ক্রীড়া ডেস্ক
এবারের মৌসুমের শুরু থেকে ছন্দহীন লিভারপুল ও চেলসি। সেই চিত্র পাওয়া গেছে অ্যানফিল্ডেও। ৯০ মিনিট লড়াই করেও কোনো দল গোল করতে পারেনি।
দলবদলে একের পর এক ফুটবলার ভিড়িয়েও দল হয়ে উঠতে পারছে না চেলসি। টানা তিন ম্যাচ হারের পর ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জয় পাওয়ার পর আজ ড্র করল। অন্যদিকে টানা তিন ম্যাচ জয়হীন রইল স্বাগতিকেরা। শেষ দুই ম্যাচে হেরে যাওয়া দলটি নিজেদের মাঠের সুবিধাটা নিতে পারল না।
নিজেদের শক্তি আর সামর্থ্যের জন্যই লিভারপুল-চেলসি ম্যাচের প্রতি দর্শকদের আগ্রহ বেশ ভালোই ছিল। সে আশার পারদও চূড়ায় উঠে গিয়েছিল ম্যাচের চার মিনিটেই চেলসির হয়ে কাই হাভার্টজের গোলে। কিন্তু অফসাইডের ফাঁদে গোলটি বাদ পড়ায় ম্যাচ স্বাভাবিক পথেই গড়ায়। প্রথমার্ধে তাই দুই দলই চেষ্টা করেছে গোল করার। তবে সে আশা পূরণ হয়নি কারওরই।
দ্বিতীয়ার্ধে চেলসির হয়ে অভিষেক হয় নতুন আসা মিখাইলো মুদ্রিকের। মাঠে নেমেই বেশ কিছু সুযোগও তৈরি করেছিলেন এই ইউক্রেনীয় নেইমার। কিন্তু সতীর্থদের মিসের মহড়ায় গোলের দেখা পায়নি চেলসি।
লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ড থেকে জয় না পেলেও আবারো যে পরাজয়ের দেখা পায়নি এতেই সন্তুষ্ট বলে জানিয়েছেন ম্যাসন মাউন্ট। চেলসির এই ফরোয়ার্ড বলেছেন, ‘এখানে (অ্যানফিল্ডে) পরিস্থিতি কঠিন হবে আমরা জানতাম। সব মিলিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতেই ছিল। অনেক সুযোগ তৈরি করেছি আমরা।’
চোটের কারণে একাদশের বেশ কিছু ফুটবলার দলের বাইরে থাকায় দলের অবস্থা ভালো নয় লিভারপুলের। এমন কঠিন সময়ে চেলসির মতো দলের বিপক্ষে ড্রও যে ভালো ফল জানিয়েছেন জেমস মিলনার। লিভারপুল অধিনায়ক বলেছেন, ‘আমরা খুব ভালো খেলিনি যে ম্যাচ জিতব। তবে ভালো লক্ষণ যে আমরা দল হিসেবে খেলতে পেরেছি।’
অ্যানফিল্ডে কোনো দল জয় না পেলেও ব্যক্তিগত মাইলফলক অর্জন করেছেন ইয়ুর্গেন ক্লপ ও সেজার আজপিলিকুয়েতা। আজকের ম্যাচ দিয়ে কোচিং ক্যারিয়ারে ১ হাজার বার ডাগ আউটে দাঁড়িয়েছেন লিভারপুলের কোচ ক্লপ। অন্যদিকে চেলসির জার্সিতে ৫০০ তম ম্যাচ খেলেছেন ডিফেন্ডার আজপিলিকুয়েতা।
এবারের মৌসুমের শুরু থেকে ছন্দহীন লিভারপুল ও চেলসি। সেই চিত্র পাওয়া গেছে অ্যানফিল্ডেও। ৯০ মিনিট লড়াই করেও কোনো দল গোল করতে পারেনি।
দলবদলে একের পর এক ফুটবলার ভিড়িয়েও দল হয়ে উঠতে পারছে না চেলসি। টানা তিন ম্যাচ হারের পর ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জয় পাওয়ার পর আজ ড্র করল। অন্যদিকে টানা তিন ম্যাচ জয়হীন রইল স্বাগতিকেরা। শেষ দুই ম্যাচে হেরে যাওয়া দলটি নিজেদের মাঠের সুবিধাটা নিতে পারল না।
নিজেদের শক্তি আর সামর্থ্যের জন্যই লিভারপুল-চেলসি ম্যাচের প্রতি দর্শকদের আগ্রহ বেশ ভালোই ছিল। সে আশার পারদও চূড়ায় উঠে গিয়েছিল ম্যাচের চার মিনিটেই চেলসির হয়ে কাই হাভার্টজের গোলে। কিন্তু অফসাইডের ফাঁদে গোলটি বাদ পড়ায় ম্যাচ স্বাভাবিক পথেই গড়ায়। প্রথমার্ধে তাই দুই দলই চেষ্টা করেছে গোল করার। তবে সে আশা পূরণ হয়নি কারওরই।
দ্বিতীয়ার্ধে চেলসির হয়ে অভিষেক হয় নতুন আসা মিখাইলো মুদ্রিকের। মাঠে নেমেই বেশ কিছু সুযোগও তৈরি করেছিলেন এই ইউক্রেনীয় নেইমার। কিন্তু সতীর্থদের মিসের মহড়ায় গোলের দেখা পায়নি চেলসি।
লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ড থেকে জয় না পেলেও আবারো যে পরাজয়ের দেখা পায়নি এতেই সন্তুষ্ট বলে জানিয়েছেন ম্যাসন মাউন্ট। চেলসির এই ফরোয়ার্ড বলেছেন, ‘এখানে (অ্যানফিল্ডে) পরিস্থিতি কঠিন হবে আমরা জানতাম। সব মিলিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতেই ছিল। অনেক সুযোগ তৈরি করেছি আমরা।’
চোটের কারণে একাদশের বেশ কিছু ফুটবলার দলের বাইরে থাকায় দলের অবস্থা ভালো নয় লিভারপুলের। এমন কঠিন সময়ে চেলসির মতো দলের বিপক্ষে ড্রও যে ভালো ফল জানিয়েছেন জেমস মিলনার। লিভারপুল অধিনায়ক বলেছেন, ‘আমরা খুব ভালো খেলিনি যে ম্যাচ জিতব। তবে ভালো লক্ষণ যে আমরা দল হিসেবে খেলতে পেরেছি।’
অ্যানফিল্ডে কোনো দল জয় না পেলেও ব্যক্তিগত মাইলফলক অর্জন করেছেন ইয়ুর্গেন ক্লপ ও সেজার আজপিলিকুয়েতা। আজকের ম্যাচ দিয়ে কোচিং ক্যারিয়ারে ১ হাজার বার ডাগ আউটে দাঁড়িয়েছেন লিভারপুলের কোচ ক্লপ। অন্যদিকে চেলসির জার্সিতে ৫০০ তম ম্যাচ খেলেছেন ডিফেন্ডার আজপিলিকুয়েতা।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
৩৪ মিনিট আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
১ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
২ ঘণ্টা আগে