ক্রীড়া ডেস্ক
মধ্যপ্রাচ্যের দেশে লিওনেল মেসির সেরা সাফল্য এসেছে ২০২২ সালে। কাতারের লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরেন তিনি। গত বছর সৌদি আরবে গিয়ে প্রীতি ম্যাচও জিতে এসেছেন। আর্জেন্টিনার ফরোয়ার্ড তখন খেলেন প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে।
এক বছরের ব্যবধানে অন্য ক্লাবের হয়ে সৌদি আরবে খেলতে গেছেন মেসি। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার এবার খেলেছেন ইন্টার মায়ামির হয়ে। এবার তিনি দেখছেন মুদ্রার উল্টো পিঠ। জিততেই পারছে না মায়ামি। রিয়াদের কিংডম অ্যারেনায় আল হিলালের কাছে ক্লাব প্রীতি ম্যাচে গত ২৯ জানুয়ারি লড়াই করেও হেরে যায় মায়ামি। সেই ম্যাচে মায়ামিকে ৪-৩ গোলে হারিয়েছিল আল হিলাল। এক গোল ও এক অ্যাসিস্ট করেছিলেন মেসি। তিন দিনের ব্যবধানে গত রাতে একই মাঠে ক্লাব প্রীতি ম্যাচে মায়ামির প্রতিপক্ষ ছিল আল নাসর। জয় দূরে থাক, ন্যূনতম প্রতিরোধও গড়তে পারেনি মায়ামি। আল নাসরের কাছে ৬-০ গোলে বিধ্বস্ত হয় মায়ামি।
অন্যদিকে মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো চোটে পড়ে আগেই আল নাসরের দল থেকে বাদ পড়েন। মূল একাদশে না থাকা মেসি ৮৩ মিনিটে নামেন লিওনার্দো কাম্পানার বদলি হিসেবে। তার আগেই (মেসির বদলি হিসেবে নামা) মায়ামি হজম করে ৬ গোল। গ্যালারিতে বসে আল নাসরের এমন দুর্দান্ত জয় উপভোগ করেছেন রোনালদো। বড় ব্যবধানে হারের পর মেসিকে খোঁচা দিয়েছেন সৌদি আরবের বিনোদন বিভাগের চেয়ারম্যান তুর্কি আলালশিখ। এসএসসি টেলিভিশনে আলালশিখ বলেন, ‘মনে হয়েছে যে সে (মেসি) জানত ক্রিস্টিয়ানো রোনালদো চোটে পড়েছে। আল নাসরের কাছে যে তারা হেরে যাবে, এটা বুঝতে পেরেছিল। তাই সে ক্রিস্টিয়ানো রোনালদো ছাড়া আল নাসরের বিপক্ষে হার এড়িয়েছে। মেসির কাছে সৌদি আরব অভিশাপ হয়ে উঠেছে।’
জয় শব্দটি যেন ইন্টার মায়ামির অভিধান থেকে একরকম হারিয়ে গেছে। নিজেদের সর্বশেষ ১২ ম্যাচের ৮টিতেই হেরেছে তাঁরা। বাকি চার ম্যাচে ড্র করেছে। হংকং স্টেডিয়ামে পরশু হংকং একাদশের বিপক্ষে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে মায়ামি।
মধ্যপ্রাচ্যের দেশে লিওনেল মেসির সেরা সাফল্য এসেছে ২০২২ সালে। কাতারের লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরেন তিনি। গত বছর সৌদি আরবে গিয়ে প্রীতি ম্যাচও জিতে এসেছেন। আর্জেন্টিনার ফরোয়ার্ড তখন খেলেন প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে।
এক বছরের ব্যবধানে অন্য ক্লাবের হয়ে সৌদি আরবে খেলতে গেছেন মেসি। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার এবার খেলেছেন ইন্টার মায়ামির হয়ে। এবার তিনি দেখছেন মুদ্রার উল্টো পিঠ। জিততেই পারছে না মায়ামি। রিয়াদের কিংডম অ্যারেনায় আল হিলালের কাছে ক্লাব প্রীতি ম্যাচে গত ২৯ জানুয়ারি লড়াই করেও হেরে যায় মায়ামি। সেই ম্যাচে মায়ামিকে ৪-৩ গোলে হারিয়েছিল আল হিলাল। এক গোল ও এক অ্যাসিস্ট করেছিলেন মেসি। তিন দিনের ব্যবধানে গত রাতে একই মাঠে ক্লাব প্রীতি ম্যাচে মায়ামির প্রতিপক্ষ ছিল আল নাসর। জয় দূরে থাক, ন্যূনতম প্রতিরোধও গড়তে পারেনি মায়ামি। আল নাসরের কাছে ৬-০ গোলে বিধ্বস্ত হয় মায়ামি।
অন্যদিকে মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো চোটে পড়ে আগেই আল নাসরের দল থেকে বাদ পড়েন। মূল একাদশে না থাকা মেসি ৮৩ মিনিটে নামেন লিওনার্দো কাম্পানার বদলি হিসেবে। তার আগেই (মেসির বদলি হিসেবে নামা) মায়ামি হজম করে ৬ গোল। গ্যালারিতে বসে আল নাসরের এমন দুর্দান্ত জয় উপভোগ করেছেন রোনালদো। বড় ব্যবধানে হারের পর মেসিকে খোঁচা দিয়েছেন সৌদি আরবের বিনোদন বিভাগের চেয়ারম্যান তুর্কি আলালশিখ। এসএসসি টেলিভিশনে আলালশিখ বলেন, ‘মনে হয়েছে যে সে (মেসি) জানত ক্রিস্টিয়ানো রোনালদো চোটে পড়েছে। আল নাসরের কাছে যে তারা হেরে যাবে, এটা বুঝতে পেরেছিল। তাই সে ক্রিস্টিয়ানো রোনালদো ছাড়া আল নাসরের বিপক্ষে হার এড়িয়েছে। মেসির কাছে সৌদি আরব অভিশাপ হয়ে উঠেছে।’
জয় শব্দটি যেন ইন্টার মায়ামির অভিধান থেকে একরকম হারিয়ে গেছে। নিজেদের সর্বশেষ ১২ ম্যাচের ৮টিতেই হেরেছে তাঁরা। বাকি চার ম্যাচে ড্র করেছে। হংকং স্টেডিয়ামে পরশু হংকং একাদশের বিপক্ষে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে মায়ামি।
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ক্রিকেটকে পুরোপুরি ছাড়তে পারেননি মোহাম্মদ রফিক। একসময় জাতীয় দলের স্পিন বোলিংয়ের বড় ভরসা ছিলেন তিনি। অবসরের পর এখন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রংপুর রাইডার্সের স্পিন কোচ হিসেবে কাজ করছেন।
৩৭ মিনিট আগেখেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
২ ঘণ্টা আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
৩ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
৪ ঘণ্টা আগে