নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নেপাল, ভারতকে হারিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল আগেই উঠে গিয়েছিল সাফের ফাইনাল। শুধু অপেক্ষা ছিল ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে হয়। শেষ পর্যন্ত বয়সভিত্তিক সাফের শিরোপার লড়াইয়ে ভারতকে পাচ্ছে বাংলাদেশ।
আগেই ফাইনাল নিশ্চিত হওয়ায় বাংলাদেশের কাছে ভুটানের বিপক্ষে আজকের ম্যাচটি ছিল নিয়মরক্ষার। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে একাদশে ৯ পরিবর্তন এনেছিলেন বাংলাদেশ কোচ সাইফুল বারী টিটু। যার মধ্যে গোলরক্ষক স্বর্ণা রানী মণ্ডল ও উমহেলা মার্মা—এই দুই ফুটবলার বাংলাদেশের সর্বশেষ দুই ম্যাচের একাদশে ছিলেন।
বেঞ্চের খেলোয়াড়দের নিয়েই ভুটানের বিপক্ষে প্রথমার্ধে জোড়া গোল করে বাংলাদেশ। যেখানে বক্সের মধ্যে সৃষ্ট জটলা থেকে জোরালো শটে ১৮ মিনিটে গোল করেন নুসরাত জাহান মিতু। এরপর ৩০ মিনিটে বাংলাদেশের দ্বিতীয় গোলেও অবদান রাখেন মিতু। মিতুর কর্নার কিক থেকে হেডে গোল করেন ঐশী খাতুন।
প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয়ার্ধে দ্রুতই গোলের দেখা পায়। ৫৮ মিনিটে গোল করেন তৃষ্ণা রানী। এরপর ৬২ মিনিটে গোলের হালি পূর্ণ করে বাংলাদেশ। নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন ঐশী খাতুন। শেষ পর্যন্ত ভুটানকে ৪-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে অপরাজিত হয়েই ফাইনালে পৌঁছাল বাংলাদেশ।
এর আগে গত ২ ফেব্রুয়ারি কমলাপুরে নেপালকে ৩-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে জোড়া গোল করেন মোসাম্মত সাগরিকা ও একটি গোল করেন মোসাম্মত মুনকি আক্তার। এরপর ৪ ফেব্রুয়ারি ভারতকে ১-০ গোলে হারিয়েই ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। কমলাপুরে সেই ম্যাচে নির্ধারিত সময়ের অতিরিক্ত ২ মিনিটে জয়সূচক গোল করেছিলেন সাগরিকা।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ বিকালে ভারত-নেপাল ম্যাচটি ছিল ‘অলিখিত সেমিফাইনাল’। সেই অলিখিত সেমিফাইনালে নেপালকে ৪-০ গোলে হারিয়েছে ভারতীয় অনূর্ধ্ব-১৯ নারী দল। ৫৪ ও ৮১ মিনিটে জোড়া গোল করেন নেহা। একটি করে গোল করেন সুলঞ্জনা পাল ও সিনডি রেমরুতপুই কোলনি।
নেপাল, ভারতকে হারিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল আগেই উঠে গিয়েছিল সাফের ফাইনাল। শুধু অপেক্ষা ছিল ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে হয়। শেষ পর্যন্ত বয়সভিত্তিক সাফের শিরোপার লড়াইয়ে ভারতকে পাচ্ছে বাংলাদেশ।
আগেই ফাইনাল নিশ্চিত হওয়ায় বাংলাদেশের কাছে ভুটানের বিপক্ষে আজকের ম্যাচটি ছিল নিয়মরক্ষার। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে একাদশে ৯ পরিবর্তন এনেছিলেন বাংলাদেশ কোচ সাইফুল বারী টিটু। যার মধ্যে গোলরক্ষক স্বর্ণা রানী মণ্ডল ও উমহেলা মার্মা—এই দুই ফুটবলার বাংলাদেশের সর্বশেষ দুই ম্যাচের একাদশে ছিলেন।
বেঞ্চের খেলোয়াড়দের নিয়েই ভুটানের বিপক্ষে প্রথমার্ধে জোড়া গোল করে বাংলাদেশ। যেখানে বক্সের মধ্যে সৃষ্ট জটলা থেকে জোরালো শটে ১৮ মিনিটে গোল করেন নুসরাত জাহান মিতু। এরপর ৩০ মিনিটে বাংলাদেশের দ্বিতীয় গোলেও অবদান রাখেন মিতু। মিতুর কর্নার কিক থেকে হেডে গোল করেন ঐশী খাতুন।
প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয়ার্ধে দ্রুতই গোলের দেখা পায়। ৫৮ মিনিটে গোল করেন তৃষ্ণা রানী। এরপর ৬২ মিনিটে গোলের হালি পূর্ণ করে বাংলাদেশ। নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন ঐশী খাতুন। শেষ পর্যন্ত ভুটানকে ৪-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে অপরাজিত হয়েই ফাইনালে পৌঁছাল বাংলাদেশ।
এর আগে গত ২ ফেব্রুয়ারি কমলাপুরে নেপালকে ৩-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে জোড়া গোল করেন মোসাম্মত সাগরিকা ও একটি গোল করেন মোসাম্মত মুনকি আক্তার। এরপর ৪ ফেব্রুয়ারি ভারতকে ১-০ গোলে হারিয়েই ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। কমলাপুরে সেই ম্যাচে নির্ধারিত সময়ের অতিরিক্ত ২ মিনিটে জয়সূচক গোল করেছিলেন সাগরিকা।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ বিকালে ভারত-নেপাল ম্যাচটি ছিল ‘অলিখিত সেমিফাইনাল’। সেই অলিখিত সেমিফাইনালে নেপালকে ৪-০ গোলে হারিয়েছে ভারতীয় অনূর্ধ্ব-১৯ নারী দল। ৫৪ ও ৮১ মিনিটে জোড়া গোল করেন নেহা। একটি করে গোল করেন সুলঞ্জনা পাল ও সিনডি রেমরুতপুই কোলনি।
সার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
১৯ মিনিট আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
১ ঘণ্টা আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
১ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু জরুরি কিছু প্রশ্নের উত্তর এখনো নেই। সময়মতো টুর্নামেন্ট হবে কি? হলে কোথায় হবে? এই দুটি প্রশ্নের উত্তর যতক্ষণ না আসছে, ততক্ষণ টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এই টুর্নামেন্ট নিয়ে অনেক চাপে আইসিসি।
২ ঘণ্টা আগে