ক্রীড়া ডেস্ক
রেকর্ড গড়া যেন এক অভ্যাসে পরিণত করেছেন আর্লিং হালান্ড। মাঠে তো একের পর এক রেকর্ড তিনি গড়ছেনই। এবার মাঠের বাইরেও এক রেকর্ডে নাম লেখালেন হালান্ড। এই মুহূর্তে সবচেয়ে দামী ফুটবলার হলেন নরওয়েজীয় এই ফুটবলার।
বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারদের তালিকা হালনাগাদ করেছে ট্রান্সফারমার্কেট। সে অনুযায়ী শীর্ষস্থানে থাকা হালান্ডের দাম ১৭ কোটি ইউরো (বাংলাদেশি ১৭০০ কোটি টাকা)। হালান্ডের পরে এই তালিকায় আছেন কিলিয়ান এমবাপ্পে। এমবাপ্পের দাম ১৬০০ কোটি টাকা। তিন, চার এবং পাঁচ নম্বরে আছেন ভিনিসিউস জুনিয়র, ফিল ফোডেন এবং জুড বেলিংহাম। ভিনিসিউসের দাম ১২০০ কোটি, ফোডেনের দাম ১১০০ কোটি এবং বেলিংহামের দাম ৯০০ কোটি টাকা।
বরুশিয়া ডর্টমুন্ড থেকে এই মৌসুমে ম্যানচেস্টার সিটিতে আসেন হালান্ড। সিটিতে এসে সব প্রতিযোগিতা মিলে ১৬ ম্যাচে করেছেন ২২ গোল। ইংলিশ প্রিমিয়ার লিগে করেছেন ১৭ গোল এবং চ্যাম্পিয়নস লিগে করেছেন ৫ গোল।
সবচেয়ে দামি ১০ ফুটবলার (বাংলাদেশি টাকায়)
আর্লিং হালান্ড (১৭০০ কোটি)
কিলিয়ান এমবাপ্পে (১৬০০ কোটি)
ভিনিসিউস জুনিয়র (১২০০ কোটি)
ফিল ফোডেন (১১০০ কোটি)
জুড বেলিংহাম (৯০০ কোটি)
পেদ্রি (৯০০ কোটি)
হ্যারি কেন (৯০০ কোটি)
দুসান ভ্লাহোভিচ (৮৫০ কোটি)
জামাল মুসিয়ালা (৮০০ কোটি)
রেকর্ড গড়া যেন এক অভ্যাসে পরিণত করেছেন আর্লিং হালান্ড। মাঠে তো একের পর এক রেকর্ড তিনি গড়ছেনই। এবার মাঠের বাইরেও এক রেকর্ডে নাম লেখালেন হালান্ড। এই মুহূর্তে সবচেয়ে দামী ফুটবলার হলেন নরওয়েজীয় এই ফুটবলার।
বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারদের তালিকা হালনাগাদ করেছে ট্রান্সফারমার্কেট। সে অনুযায়ী শীর্ষস্থানে থাকা হালান্ডের দাম ১৭ কোটি ইউরো (বাংলাদেশি ১৭০০ কোটি টাকা)। হালান্ডের পরে এই তালিকায় আছেন কিলিয়ান এমবাপ্পে। এমবাপ্পের দাম ১৬০০ কোটি টাকা। তিন, চার এবং পাঁচ নম্বরে আছেন ভিনিসিউস জুনিয়র, ফিল ফোডেন এবং জুড বেলিংহাম। ভিনিসিউসের দাম ১২০০ কোটি, ফোডেনের দাম ১১০০ কোটি এবং বেলিংহামের দাম ৯০০ কোটি টাকা।
বরুশিয়া ডর্টমুন্ড থেকে এই মৌসুমে ম্যানচেস্টার সিটিতে আসেন হালান্ড। সিটিতে এসে সব প্রতিযোগিতা মিলে ১৬ ম্যাচে করেছেন ২২ গোল। ইংলিশ প্রিমিয়ার লিগে করেছেন ১৭ গোল এবং চ্যাম্পিয়নস লিগে করেছেন ৫ গোল।
সবচেয়ে দামি ১০ ফুটবলার (বাংলাদেশি টাকায়)
আর্লিং হালান্ড (১৭০০ কোটি)
কিলিয়ান এমবাপ্পে (১৬০০ কোটি)
ভিনিসিউস জুনিয়র (১২০০ কোটি)
ফিল ফোডেন (১১০০ কোটি)
জুড বেলিংহাম (৯০০ কোটি)
পেদ্রি (৯০০ কোটি)
হ্যারি কেন (৯০০ কোটি)
দুসান ভ্লাহোভিচ (৮৫০ কোটি)
জামাল মুসিয়ালা (৮০০ কোটি)
দ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
১০ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ক্রিকেটকে পুরোপুরি ছাড়তে পারেননি মোহাম্মদ রফিক। একসময় জাতীয় দলের স্পিন বোলিংয়ের বড় ভরসা ছিলেন তিনি। অবসরের পর এখন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রংপুর রাইডার্সের স্পিন কোচ হিসেবে কাজ করছেন।
৪ ঘণ্টা আগেখেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
৫ ঘণ্টা আগে