ক্রীড়া ডেস্ক
গ্রুপ পর্বেই কঠিন পরিস্থিতি পার করে এসেছে বরুসিয়া ডর্টমুন্ড ও পিএসজি। এবারের চ্যাম্পিয়নস লিগে ‘এফ’ গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ ছিল এসি মিলান ও নিউক্যাসল ইউনাইটেড। শুরুতে এমন কঠিন গ্রুপে লড়াইয়ের মনোবলের কারণেই কিনা দুই দল নিশ্চিত করেছে সেমিফাইনাল। আর প্রায় সাড়ে চার মাস পর দুই দল আবার মুখোমুখি।
আজ রাতে চ্যাম্পিয়নস লিগের শেষ চারের প্রথম লেগে সিগন্যাল ইদুনা পার্কে পিএসজিকে আতিথেয়তা দেবে ডর্টমুন্ড। আতিথেয়তা নয়, প্যারিসিয়ানদের বুকে শেল বিঁধে দিতেই মাঠে নামবেন এডিন টারজিচের শিষ্যরা। শেষবার ডর্টমুন্ড সফরে ড্র করে এসেছিল পিএসজি। আর শুরুর দিনেই ডর্টমুন্ড হেরে এসেছিল প্যারিস থেকে। এবারও তেমন গ্রুপ পর্বের সেই দৃশ্যের পুনরাবৃত্তি?
কিন্তু এবার যে বিন্দুমাত্র ছাড় দেওয়ার উপায় নেই ডর্টমুন্ডের। পরশু উয়েফার ওয়েবসাইটে জাদোন সানচো তো ওয়েম্বলিতে ফাইনালে খেলার ইঙ্গিতও দিয়ে রাখলেন, ‘প্যারিস আমাদের জন্য কঠিন পরীক্ষা হবে। ফাইনালে ওঠার জন্য আমাদের নিরহংকার হতে হবে। দিতে হবে সবকিছু।’
ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে এই মৌসুমে ডর্টমুন্ডে ফিরেই টারজিচের অধীনে যেন নিজেকে ফিরে পেয়েছেন সানচো। আর টারজিচ খুশি প্রথম লেগে অভিজ্ঞ ডিফেন্ডার ম্যাট হামেলসকে ফিরে পাওয়ায়। এমন আত্মবিশ্বাসী ডর্টমুন্ডের সামনে কেমন হতে পারে লুইস এনরিকের কৌশল? পার্ক দে প্রিন্সেসে নিজের প্রথম মৌসুমেই ফ্রেঞ্চ সুপার কাপ ও লিগ আঁ জিতেছেন স্প্যানিশ কোচ। এবার তাঁর চোখ পিএসজির অধরা স্বপ্নটা পূরণ করতে। লে হাভরের বিপক্ষে ড্র করলেও লিগ নিশ্চিত হওয়ার পর চ্যাম্পিয়নস লিগকে পাখির চোখ করেছেন তিনি, ‘আমরা ইতিমধ্যে চারটি শিরোপার দুটি জিতেছি এবং এখন চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পৌঁছাতে যাচ্ছি। এটাই আমাদের লক্ষ্য। আমি মনে করি, নিঃসন্দেহে দলটি এই মৌসুমে সেরা ফর্মে আছে।’
প্যারিসে এটিই শেষ মৌসুম কিলিয়ান এমবাপ্পের। রিয়াল মাদ্রিদে চলে যাওয়ার আগে প্রথম চ্যাম্পিয়নস লিগ জিতিয়ে পিএসজির শিরোপা-স্বপ্ন পূরণ করতে পারবেন ফরাসি ফরোয়ার্ড? ২০১৯-২০ মৌসুমে প্রথম চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলেও শিরোপা জেতা হয়নি তাঁর। এবার প্যারিসকে প্রতিদান দিতে অপেক্ষায় থাকবেন এমবাপ্পে।
গ্রুপ পর্বেই কঠিন পরিস্থিতি পার করে এসেছে বরুসিয়া ডর্টমুন্ড ও পিএসজি। এবারের চ্যাম্পিয়নস লিগে ‘এফ’ গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ ছিল এসি মিলান ও নিউক্যাসল ইউনাইটেড। শুরুতে এমন কঠিন গ্রুপে লড়াইয়ের মনোবলের কারণেই কিনা দুই দল নিশ্চিত করেছে সেমিফাইনাল। আর প্রায় সাড়ে চার মাস পর দুই দল আবার মুখোমুখি।
আজ রাতে চ্যাম্পিয়নস লিগের শেষ চারের প্রথম লেগে সিগন্যাল ইদুনা পার্কে পিএসজিকে আতিথেয়তা দেবে ডর্টমুন্ড। আতিথেয়তা নয়, প্যারিসিয়ানদের বুকে শেল বিঁধে দিতেই মাঠে নামবেন এডিন টারজিচের শিষ্যরা। শেষবার ডর্টমুন্ড সফরে ড্র করে এসেছিল পিএসজি। আর শুরুর দিনেই ডর্টমুন্ড হেরে এসেছিল প্যারিস থেকে। এবারও তেমন গ্রুপ পর্বের সেই দৃশ্যের পুনরাবৃত্তি?
