ক্রীড়া ডেস্ক
গতকাল প্যারিসে অমরত্বের পথে হেঁটেছেন লিওনেল মেসি। ক্যারিয়ারের অষ্টম ব্যালন ডি’অর হেসেছে তাঁর হাতে। অমরত্বের পানে চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে মেসির ব্যালন ডি’অরের ব্যবধানটা এখন তিন। মেসিকে ছোঁয়া এখন রোনালদোর জন্য প্রায় অসম্ভব।
৩৬ বছর পর আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ জেতানো মেসি যে তাঁর অষ্টম ব্যালন ডি’অর জিততে চলেছেন, সেটা ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলো আগেই জানিয়ে দিয়েছিল। বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতার। ম্যানচেস্টার সিটিকে ট্রেবল জেতানো আর্লিং হালান্ডকে পেছনে ফেলে মেসির হাতে ব্যালন ডি’অর অবশ্যই অনেকে পছন্দ করেননি। যেমন স্প্যানিশ পত্রিকা এএসের সাংবাদিক তমাস রনচেরো।
রোনালদোর ঘনিষ্ঠ বলে পরিচিত রনচেরো। মেসির ব্যালন ডি’অর দেখে আর্জেন্টাইন মহাতারকার সমালোচনা করে এএস টেলিভিশনে রনচেরো বলেছেন, ‘বন্ধুরা, আমরা সবাই জানতাম এবারও কী হতে যাচ্ছে। মেসিকে আবারও একটা ব্যালন ডি’অর দেওয়া হবে। মেসি অবসর নেওয়ার জন্য মায়ামিতে গেছে, কিন্তু পিএসজিতে তাঁকে দেখে মনে হয়েছে সে অবসরের প্রস্তুতি আগেই সেরে ফেলেছে। সে বিশ্বকাপ জিতেছে ঠিকই কিন্তু ছয় পেনাল্টিতে।’
‘বিশ্বকাপ শেষ হয়েছে ১০ মাস আগে। আর আমরা এখন নভেম্বর মাসে। আটটি নয়, মেসির পাঁচটি ব্যালন ডি’অর জেতার কথা ছিল। আন্দ্রেস (ইনিয়েস্তা), জাভি ও লেভানডোভস্কি যে কিনা এক মৌসুমে ৬ শিরোপা জিতেছে, তাদের ব্যালন ডি’অরও মেসিকে দেওয়া হয়েছে। হালান্ডও ক্লাবের হয়ে সব জিতেছে।’
ব্যালন ডি’অর অনুষ্ঠানে মেসিকে সম্মান জানিয়ে ইনফিনিটি বা অসীম চিহ্নটাকে দেখানো এইট বা আটের মতো করে। এই ইনফিনিটি নিয়েও মেসিকে খোঁচা মেরেছেন রনচেরো। বলেছেন, মেসি আট সংখ্যাটা পছন্দ করে কারণ বায়ার্ন মিউনিখের কাছে সে আট গোল খেয়েছিল।
রনচেরোর এই বক্তব্য ইনস্টাগ্রামে শেয়ার করে এএস। শেয়ার হওয়ার পরই সেখানে ‘হাহা’ ইমোজি দিয়েছেন পাঁচ ব্যালন ডি’অর জেতা রোনালদো। তাও একটি নয়, চারটি। মেসির ব্যালন ডি’অর সংখ্যা নিয়ে যে কয়জন সমালোচনায় মুখর রোনালদো তাদের একজন। হাহা ইমোজি দিয়ে অবশ্য বেশ সমালোচনার মুখে পড়েছেন পর্তুগিজ মহাতারকা।
গতকাল প্যারিসে অমরত্বের পথে হেঁটেছেন লিওনেল মেসি। ক্যারিয়ারের অষ্টম ব্যালন ডি’অর হেসেছে তাঁর হাতে। অমরত্বের পানে চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে মেসির ব্যালন ডি’অরের ব্যবধানটা এখন তিন। মেসিকে ছোঁয়া এখন রোনালদোর জন্য প্রায় অসম্ভব।
৩৬ বছর পর আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ জেতানো মেসি যে তাঁর অষ্টম ব্যালন ডি’অর জিততে চলেছেন, সেটা ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলো আগেই জানিয়ে দিয়েছিল। বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতার। ম্যানচেস্টার সিটিকে ট্রেবল জেতানো আর্লিং হালান্ডকে পেছনে ফেলে মেসির হাতে ব্যালন ডি’অর অবশ্যই অনেকে পছন্দ করেননি। যেমন স্প্যানিশ পত্রিকা এএসের সাংবাদিক তমাস রনচেরো।
