ক্রীড়া ডেস্ক
টটেনহাম থেকে বায়ার্ন মিউনিখে হ্যারি কেইন এসেছেন ২০২৩-২৪ মৌসুমে। বায়ার্নে নিয়মিত গোল করা যেন একরকম অভ্যাস বানিয়ে ফেলেছেন তিনি। গড়ে চলেছেন একের পর এক রেকর্ড।
ভোনোভিয়া রুরস্টেডিয়ন স্টেডিয়ামে গত রাতে বুন্দেসলিগার ম্যাচে মুখোমুখি হয় বায়ার্ন মিউনিখ ও ভিএফএল বোচুম। ম্যাচের ৮৭ মিনিটে গোল করেন হ্যারি কেইন। ২০২৩-২৪ বুন্দেসলিগায় এটা তাঁর ২৫ গোল এবং তাতে কেইনের লেগেছে ২২ ম্যাচ। বুন্দেসলিগার ইতিহাসে প্রথম ২৫ গোল করার ইতিহাসে তা দ্রুততম। এর আগে এই রেকর্ড ছিল আর্লিং হালান্ডের। বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে হালান্ডের প্রথম ২৫ গোল করতে লেগেছে ২৫ ম্যাচ।
কেইনের রেকর্ড গড়ার রাতটা অবশ্য দুঃস্বপ্নের। বোচুমের বিপক্ষে ম্যাচটা বায়ার্ন হেরে গেছে ৩-২ গোলে। যেখানে ১৪ মিনিটে জামাল মুসিয়ালার গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল বায়ার্ন। এরপর সেখান থেকে ঘুরে দাঁড়ায় বোচুম। ৩৮ মিনিটে বোচুমকে সমতায় ফেরান দলটির স্ট্রাইকার তাকুমা আসানো। ৪৪ মিনিটে ডিফেন্ডার কেভেন স্লোটারবেগের গোলে এগিয়ে যায় বোচুম। দ্বিতীয়ার্ধে বায়ার্ন ১০ জনের দলে পরিণত হয়। ৭৬ মিনিটে ম্যাচে দ্বিতীয়বারের মতো হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাঁকে। ২ মিনিট পর পেনাল্টি থেকে গোল করে বোচুমকে ৩-১ গোলে এগিয়ে নেন কেভিন স্টগার। ৮৭ মিনিটে কেইনের গোলটা শুধু ব্যবধানই কমাতে পেরেছে।
৩-২ গোলে হারার পর বুন্দেসলিগায় ৫০ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে বায়ার্ন মিউনিখ। ২২ ম্যাচ খেলে ১৬ ম্যাচ জিতেছে, হেরেছে ২ ম্যাচ ও ৪ ম্যাচ ড্র ২২ ম্যাচ খেলে ৫৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বায়ার লেভারকুসেন। সমান সংখ্যক ম্যাচ খেলে ৪৬ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে ভিএফবি স্টুটগার্ড। বুন্দেসলিগায় ১৮ দলের প্রত্যেকেই খেলবে ৩৪টি করে ম্যাচ।
টটেনহাম থেকে বায়ার্ন মিউনিখে হ্যারি কেইন এসেছেন ২০২৩-২৪ মৌসুমে। বায়ার্নে নিয়মিত গোল করা যেন একরকম অভ্যাস বানিয়ে ফেলেছেন তিনি। গড়ে চলেছেন একের পর এক রেকর্ড।
ভোনোভিয়া রুরস্টেডিয়ন স্টেডিয়ামে গত রাতে বুন্দেসলিগার ম্যাচে মুখোমুখি হয় বায়ার্ন মিউনিখ ও ভিএফএল বোচুম। ম্যাচের ৮৭ মিনিটে গোল করেন হ্যারি কেইন। ২০২৩-২৪ বুন্দেসলিগায় এটা তাঁর ২৫ গোল এবং তাতে কেইনের লেগেছে ২২ ম্যাচ। বুন্দেসলিগার ইতিহাসে প্রথম ২৫ গোল করার ইতিহাসে তা দ্রুততম। এর আগে এই রেকর্ড ছিল আর্লিং হালান্ডের। বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে হালান্ডের প্রথম ২৫ গোল করতে লেগেছে ২৫ ম্যাচ।
কেইনের রেকর্ড গড়ার রাতটা অবশ্য দুঃস্বপ্নের। বোচুমের বিপক্ষে ম্যাচটা বায়ার্ন হেরে গেছে ৩-২ গোলে। যেখানে ১৪ মিনিটে জামাল মুসিয়ালার গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল বায়ার্ন। এরপর সেখান থেকে ঘুরে দাঁড়ায় বোচুম। ৩৮ মিনিটে বোচুমকে সমতায় ফেরান দলটির স্ট্রাইকার তাকুমা আসানো। ৪৪ মিনিটে ডিফেন্ডার কেভেন স্লোটারবেগের গোলে এগিয়ে যায় বোচুম। দ্বিতীয়ার্ধে বায়ার্ন ১০ জনের দলে পরিণত হয়। ৭৬ মিনিটে ম্যাচে দ্বিতীয়বারের মতো হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাঁকে। ২ মিনিট পর পেনাল্টি থেকে গোল করে বোচুমকে ৩-১ গোলে এগিয়ে নেন কেভিন স্টগার। ৮৭ মিনিটে কেইনের গোলটা শুধু ব্যবধানই কমাতে পেরেছে।
৩-২ গোলে হারার পর বুন্দেসলিগায় ৫০ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে বায়ার্ন মিউনিখ। ২২ ম্যাচ খেলে ১৬ ম্যাচ জিতেছে, হেরেছে ২ ম্যাচ ও ৪ ম্যাচ ড্র ২২ ম্যাচ খেলে ৫৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বায়ার লেভারকুসেন। সমান সংখ্যক ম্যাচ খেলে ৪৬ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে ভিএফবি স্টুটগার্ড। বুন্দেসলিগায় ১৮ দলের প্রত্যেকেই খেলবে ৩৪টি করে ম্যাচ।
সার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
১১ মিনিট আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
৪২ মিনিট আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
১ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু জরুরি কিছু প্রশ্নের উত্তর এখনো নেই। সময়মতো টুর্নামেন্ট হবে কি? হলে কোথায় হবে? এই দুটি প্রশ্নের উত্তর যতক্ষণ না আসছে, ততক্ষণ টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এই টুর্নামেন্ট নিয়ে অনেক চাপে আইসিসি।
২ ঘণ্টা আগে