ক্রীড়া ডেস্ক
লিভারপুলের জার্সিতে এবারের মৌসুমটা দারুণ কাটাচ্ছেন মোহাম্মদ সালাহ। নিজে তো গোল করছেনই, সতীর্থদের দিয়েও গোল করাচ্ছেন। সালাহর পারফরম্যানসে প্রশংসা ঝরেছে ইয়ুর্গেন ক্লপের কণ্ঠে। লিভারপুল কোচের মতে,সালাহ অতিমানবীয়।
গতকাল স্পার্স স্টেডিয়ামে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয় টটেনহাম-লিভারপুল।মোহাম্মদ সালাহর জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় পায় অলরেডরা। সালাহকে প্রশংসায় ভাসিয়ে ক্লপ বলেন,‘সে দুটো গোল করেছে। এখন সত্যিকারের খেলোয়াড় হিসেবে খেলেছে। সেরা পারফরম্যান্সও করেছে এবং মানসিকতাও দুর্দান্ত। অন্যতম সেরা স্ট্রাইকার হিসেবে সবাই তাকে (সালাহ) মনে রাখবে। তার পরিসংখ্যান আসলেই অতিমানবীয়।’
নটিংহাম ফরেস্ট, লিডস ইউনাইটেড-এই দুটো দলের বিপক্ষে প্রিমিয়ার লিগে হেরেছিল লিভারপুল। টানা দুই ম্যাচ হারার পর গতকাল টটেনহামের বিপক্ষে স্বস্তির জয় পেয়েছে লিভারপুল। তবে এটাকে অন্যান্য ম্যাচগুলোর মতো সাধারণ ম্যাচ হিসেবেই দেখছেন ক্লপ। লিভারপুল কোচ বলেন, ‘আমি কোনো তুলনা করতে চাই না।এটা আমাদের জন্য সাধারণ ম্যাচ ছিল। গত বছর আমরা প্রায় চারটা প্রতিযোগিতা জিতেছিলাম। কিন্তু টটেনহামের বিপক্ষে দুইবার ড্র করেছি। তাই এখানে জেতাটা আসলেই কঠিন।’
লিভারপুলের জার্সিতে এখন পর্যন্ত ২৭৪ ম্যাচ খেলেছেন সালাহ। ১৭০ গোল করেছেন এবং সহায়তা করেছেন ৬৮ গোলে। আর এবারের মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ২০ ম্যাচ খেলেছেন সালাহ।১৪ গোল করেছেন এবং অ্যাসিস্ট করেছেন ৫ গোলে।
লিভারপুলের জার্সিতে এবারের মৌসুমটা দারুণ কাটাচ্ছেন মোহাম্মদ সালাহ। নিজে তো গোল করছেনই, সতীর্থদের দিয়েও গোল করাচ্ছেন। সালাহর পারফরম্যানসে প্রশংসা ঝরেছে ইয়ুর্গেন ক্লপের কণ্ঠে। লিভারপুল কোচের মতে,সালাহ অতিমানবীয়।
গতকাল স্পার্স স্টেডিয়ামে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয় টটেনহাম-লিভারপুল।মোহাম্মদ সালাহর জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় পায় অলরেডরা। সালাহকে প্রশংসায় ভাসিয়ে ক্লপ বলেন,‘সে দুটো গোল করেছে। এখন সত্যিকারের খেলোয়াড় হিসেবে খেলেছে। সেরা পারফরম্যান্সও করেছে এবং মানসিকতাও দুর্দান্ত। অন্যতম সেরা স্ট্রাইকার হিসেবে সবাই তাকে (সালাহ) মনে রাখবে। তার পরিসংখ্যান আসলেই অতিমানবীয়।’
নটিংহাম ফরেস্ট, লিডস ইউনাইটেড-এই দুটো দলের বিপক্ষে প্রিমিয়ার লিগে হেরেছিল লিভারপুল। টানা দুই ম্যাচ হারার পর গতকাল টটেনহামের বিপক্ষে স্বস্তির জয় পেয়েছে লিভারপুল। তবে এটাকে অন্যান্য ম্যাচগুলোর মতো সাধারণ ম্যাচ হিসেবেই দেখছেন ক্লপ। লিভারপুল কোচ বলেন, ‘আমি কোনো তুলনা করতে চাই না।এটা আমাদের জন্য সাধারণ ম্যাচ ছিল। গত বছর আমরা প্রায় চারটা প্রতিযোগিতা জিতেছিলাম। কিন্তু টটেনহামের বিপক্ষে দুইবার ড্র করেছি। তাই এখানে জেতাটা আসলেই কঠিন।’
লিভারপুলের জার্সিতে এখন পর্যন্ত ২৭৪ ম্যাচ খেলেছেন সালাহ। ১৭০ গোল করেছেন এবং সহায়তা করেছেন ৬৮ গোলে। আর এবারের মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ২০ ম্যাচ খেলেছেন সালাহ।১৪ গোল করেছেন এবং অ্যাসিস্ট করেছেন ৫ গোলে।
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ক্রিকেটকে পুরোপুরি ছাড়তে পারেননি মোহাম্মদ রফিক। একসময় জাতীয় দলের স্পিন বোলিংয়ের বড় ভরসা ছিলেন তিনি। অবসরের পর এখন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রংপুর রাইডার্সের স্পিন কোচ হিসেবে কাজ করছেন।
৩৬ মিনিট আগেখেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
২ ঘণ্টা আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
৩ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
৪ ঘণ্টা আগে