাকে পাওয়া যাবে আসন্ন স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রে ম্যাচে। এদিকে লা লিগায় পরের দুই ম্যাচের জন্য রবার্ট লেভানদফস্কিকে পাবে না বার্সা।
বার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
১ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
১ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
২ ঘণ্টা আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
২ ঘণ্টা আগে