ক্রীড়া ডেস্ক
অনেকের মতে, টাকায় নাকি সবকিছু করা যায়। কিন্তু চেলসি এবারের দলবদলে বিশাল অঙ্কের অর্থ খরচ করেও নিজেদের ভাগ্যের পরিবর্তন আনতে পারছে না। গতকাল চ্যাম্পিয়নস লিগ শুরু করেছে দলটি হার দিয়ে। গ্রুপের প্রথম ম্যাচে দিনামো জাগরেবের কাছে ১-০ গোলে হেরেছে দলটি। ম্যাচ শেষে কোচ টমাস টুখেল এতটাই হতাশ যে তিনি জানিয়েছেন, চেলসিতে সবকিছু অনুপস্থিত।
ইংলিশ প্রিমিয়ার লিগে এবার সবচেয়ে বেশি টাকা খরচ করেছে চেলসি। এবারের দলবদলে ক্লাবটি ২৭২ মিলিয়ন পাউন্ড খরচ করেছে। কিন্তু দলের সাফল্যে এখন পর্যন্ত এর কোনো ছিটেফোঁটাও নেই। দলটি যেন ইপিএলের বাজে পারফরম্যান্স ধরে রেখেছে চ্যাম্পিয়নস লিগেও। লিগের পাঁচ ম্যাচে জয়-পরাজয় সমান ২ আর অন্য ম্যাচটি ড্র করেছে। ইউরোপীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে গতকাল অন্য বড় দলগুলো জয় পেলেও তারা হার দিয়ে শুরু করেছে টুর্নামেন্টটি। গতকাল ক্রোয়েশিয়ান ক্লাব দিনামো জাগরেবের বিপক্ষে ১-০ গোলে হেরেছে ইংলিশ ক্লাবটি। প্রতিপক্ষের দেওয়া ১৩ মিনিটের গোলটি অনেক সময় পেয়েও শোধ করতে পারেননি অঢেল অর্থ দিয়ে আনা রাহিম স্টার্লিং-অবামেয়াংরা।
দলের এমন পারফরম্যান্সে হতাশা প্রকাশ করেছেন কোচ টুখেল। কিছুদিন আগে লিগের ম্যাচ হেরে জানিয়েছিলেন, চেলসিকে সহজে হারানো যায়। এবার তিনি বলেছেন, ‘এই মুহূর্তে চেলসিতে সবকিছু অনুপস্থিত। বিশ্লেষণ করার অনেক কিছু আছে। আমিও এর অংশ। যেখানে থাকতে পারি বা থাকার প্রয়োজন, আমরা পরিষ্কারভাবে সেখানে নেই। এর সমাধান আমাদের খুঁজে বের করতে হবে।’
অথচ গতকালের ম্যাচটি ছিল টুখেলের জন্য স্মরণীয় এক ম্যাচ। এদিন তিনি চেলসির ডাগআউটে কোচ হিসেবে শততম ম্যাচ পূর্ণ করেছেন। এমন ম্যাচে শিষ্যরা পারলেন না গুরুকে জয় উপহার দিতে।
অনেকের মতে, টাকায় নাকি সবকিছু করা যায়। কিন্তু চেলসি এবারের দলবদলে বিশাল অঙ্কের অর্থ খরচ করেও নিজেদের ভাগ্যের পরিবর্তন আনতে পারছে না। গতকাল চ্যাম্পিয়নস লিগ শুরু করেছে দলটি হার দিয়ে। গ্রুপের প্রথম ম্যাচে দিনামো জাগরেবের কাছে ১-০ গোলে হেরেছে দলটি। ম্যাচ শেষে কোচ টমাস টুখেল এতটাই হতাশ যে তিনি জানিয়েছেন, চেলসিতে সবকিছু অনুপস্থিত।
ইংলিশ প্রিমিয়ার লিগে এবার সবচেয়ে বেশি টাকা খরচ করেছে চেলসি। এবারের দলবদলে ক্লাবটি ২৭২ মিলিয়ন পাউন্ড খরচ করেছে। কিন্তু দলের সাফল্যে এখন পর্যন্ত এর কোনো ছিটেফোঁটাও নেই। দলটি যেন ইপিএলের বাজে পারফরম্যান্স ধরে রেখেছে চ্যাম্পিয়নস লিগেও। লিগের পাঁচ ম্যাচে জয়-পরাজয় সমান ২ আর অন্য ম্যাচটি ড্র করেছে। ইউরোপীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে গতকাল অন্য বড় দলগুলো জয় পেলেও তারা হার দিয়ে শুরু করেছে টুর্নামেন্টটি। গতকাল ক্রোয়েশিয়ান ক্লাব দিনামো জাগরেবের বিপক্ষে ১-০ গোলে হেরেছে ইংলিশ ক্লাবটি। প্রতিপক্ষের দেওয়া ১৩ মিনিটের গোলটি অনেক সময় পেয়েও শোধ করতে পারেননি অঢেল অর্থ দিয়ে আনা রাহিম স্টার্লিং-অবামেয়াংরা।
দলের এমন পারফরম্যান্সে হতাশা প্রকাশ করেছেন কোচ টুখেল। কিছুদিন আগে লিগের ম্যাচ হেরে জানিয়েছিলেন, চেলসিকে সহজে হারানো যায়। এবার তিনি বলেছেন, ‘এই মুহূর্তে চেলসিতে সবকিছু অনুপস্থিত। বিশ্লেষণ করার অনেক কিছু আছে। আমিও এর অংশ। যেখানে থাকতে পারি বা থাকার প্রয়োজন, আমরা পরিষ্কারভাবে সেখানে নেই। এর সমাধান আমাদের খুঁজে বের করতে হবে।’
অথচ গতকালের ম্যাচটি ছিল টুখেলের জন্য স্মরণীয় এক ম্যাচ। এদিন তিনি চেলসির ডাগআউটে কোচ হিসেবে শততম ম্যাচ পূর্ণ করেছেন। এমন ম্যাচে শিষ্যরা পারলেন না গুরুকে জয় উপহার দিতে।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
৩ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
৩ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
৪ ঘণ্টা আগে