ক্রীড়া ডেস্ক
জনপ্রিয় ক্রীড়াভিত্তিক মার্কিন সংবাদমাধ্যম ব্লেচার ফুটবলের ফেসবুক অ্যাকাউন্টে ঢুকলে একটি ভিডিও দেখা যাবে-এবারের দলবদলে কীভাবে চেলসির মুখের গ্রাস বারবার বার্সা কেড়ে নিয়েছে সেসব নিয়েই বানানো হয়েছে এই ভিডিওটি। পরপর তিনজন খেলোয়াড়কে চেলসির কাছ থেকে বলা যায় একরকম কেড়ে নিয়েছে বার্সা।
বার্সায় আসার পর থেকেই উসমান দেম্বেলেকে নিয়ে চলছে নানা নাটক। একপর্যায়ে দেম্বেলে ও বার্সার সম্পর্ক ছিন্ন হওয়ার খবরও সামনে এসেছিল। এর মাঝে চেলসিও এগিয়ে এসেছিল দেম্বেলেকে কিনতে। একপর্যায়ে দু পক্ষের মাঝেই সমঝোতার খবরও সামনে আসে। তবে পরিস্থিতি বদলে যেতে খুব বেশি সময় লাগেনি। চেলসিকে নিরাশ করে বার্সার সঙ্গে ২০২৪ পর্যন্ত চুক্তি করতে রাজি হয়ে যান ফরাসি তারকা। এর মাঝে প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে জুভেন্টাসের বিপক্ষে জোড়া গোল করে ছন্দে ফেরার ইঙ্গিতও দিয়েছেন দেম্বেলে।
বার্সার কাছ থেকে চেলসি আরেকটি ধাক্কা খেয়েছে রাফিনহা ইস্যুতে। লিডস ইউনাইটেড থেকে ব্রাজিলিয়ান তারকা রাফিনহাকে কিনতে লড়াইয়ে নামে বার্সা ও চেলসি। তবে রাফিনহা শুরু থেকেই বার্সা যাওয়ার ব্যাপারে অনড় অবস্থান নেন। শেষ পর্যন্ত চেষ্টা করেও রাফিনহাকে আনতে পারেনি চেলসি।
এবার হুলেস কুন্দেকে কেনার দিক থেকেও চেলসিকে ফাঁকি দিয়েছে বার্সা। সেভিয়া থেকে এই তরুণ কেনার দৌড়ে অনেকটাই এগিয়ে যায় চেলসি। তবে কথিত অর্থ সংকটে থাকা বার্সাকে এবারও পেছনে ফেলতে পারেনি ব্লুজরা। বার্সার কৌশলের কাছে এই ফরাসি তারকাকে হারাতে হয়ে থমাস টুখেলকে।
দলবদলের বাজারে এক সময় খেলোয়াড় ‘ছিনতাই’য়ের জন্য বিখ্যাত ছিল চেলসি। তবে তৎকালীন মালিক রোমান আব্রামোভিচ ক্লাব ছাড়ার পর প্রথম মৌসুমেই অভিজ্ঞতা ও কৌশলে পেরে উঠছে না ব্লুজরা। এক বার্সার কাছেই হারাল রাডারে থাকা তিন খেলোয়াড়কে। এর ফলে চেলসির দলবদল ম্যানেজমেন্টের দুর্বলতাও স্পষ্ট হলো। দ্রুত এই সমস্যা কাটাতে না পারলে পছন্দের খেলোয়াড় পেতে বেশ সংগ্রামই করতে হবে টুখেলকে।
জনপ্রিয় ক্রীড়াভিত্তিক মার্কিন সংবাদমাধ্যম ব্লেচার ফুটবলের ফেসবুক অ্যাকাউন্টে ঢুকলে একটি ভিডিও দেখা যাবে-এবারের দলবদলে কীভাবে চেলসির মুখের গ্রাস বারবার বার্সা কেড়ে নিয়েছে সেসব নিয়েই বানানো হয়েছে এই ভিডিওটি। পরপর তিনজন খেলোয়াড়কে চেলসির কাছ থেকে বলা যায় একরকম কেড়ে নিয়েছে বার্সা।
বার্সায় আসার পর থেকেই উসমান দেম্বেলেকে নিয়ে চলছে নানা নাটক। একপর্যায়ে দেম্বেলে ও বার্সার সম্পর্ক ছিন্ন হওয়ার খবরও সামনে এসেছিল। এর মাঝে চেলসিও এগিয়ে এসেছিল দেম্বেলেকে কিনতে। একপর্যায়ে দু পক্ষের মাঝেই সমঝোতার খবরও সামনে আসে। তবে পরিস্থিতি বদলে যেতে খুব বেশি সময় লাগেনি। চেলসিকে নিরাশ করে বার্সার সঙ্গে ২০২৪ পর্যন্ত চুক্তি করতে রাজি হয়ে যান ফরাসি তারকা। এর মাঝে প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে জুভেন্টাসের বিপক্ষে জোড়া গোল করে ছন্দে ফেরার ইঙ্গিতও দিয়েছেন দেম্বেলে।
বার্সার কাছ থেকে চেলসি আরেকটি ধাক্কা খেয়েছে রাফিনহা ইস্যুতে। লিডস ইউনাইটেড থেকে ব্রাজিলিয়ান তারকা রাফিনহাকে কিনতে লড়াইয়ে নামে বার্সা ও চেলসি। তবে রাফিনহা শুরু থেকেই বার্সা যাওয়ার ব্যাপারে অনড় অবস্থান নেন। শেষ পর্যন্ত চেষ্টা করেও রাফিনহাকে আনতে পারেনি চেলসি।
এবার হুলেস কুন্দেকে কেনার দিক থেকেও চেলসিকে ফাঁকি দিয়েছে বার্সা। সেভিয়া থেকে এই তরুণ কেনার দৌড়ে অনেকটাই এগিয়ে যায় চেলসি। তবে কথিত অর্থ সংকটে থাকা বার্সাকে এবারও পেছনে ফেলতে পারেনি ব্লুজরা। বার্সার কৌশলের কাছে এই ফরাসি তারকাকে হারাতে হয়ে থমাস টুখেলকে।
দলবদলের বাজারে এক সময় খেলোয়াড় ‘ছিনতাই’য়ের জন্য বিখ্যাত ছিল চেলসি। তবে তৎকালীন মালিক রোমান আব্রামোভিচ ক্লাব ছাড়ার পর প্রথম মৌসুমেই অভিজ্ঞতা ও কৌশলে পেরে উঠছে না ব্লুজরা। এক বার্সার কাছেই হারাল রাডারে থাকা তিন খেলোয়াড়কে। এর ফলে চেলসির দলবদল ম্যানেজমেন্টের দুর্বলতাও স্পষ্ট হলো। দ্রুত এই সমস্যা কাটাতে না পারলে পছন্দের খেলোয়াড় পেতে বেশ সংগ্রামই করতে হবে টুখেলকে।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
৩ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
৪ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
৪ ঘণ্টা আগে