ক্রীড়া ডেস্ক
বিবিসিতে কয়েক মাস আগে রাজনৈতিক বক্তব্য দেওয়ায় সাময়িক বহিষ্কার হয়েছিলেন গ্যারি লিনেকার। লিনেকারকে পুরোনো এই ঘটনা যেন আবার মনে করালেন গ্রায়েম সুনেস। ফুটবল এই বিশেষজ্ঞকে আরও সতর্ক হয়ে কথা বলার পরামর্শ দিলেন সুনেস।
গত পরশু ‘আপ ফ্রন্ট উইথ সাইমন জর্ডান’ ইউটিউব চ্যানেলের পডকাস্ট অনুষ্ঠানে যোগ দেন সুনেস। লিনেকার প্রসঙ্গে লিভারপুলের সাবেক এই ফুটবলার বলেন, ‘আমি হলে বের হয়ে যেতাম না। জনগণের উদ্দেশে এমন মন্তব্য গ্যারি লিনেকার প্রথমবার করেননি। আমি মনে করি না যে তিনি যা করেছেন, তা বলা উচিত ছিল। কারণ আপনি যখন বিবিসির বেতন নেবেন, রাজনৈতিক কথাবার্তা বলার ব্যাপারে আরও সতর্ক হতে হবে। বিবিসিতে বাক্স্বাধীনতা কোনো কাজে দেয় না। আমার মতে, আপনাকে আরও সতর্ক হতে হবে।’
এ বছরের মার্চে শরণার্থীদের নৌকায় করে স্থানান্তর করতে নিষেধ করে যুক্তরাজ্যের স্বরাষ্ট্রসচিব সুয়েলা ব্রেভারম্যান একটি ভিডিও পোস্ট করেছিলেন গত মঙ্গলবার। লিনেকার এটাকে ‘ভয়ংকর’ বলে দাবি করে তাঁর টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন। এভাবেই আলোচনায় এসেছিলেন তিনি। যার পরিপ্রেক্ষিতে বিবিসি থেকে সাময়িক বহিষ্কার হতে হয়েছে ইংল্যান্ডের কিংবদন্তি এই ফুটবলারকে। কয়েক দিন পরই আবার লিনেকারকে ‘ম্যাচ অব দ্য ডে’ অনুষ্ঠানে ফিরিয়ে আনা হয়।
এর আগেও বিবিসির ভুল নিয়ে মজা করেছিলেন লিনেকার। চলতি বছরের জানুয়ারিতে এফএ কাপের তৃতীয় রাউন্ডের রিপ্লে ম্যাচে মুখোমুখি হয়েছিল উলভারহ্যাম্পটন-লিভারপুল। তার আগে প্রি-ম্যাচ শোতে আলাপ-আলোচনা করছিলেন লিনেকার ও অ্যালান শিয়ারার। তখনই শোনা যায় পর্নোগ্রাফিক শব্দ। লিনেকার এমন ঘটনাকে মজা করে ‘নাশকতা’ বলেছিলেন। ইংলিশ এই কিংবদন্তি তখন টুইট করেছিলেন, ‘আমরা এই টেপটা পেয়েছি মোবাইল সেটের পেছনে। ‘নাশকতা’ বেশ মজাই লেগেছে।’
বিবিসিতে কয়েক মাস আগে রাজনৈতিক বক্তব্য দেওয়ায় সাময়িক বহিষ্কার হয়েছিলেন গ্যারি লিনেকার। লিনেকারকে পুরোনো এই ঘটনা যেন আবার মনে করালেন গ্রায়েম সুনেস। ফুটবল এই বিশেষজ্ঞকে আরও সতর্ক হয়ে কথা বলার পরামর্শ দিলেন সুনেস।
গত পরশু ‘আপ ফ্রন্ট উইথ সাইমন জর্ডান’ ইউটিউব চ্যানেলের পডকাস্ট অনুষ্ঠানে যোগ দেন সুনেস। লিনেকার প্রসঙ্গে লিভারপুলের সাবেক এই ফুটবলার বলেন, ‘আমি হলে বের হয়ে যেতাম না। জনগণের উদ্দেশে এমন মন্তব্য গ্যারি লিনেকার প্রথমবার করেননি। আমি মনে করি না যে তিনি যা করেছেন, তা বলা উচিত ছিল। কারণ আপনি যখন বিবিসির বেতন নেবেন, রাজনৈতিক কথাবার্তা বলার ব্যাপারে আরও সতর্ক হতে হবে। বিবিসিতে বাক্স্বাধীনতা কোনো কাজে দেয় না। আমার মতে, আপনাকে আরও সতর্ক হতে হবে।’
এ বছরের মার্চে শরণার্থীদের নৌকায় করে স্থানান্তর করতে নিষেধ করে যুক্তরাজ্যের স্বরাষ্ট্রসচিব সুয়েলা ব্রেভারম্যান একটি ভিডিও পোস্ট করেছিলেন গত মঙ্গলবার। লিনেকার এটাকে ‘ভয়ংকর’ বলে দাবি করে তাঁর টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন। এভাবেই আলোচনায় এসেছিলেন তিনি। যার পরিপ্রেক্ষিতে বিবিসি থেকে সাময়িক বহিষ্কার হতে হয়েছে ইংল্যান্ডের কিংবদন্তি এই ফুটবলারকে। কয়েক দিন পরই আবার লিনেকারকে ‘ম্যাচ অব দ্য ডে’ অনুষ্ঠানে ফিরিয়ে আনা হয়।
এর আগেও বিবিসির ভুল নিয়ে মজা করেছিলেন লিনেকার। চলতি বছরের জানুয়ারিতে এফএ কাপের তৃতীয় রাউন্ডের রিপ্লে ম্যাচে মুখোমুখি হয়েছিল উলভারহ্যাম্পটন-লিভারপুল। তার আগে প্রি-ম্যাচ শোতে আলাপ-আলোচনা করছিলেন লিনেকার ও অ্যালান শিয়ারার। তখনই শোনা যায় পর্নোগ্রাফিক শব্দ। লিনেকার এমন ঘটনাকে মজা করে ‘নাশকতা’ বলেছিলেন। ইংলিশ এই কিংবদন্তি তখন টুইট করেছিলেন, ‘আমরা এই টেপটা পেয়েছি মোবাইল সেটের পেছনে। ‘নাশকতা’ বেশ মজাই লেগেছে।’
খেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
২৫ মিনিট আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
১ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু জরুরি কিছু প্রশ্নের উত্তর এখনো নেই। সময়মতো টুর্নামেন্ট হবে কি? হলে কোথায় হবে? এই দুটি প্রশ্নের উত্তর যতক্ষণ না আসছে, ততক্ষণ টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এই টুর্নামেন্ট নিয়ে অনেক চাপে আইসিসি।
১ ঘণ্টা আগেসিনেমা, নাটক-কোনো কিছুরই তো কমতি ছিল না আজ আর্জেন্টিনা-প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। দেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলের রেফারি অ্যান্ডারসন দারাঙ্কোর একের পর এক কাণ্ডে ক্ষুব্ধ আর্জেন্টিনা ফুটবল দল। রেফারির সঙ্গে এক চোট হয়েই গেছে মেসির। এমনকি আঙুল উঁচিয়ে কথাও বলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
২ ঘণ্টা আগে