ক্রীড়া ডেস্ক
হার শব্দটি যেন লিভারপুলের অভিধান থেকেই হারিয়ে গেছে। প্রিমিয়ার লিগ, কারাবাও কাপ, ইউরোপা লিগ—কোনো প্রতিযোগিতামূলক ফুটবলেই তাদের হারাতে পারছে না কোনো দল। একই সঙ্গে গোলের বন্যা তো বইয়ে দিচ্ছেই লিভারপুল। অলরেডদের এমন দুর্দান্ত পারফরম্যান্সের মধ্যেই রেকর্ড বইয়ে নাম লেখালেন মোহাম্মদ সালাহ।
ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনাল বলতে গেলে আগে থেকেই এক পা দিয়ে রাখে লিভারপুল। ৭ মার্চ এপেত অ্যারেনায় শেষ ষোলোর প্রথম লেগে স্পার্তা প্রাহাকে ৫-১ গোলে হারায় লিভারপুল। এক সপ্তাহ পর অ্যানফিল্ডে গত রাতে শেষ ষোলোর দ্বিতীয় লেগে মুখোমুখি হয় স্পার্তা প্রাহা ও লিভারপুল। সালাহর অতিমানবীয় পারফরম্যান্সে লিভারপুল ৬-১ গোলের জয় পেয়েছে স্পার্তা প্রাহার বিপক্ষে। অলরেডদের ৬ গোলের ৪টিতেই অবদান রেখেছেন সালাহ। গোল করেন ১টি ও ৩ গোলে অ্যাসিস্ট করেন, যার মধ্যে ১০ মিনিটের গোলে রেকর্ড বইয়ে নাম লেখান সালাহ। চলতি মৌসুমে এখন পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতামূলক ফুটবলে ৩১ ম্যাচে করেন ২০ গোল। লিভারপুলের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা সাত মৌসুমে ২০ বা তার বেশি গোলের কৃতিত্ব এখন সালাহর।
লিভারপুলের ৬ গোলের মধ্যে সর্বোচ্চ দুই গোল করেন কোডি গাকপো। ১৪ ও ৫৫ মিনিটে জোড়া গোল করেন গাকপো। সালাহর মতো একটি করে গোল করেন ডারউইন নুনিয়েজ, ববি ক্লার্ক ও ডোমিনিক সোবোজলাই। যার মধ্যে ৭, ৮ ও ১০ মিনিটে গোল তিনটি করেন নুনিয়েজ, ক্লার্ক ও সোবোজলাই। এমন রেকর্ডের রাতে স্পার্তা প্রাহার বিপক্ষে দুই লেগ মিলিয়ে ১১-২ গোলের ব্যবধানে জিতে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে উঠল লিভারপুল। স্পার্তা প্রাহার বিপক্ষে দুর্দান্ত জয়ে টানা ৯ ম্যাচ অপরাজিত থাকল লিভারপুল। এই ৯ ম্যাচে অলরেডরা করেছে ২৮ গোল। বিপরীতে তারা হজম করে ৬ গোল।
লিভারপুলের গোলবন্যার রাতে কোয়ার্টার ফাইনালে উঠেছে লেভারকুসেন, আতালান্তার মতো দলগুলো। বে অ্যারেনা স্টেডিয়ামে কারাবাগ এফকের বিপক্ষে ৩-২ গোলের জয় পেয়েছে লেভারকুসেন। দুই লেগ মিলে লেভারকুসেন এগিয়ে ৫-৪ গোলে। গিউইস স্টেডিয়ামে আতালান্তা ২-১ গোলে হারিয়েছে স্পোর্টিং সিপিকে। স্পোর্টিং সিপির বিপক্ষে দুই লেগ মিলে ৩-২ গোলে এগিয়ে গেছে আতালান্তা।
হার শব্দটি যেন লিভারপুলের অভিধান থেকেই হারিয়ে গেছে। প্রিমিয়ার লিগ, কারাবাও কাপ, ইউরোপা লিগ—কোনো প্রতিযোগিতামূলক ফুটবলেই তাদের হারাতে পারছে না কোনো দল। একই সঙ্গে গোলের বন্যা তো বইয়ে দিচ্ছেই লিভারপুল। অলরেডদের এমন দুর্দান্ত পারফরম্যান্সের মধ্যেই রেকর্ড বইয়ে নাম লেখালেন মোহাম্মদ সালাহ।
ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনাল বলতে গেলে আগে থেকেই এক পা দিয়ে রাখে লিভারপুল। ৭ মার্চ এপেত অ্যারেনায় শেষ ষোলোর প্রথম লেগে স্পার্তা প্রাহাকে ৫-১ গোলে হারায় লিভারপুল। এক সপ্তাহ পর অ্যানফিল্ডে গত রাতে শেষ ষোলোর দ্বিতীয় লেগে মুখোমুখি হয় স্পার্তা প্রাহা ও লিভারপুল। সালাহর অতিমানবীয় পারফরম্যান্সে লিভারপুল ৬-১ গোলের জয় পেয়েছে স্পার্তা প্রাহার বিপক্ষে। অলরেডদের ৬ গোলের ৪টিতেই অবদান রেখেছেন সালাহ। গোল করেন ১টি ও ৩ গোলে অ্যাসিস্ট করেন, যার মধ্যে ১০ মিনিটের গোলে রেকর্ড বইয়ে নাম লেখান সালাহ। চলতি মৌসুমে এখন পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতামূলক ফুটবলে ৩১ ম্যাচে করেন ২০ গোল। লিভারপুলের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা সাত মৌসুমে ২০ বা তার বেশি গোলের কৃতিত্ব এখন সালাহর।
লিভারপুলের ৬ গোলের মধ্যে সর্বোচ্চ দুই গোল করেন কোডি গাকপো। ১৪ ও ৫৫ মিনিটে জোড়া গোল করেন গাকপো। সালাহর মতো একটি করে গোল করেন ডারউইন নুনিয়েজ, ববি ক্লার্ক ও ডোমিনিক সোবোজলাই। যার মধ্যে ৭, ৮ ও ১০ মিনিটে গোল তিনটি করেন নুনিয়েজ, ক্লার্ক ও সোবোজলাই। এমন রেকর্ডের রাতে স্পার্তা প্রাহার বিপক্ষে দুই লেগ মিলিয়ে ১১-২ গোলের ব্যবধানে জিতে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে উঠল লিভারপুল। স্পার্তা প্রাহার বিপক্ষে দুর্দান্ত জয়ে টানা ৯ ম্যাচ অপরাজিত থাকল লিভারপুল। এই ৯ ম্যাচে অলরেডরা করেছে ২৮ গোল। বিপরীতে তারা হজম করে ৬ গোল।
লিভারপুলের গোলবন্যার রাতে কোয়ার্টার ফাইনালে উঠেছে লেভারকুসেন, আতালান্তার মতো দলগুলো। বে অ্যারেনা স্টেডিয়ামে কারাবাগ এফকের বিপক্ষে ৩-২ গোলের জয় পেয়েছে লেভারকুসেন। দুই লেগ মিলে লেভারকুসেন এগিয়ে ৫-৪ গোলে। গিউইস স্টেডিয়ামে আতালান্তা ২-১ গোলে হারিয়েছে স্পোর্টিং সিপিকে। স্পোর্টিং সিপির বিপক্ষে দুই লেগ মিলে ৩-২ গোলে এগিয়ে গেছে আতালান্তা।
সার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
৮ মিনিট আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
৩৮ মিনিট আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
১ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু জরুরি কিছু প্রশ্নের উত্তর এখনো নেই। সময়মতো টুর্নামেন্ট হবে কি? হলে কোথায় হবে? এই দুটি প্রশ্নের উত্তর যতক্ষণ না আসছে, ততক্ষণ টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এই টুর্নামেন্ট নিয়ে অনেক চাপে আইসিসি।
২ ঘণ্টা আগে