ক্রীড়া ডেস্ক
কদিন আগে সদ্যোজাত যমজ সন্তানের একজনকে হারিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সন্তান হারানোর যন্ত্রণায় বিধ্বস্ত রোনালদো পরদিন লিভারপুল ম্যাচে স্বাভাবিকভাবেই ছিলেন দলের বাইরে। তবে রোনালদোকে সেদিন ভিন্নভাবে অ্যানফিল্ডে স্মরণ করেছিলেন লিভারপুল সমর্থকেরা। যার পরিপ্রেক্ষিতে প্রতিপক্ষ সমর্থকদের ধন্যবাদ জানিয়ে পাল্টা বার্তা পাঠিয়েছেন রোনালদোও।
সন্তান হারানো রোনালদোকে সান্ত্বনা দিতে সেদিন অ্যানফিল্ডে একীভূত হয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের সমর্থকেরা। ম্যাচের ৭ মিনিটে খেলা চলার সময়ই গোটা অ্যানফিল্ড সব ভেদাভেদ ভুলে গেয়ে ওঠে লিভারপুলের ট্রেডমার্ক সংগীত ‘ইউ উইল নেভার ওয়াক অ্যালোন’।
লিভারপুল সমর্থকদের এই আয়োজন প্রশংসিত হয়েছে সবার কাছে। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো নিজেও ধন্যবাদ জানিয়েছেন ‘অল রেড’ সমর্থকদের। রোনালদো লিখেন, ‘এক বিশ্ব, এক খেলা, একটাই বৈশ্বিক পরিবার। ধন্যবাদ অ্যানফিল্ড। আমি এবং আমার পরিবার সম্মান ও সহমর্মিতার এই মুহূর্তটা কখনোই ভুলব না।’
ম্যাচের ৭ম মিনিটে ঘটা হৃদয়স্পর্শী এই ঘটনাটি নিয়ে লিভারপুল বস ইয়ুর্গেন ক্লপ বলেছিলেন, ‘এটাই ম্যাচের মুহূর্ত। আমরা সবাই তার কষ্ট অনুভব করছি।’
এর আগে সন্তান হারানো খবর জানিয়ে রোনালদো লিখেছিলেন, ‘খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের সদ্যোজাত পুত্র সন্তান মারা গেছে। যেকোনো বাবা-মায়ের জন্য এটা সবচেয়ে বড় কষ্টের। আমাদের সদ্যোজাত কন্যা সন্তানই আশা ও আনন্দ দিচ্ছে এই সময়টা পার করার।’
কদিন আগে সদ্যোজাত যমজ সন্তানের একজনকে হারিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সন্তান হারানোর যন্ত্রণায় বিধ্বস্ত রোনালদো পরদিন লিভারপুল ম্যাচে স্বাভাবিকভাবেই ছিলেন দলের বাইরে। তবে রোনালদোকে সেদিন ভিন্নভাবে অ্যানফিল্ডে স্মরণ করেছিলেন লিভারপুল সমর্থকেরা। যার পরিপ্রেক্ষিতে প্রতিপক্ষ সমর্থকদের ধন্যবাদ জানিয়ে পাল্টা বার্তা পাঠিয়েছেন রোনালদোও।
সন্তান হারানো রোনালদোকে সান্ত্বনা দিতে সেদিন অ্যানফিল্ডে একীভূত হয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের সমর্থকেরা। ম্যাচের ৭ মিনিটে খেলা চলার সময়ই গোটা অ্যানফিল্ড সব ভেদাভেদ ভুলে গেয়ে ওঠে লিভারপুলের ট্রেডমার্ক সংগীত ‘ইউ উইল নেভার ওয়াক অ্যালোন’।
লিভারপুল সমর্থকদের এই আয়োজন প্রশংসিত হয়েছে সবার কাছে। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো নিজেও ধন্যবাদ জানিয়েছেন ‘অল রেড’ সমর্থকদের। রোনালদো লিখেন, ‘এক বিশ্ব, এক খেলা, একটাই বৈশ্বিক পরিবার। ধন্যবাদ অ্যানফিল্ড। আমি এবং আমার পরিবার সম্মান ও সহমর্মিতার এই মুহূর্তটা কখনোই ভুলব না।’
ম্যাচের ৭ম মিনিটে ঘটা হৃদয়স্পর্শী এই ঘটনাটি নিয়ে লিভারপুল বস ইয়ুর্গেন ক্লপ বলেছিলেন, ‘এটাই ম্যাচের মুহূর্ত। আমরা সবাই তার কষ্ট অনুভব করছি।’
এর আগে সন্তান হারানো খবর জানিয়ে রোনালদো লিখেছিলেন, ‘খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের সদ্যোজাত পুত্র সন্তান মারা গেছে। যেকোনো বাবা-মায়ের জন্য এটা সবচেয়ে বড় কষ্টের। আমাদের সদ্যোজাত কন্যা সন্তানই আশা ও আনন্দ দিচ্ছে এই সময়টা পার করার।’
ফিফার প্রথম প্রীতি ম্যাচ মালদ্বীপের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। আজ সন্ধ্যায় বসুন্ধরা কিংস অ্যারেনায় ফিরতি দেখা হচ্ছে দল দুটির। জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ। দলের মাঝমাঠের তারকা সোহেল রানার কণ্ঠে জয়েরই সুর, ‘প্রথম ম্যাচটা আমরা ভালো খেলেও জিততে পারিনি। অনেকগুলো আক্রমণ করেছি, কিন্তু গোল পাইনি। এই ম্য
২৬ মিনিট আগেনভেম্বর চলে যাচ্ছে। কিন্তু রাজশাহীর অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে টুর্নামেন্ট আয়োজনের কোনো প্রস্তুতি নেই। বিদেশি খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা নাকি ছিল বড় চ্যালেঞ্জ। এখন টেনিস কমপ্লেক্সের দায়িত্বে থাকা আহ্বায়ক কমিটির লক্ষ্য শুধু নির্বাচন আয়োজন। টুর্নামেন্ট আয়োজনের মতো ‘বড়’ সিদ্ধান্ত তা
১ ঘণ্টা আগেকথায় আছে, শেষ ভালো যার, সব ভালো তার। কিন্তু হাভিয়ের কাবরেরার ভাগ্যে সেই ভালো কিছু জুটবে কি না, কে জানে। আজ এ বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। যেটা একদিক থেকে কোচ কাবরেরারও শেষ। কারণ, এই ম্যাচের হারজিতের ওপর নির্ভর করছে তাঁর থাকা না থাকা।
১ ঘণ্টা আগেকদিন আগে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচের একটি দৃশ্য ভাইরাল হয়েছে। কক্সবাজারে খুলনার অফ স্পিনার শেখ মেহেদী হাসানের হাত ফসকে যাওয়া একটা বল পিচের অনেক বাইরে ক্যাচের মতো হাওয়ায় ভাসল। সেই বল তাড়া করে মারতে গিয়ে ক্যাচ তুলে আউট হলেন সিলেটের আসাদ উল্লাহ গালিব।
১ ঘণ্টা আগে