রোনালদোর ঘনিষ্ঠ বলে পরিচিত রনচেরো। মেসির ব্যালন ডি’অর দেখে আর্জেন্টাইন মহাতারকার সমালোচনা করে এএস টেলিভিশনে রনচেরো বলেছেন, ‘বন্ধুরা, আমরা সবাই জানতাম এবারও কী হতে যাচ্ছে। মেসিকে আবারও একটা ব্যালন ডি’অর দেওয়া হবে। মেসি অবসর নেওয়ার জন্য মায়ামিতে গেছে, কিন্তু পিএসজিতে তাঁকে দেখে মনে হয়েছে সে অবসরের প্রস্তুতি আগেই সেরে ফেলেছে। সে বিশ্বকাপ জিতেছে ঠিকই কিন্তু ছয় পেনাল্টিতে।’
‘বিশ্বকাপ শেষ হয়েছে ১০ মাস আগে। আর আমরা এখন নভেম্বর মাসে। আটটি নয়, মেসির পাঁচটি ব্যালন ডি’অর জেতার কথা ছিল। আন্দ্রেস (ইনিয়েস্তা), জাভি ও লেভানডোভস্কি যে কিনা এক মৌসুমে ৬ শিরোপা জিতেছে, তাদের ব্যালন ডি’অরও মেসিকে দেওয়া হয়েছে। হালান্ডও ক্লাবের হয়ে সব জিতেছে।’
ব্যালন ডি’অর অনুষ্ঠানে মেসিকে সম্মান জানিয়ে ইনফিনিটি বা অসীম চিহ্নটাকে দেখানো এইট বা আটের মতো করে। এই ইনফিনিটি নিয়েও মেসিকে খোঁচা মেরেছেন রনচেরো। বলেছেন, মেসি আট সংখ্যাটা পছন্দ করে কারণ বায়ার্ন মিউনিখের কাছে সে আট গোল খেয়েছিল।
রনচেরোর এই বক্তব্য ইনস্টাগ্রামে শেয়ার করে এএস। শেয়ার হওয়ার পরই সেখানে ‘হাহা’ ইমোজি দিয়েছেন পাঁচ ব্যালন ডি’অর জেতা রোনালদো। তাও একটি নয়, চারটি। মেসির ব্যালন ডি’অর সংখ্যা নিয়ে যে কয়জন সমালোচনায় মুখর রোনালদো তাদের একজন। হাহা ইমোজি দিয়ে অবশ্য বেশ সমালোচনার মুখে পড়েছেন পর্তুগিজ মহাতারকা।
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে সবচেয়ে বেশি খেলেছেন সাকিব আল হাসান। বিদেশ লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, তৌহিদ হৃদয়দেরও। এবার এই তালিকায় যুক্ত হচ্ছেন উদীয়মান পেসার তানজিম হাসান সাকিব।
১৫ মিনিট আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু জরুরি কিছু প্রশ্নের উত্তর এখনো নেই। সময়মতো টুর্নামেন্ট হবে কি? হলে কোথায় হবে? এই দুটি প্রশ্নের উত্তর যতক্ষণ না আসছে, ততক্ষণ টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এই টুর্নামেন্ট নিয়ে অনেক চাপে আইসিসি।
৩৬ মিনিট আগেসিনেমা, নাটক-কোনো কিছুরই তো কমতি ছিল না আজ আর্জেন্টিনা-প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। দেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলের রেফারি অ্যান্ডারসন দারাঙ্কোর একের পর এক কাণ্ডে ক্ষুব্ধ আর্জেন্টিনা ফুটবল দল। রেফারির সঙ্গে এক চোট হয়েই গেছে মেসির। এমনকি আঙুল উঁচিয়ে কথাও বলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
১ ঘণ্টা আগেভুলে যাওয়ার মতো একটি দিনই কাটিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। তাও বাজে দিনটা এল ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের সময়ই। তাঁর সুযোগ মিসের মহড়ার দিনে ব্রাজিল পারল না জিততে। হতাশা ঝরেছে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের কণ্ঠে।
২ ঘণ্টা আগে