কিন্তু এবার যে বিন্দুমাত্র ছাড় দেওয়ার উপায় নেই ডর্টমুন্ডের। পরশু উয়েফার ওয়েবসাইটে জাদোন সানচো তো ওয়েম্বলিতে ফাইনালে খেলার ইঙ্গিতও দিয়ে রাখলেন, ‘প্যারিস আমাদের জন্য কঠিন পরীক্ষা হবে। ফাইনালে ওঠার জন্য আমাদের নিরহংকার হতে হবে। দিতে হবে সবকিছু।’
ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে এই মৌসুমে ডর্টমুন্ডে ফিরেই টারজিচের অধীনে যেন নিজেকে ফিরে পেয়েছেন সানচো। আর টারজিচ খুশি প্রথম লেগে অভিজ্ঞ ডিফেন্ডার ম্যাট হামেলসকে ফিরে পাওয়ায়। এমন আত্মবিশ্বাসী ডর্টমুন্ডের সামনে কেমন হতে পারে লুইস এনরিকের কৌশল? পার্ক দে প্রিন্সেসে নিজের প্রথম মৌসুমেই ফ্রেঞ্চ সুপার কাপ ও লিগ আঁ জিতেছেন স্প্যানিশ কোচ। এবার তাঁর চোখ পিএসজির অধরা স্বপ্নটা পূরণ করতে। লে হাভরের বিপক্ষে ড্র করলেও লিগ নিশ্চিত হওয়ার পর চ্যাম্পিয়নস লিগকে পাখির চোখ করেছেন তিনি, ‘আমরা ইতিমধ্যে চারটি শিরোপার দুটি জিতেছি এবং এখন চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পৌঁছাতে যাচ্ছি। এটাই আমাদের লক্ষ্য। আমি মনে করি, নিঃসন্দেহে দলটি এই মৌসুমে সেরা ফর্মে আছে।’
প্যারিসে এটিই শেষ মৌসুম কিলিয়ান এমবাপ্পের। রিয়াল মাদ্রিদে চলে যাওয়ার আগে প্রথম চ্যাম্পিয়নস লিগ জিতিয়ে পিএসজির শিরোপা-স্বপ্ন পূরণ করতে পারবেন ফরাসি ফরোয়ার্ড? ২০১৯-২০ মৌসুমে প্রথম চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলেও শিরোপা জেতা হয়নি তাঁর। এবার প্যারিসকে প্রতিদান দিতে অপেক্ষায় থাকবেন এমবাপ্পে।
সার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
২৩ মিনিট আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
১ ঘণ্টা আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
২ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু জরুরি কিছু প্রশ্নের উত্তর এখনো নেই। সময়মতো টুর্নামেন্ট হবে কি? হলে কোথায় হবে? এই দুটি প্রশ্নের উত্তর যতক্ষণ না আসছে, ততক্ষণ টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এই টুর্নামেন্ট নিয়ে অনেক চাপে আইসিসি।
২ ঘণ্টা আগে