ক্রীড়া ডেস্ক
ঢাকা: কোচ কেনার ব্যাপারে বায়ার্ন মিউনিখ একটু যেন ‘কৃপণ’ই! পকেট থেকে টাকা যেন খসাতেই চান না জার্মান ক্লাবের কর্মকর্তারা। এবার তাঁরা কথাটা মিথ্যেই প্রমাণ করেছেন! দলের প্রধান কোচ হিসেবে জুলিয়ান নাগলসম্যানকে আনতে রেকর্ড ২৫ মিলিয়ন ইউরো, বাংলাদেশি মুদ্রায় ২৫৬ কোটি টাকা খরচ করেছে বায়ার্ন। বুন্দেস লিগার ইতিহাসে এত টাকায় আগে কখনো কোচ নেয়নি জার্মান জায়ান্টরা।
দুই বছর আগে নাগলসম্যানকে হফেনহাম থেকে ৫ মিলিয়ন ইউরো (বাংলাদেশি ৫১ কোটি) কেনে লাইপজিগ। এ জাদুকরের ছোঁয়ায় যেন বদলাতে শুরু করে লাইপজিগ। তাঁর অধীনে গত বছর চ্যাম্পিয়নস লিগে শেষ চারে খেলেছে লাইপজিগ। এবার লাইপজিগের চেয়েও পাঁচ গুণ বেশি অর্থ খরচ করে দলে নেয় বায়ার্ন। বুন্দেসলিগার ইতিহাসে কোচ কেনার রেকর্ডে যা সর্বোচ্চ।
নাগলসম্যানের অধীনে নতুন মৌসুম শুরুর আগে বেশ উচ্ছ্বসিত বায়ার্ন কর্মকর্তারা। ক্লাব সভাপতি হার্বার্ট হেইনার বলেছেন, ‘নতুন প্রজন্মের জন্য ভালো একজন প্রশিক্ষক হবেন নাগলসম্যান।’ আর বায়ার্নের প্রধান নির্বাহী অলিভার কান বলেছেন, ‘তার অধীনে বায়ার্নের ভবিষ্যৎ ফুটবলে নাগলসম্যান খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
ক্লাবটির ক্রীড়া পরিচালক হাসান সালিহামিদজিক বলেছেন, ‘ওর সঙ্গে কথা বলে বুঝলাম তিনি খুব গঠনমূলক পদ্ধতিতে কাজ করেন। আশা করি তার অধীনে আমরা সফল হব।’
নতুন দলের কোচ হতে পেরে খুশি নাগলসম্যান নিজেও। ক্লাব কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেছেন, ‘একা কখনো সফল হওয়া যায় না। দল ছাড়া একজন কোচের কোনো মূল্য নেই। মিউনিখে ভালো খেলোয়াড়, কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হতে পেরে নিজেকে খুব ভাগ্যবান মনে করছি। আশা করি বায়ার্ন মিউনিখের জন্য ভালো কিছু করতে পারব।’
ঢাকা: কোচ কেনার ব্যাপারে বায়ার্ন মিউনিখ একটু যেন ‘কৃপণ’ই! পকেট থেকে টাকা যেন খসাতেই চান না জার্মান ক্লাবের কর্মকর্তারা। এবার তাঁরা কথাটা মিথ্যেই প্রমাণ করেছেন! দলের প্রধান কোচ হিসেবে জুলিয়ান নাগলসম্যানকে আনতে রেকর্ড ২৫ মিলিয়ন ইউরো, বাংলাদেশি মুদ্রায় ২৫৬ কোটি টাকা খরচ করেছে বায়ার্ন। বুন্দেস লিগার ইতিহাসে এত টাকায় আগে কখনো কোচ নেয়নি জার্মান জায়ান্টরা।
দুই বছর আগে নাগলসম্যানকে হফেনহাম থেকে ৫ মিলিয়ন ইউরো (বাংলাদেশি ৫১ কোটি) কেনে লাইপজিগ। এ জাদুকরের ছোঁয়ায় যেন বদলাতে শুরু করে লাইপজিগ। তাঁর অধীনে গত বছর চ্যাম্পিয়নস লিগে শেষ চারে খেলেছে লাইপজিগ। এবার লাইপজিগের চেয়েও পাঁচ গুণ বেশি অর্থ খরচ করে দলে নেয় বায়ার্ন। বুন্দেসলিগার ইতিহাসে কোচ কেনার রেকর্ডে যা সর্বোচ্চ।
নাগলসম্যানের অধীনে নতুন মৌসুম শুরুর আগে বেশ উচ্ছ্বসিত বায়ার্ন কর্মকর্তারা। ক্লাব সভাপতি হার্বার্ট হেইনার বলেছেন, ‘নতুন প্রজন্মের জন্য ভালো একজন প্রশিক্ষক হবেন নাগলসম্যান।’ আর বায়ার্নের প্রধান নির্বাহী অলিভার কান বলেছেন, ‘তার অধীনে বায়ার্নের ভবিষ্যৎ ফুটবলে নাগলসম্যান খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
ক্লাবটির ক্রীড়া পরিচালক হাসান সালিহামিদজিক বলেছেন, ‘ওর সঙ্গে কথা বলে বুঝলাম তিনি খুব গঠনমূলক পদ্ধতিতে কাজ করেন। আশা করি তার অধীনে আমরা সফল হব।’
নতুন দলের কোচ হতে পেরে খুশি নাগলসম্যান নিজেও। ক্লাব কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেছেন, ‘একা কখনো সফল হওয়া যায় না। দল ছাড়া একজন কোচের কোনো মূল্য নেই। মিউনিখে ভালো খেলোয়াড়, কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হতে পেরে নিজেকে খুব ভাগ্যবান মনে করছি। আশা করি বায়ার্ন মিউনিখের জন্য ভালো কিছু করতে পারব।’
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ক্রিকেটকে পুরোপুরি ছাড়তে পারেননি মোহাম্মদ রফিক। একসময় জাতীয় দলের স্পিন বোলিংয়ের বড় ভরসা ছিলেন তিনি। অবসরের পর এখন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রংপুর রাইডার্সের স্পিন কোচ হিসেবে কাজ করছেন।
৩২ মিনিট আগেখেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
১ ঘণ্টা আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
৩ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
৪ ঘণ্টা আগে