ক্রীড়া ডেস্ক
আদিম শিকারিদের বসবাস, অনুন্নত জনপদ ও নিম্ন জীবন মানের কারণে উগান্ডাকে তাচ্ছিল্যের চোখে দেখেন অনেকে। পূর্ব আফ্রিকার দেশটিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ট্রলের বন্যা বইয়ে যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণেই এবার উগান্ডার ফুটবল নিয়ে জানা গেল আরেকটি বিস্ময়কর তথ্য। সেখানকার ঘরোয়া লিগে ম্যাচের সেরা খেলোয়াড়কে পুরস্কার হিসেবে দেওয়া হয় এক বোতল দই আর এক প্যাকেট পাউরুটি!
সম্প্রতি ম্যাচসেরার পুরস্কার হাতে এক ফুটবলারের দুটি ছবি ছড়িয়ে পড়েছে। অজানা কারণে সেই ফুটবলারের নাম প্রকাশ করা হয়নি। প্রথম ছবিতে দেখা যাচ্ছে, ম্যাচ শেষে ফুটবলারের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিরা। সেটি গ্রহণের সময় তাঁকে বেশ হাসি-খুশি দেখা গেছে। পরে যখন বুঝতে পারেন, হাতে এক বোতল দই আর এক প্যাকেট পাউরুটি; বেচারার চেহারায় তখন থেকেই মলিনতার ছাপ। দ্বিতীয় ছবিতে তাঁকে যেন জোর করে হাসানোর চেষ্টা করা হয়েছিল।
দইয়ের বোতলে কী লেখা ছিল, সেটি বোঝা না গেলেও পাউরুটির প্যাকেটে ‘ম্যান অব দ্য ম্যাচ’ লেখাটি ফুটবল অনুরাগীদের হাসির খোরাক জুগিয়েছে। প্যাকেটের গায়ে সেই ফুটবল লিগের লোগোও আছে।
অথচ ম্যাচে সেই ফুটবলারের পারফরম্যান্সকে স্থানীয় সংবাদমাধ্যম ‘ফেনোমেনাল মাস্টারক্লাস’ আখ্যায়িত করেছে। এমন নৈপুণ্যের উপহার কি না সামান্য দই আর পাউরুটি!
এক টুইটার ব্যবহারকারী তাই বেচারা ফুটবলারের ছবি সংবলিত সেই পোস্টে আক্ষেপ নিয়ে লিখেছেন, ‘এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএলে) যেখানে প্রত্যেক ম্যাচে আট ক্যাটাগরিতে ৮ লাখ রুপি পুরস্কার দেওয়া হচ্ছে, সেখানে উগান্ডার অন্যতম শীর্ষ লিগে কোনো আর্থিক পুরস্কার না থাকা একেবারেই বেমানান।’
আদিম শিকারিদের বসবাস, অনুন্নত জনপদ ও নিম্ন জীবন মানের কারণে উগান্ডাকে তাচ্ছিল্যের চোখে দেখেন অনেকে। পূর্ব আফ্রিকার দেশটিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ট্রলের বন্যা বইয়ে যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণেই এবার উগান্ডার ফুটবল নিয়ে জানা গেল আরেকটি বিস্ময়কর তথ্য। সেখানকার ঘরোয়া লিগে ম্যাচের সেরা খেলোয়াড়কে পুরস্কার হিসেবে দেওয়া হয় এক বোতল দই আর এক প্যাকেট পাউরুটি!
সম্প্রতি ম্যাচসেরার পুরস্কার হাতে এক ফুটবলারের দুটি ছবি ছড়িয়ে পড়েছে। অজানা কারণে সেই ফুটবলারের নাম প্রকাশ করা হয়নি। প্রথম ছবিতে দেখা যাচ্ছে, ম্যাচ শেষে ফুটবলারের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিরা। সেটি গ্রহণের সময় তাঁকে বেশ হাসি-খুশি দেখা গেছে। পরে যখন বুঝতে পারেন, হাতে এক বোতল দই আর এক প্যাকেট পাউরুটি; বেচারার চেহারায় তখন থেকেই মলিনতার ছাপ। দ্বিতীয় ছবিতে তাঁকে যেন জোর করে হাসানোর চেষ্টা করা হয়েছিল।
দইয়ের বোতলে কী লেখা ছিল, সেটি বোঝা না গেলেও পাউরুটির প্যাকেটে ‘ম্যান অব দ্য ম্যাচ’ লেখাটি ফুটবল অনুরাগীদের হাসির খোরাক জুগিয়েছে। প্যাকেটের গায়ে সেই ফুটবল লিগের লোগোও আছে।
অথচ ম্যাচে সেই ফুটবলারের পারফরম্যান্সকে স্থানীয় সংবাদমাধ্যম ‘ফেনোমেনাল মাস্টারক্লাস’ আখ্যায়িত করেছে। এমন নৈপুণ্যের উপহার কি না সামান্য দই আর পাউরুটি!
এক টুইটার ব্যবহারকারী তাই বেচারা ফুটবলারের ছবি সংবলিত সেই পোস্টে আক্ষেপ নিয়ে লিখেছেন, ‘এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএলে) যেখানে প্রত্যেক ম্যাচে আট ক্যাটাগরিতে ৮ লাখ রুপি পুরস্কার দেওয়া হচ্ছে, সেখানে উগান্ডার অন্যতম শীর্ষ লিগে কোনো আর্থিক পুরস্কার না থাকা একেবারেই বেমানান।’
সার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
১২ মিনিট আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
৪২ মিনিট আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
১ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু জরুরি কিছু প্রশ্নের উত্তর এখনো নেই। সময়মতো টুর্নামেন্ট হবে কি? হলে কোথায় হবে? এই দুটি প্রশ্নের উত্তর যতক্ষণ না আসছে, ততক্ষণ টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এই টুর্নামেন্ট নিয়ে অনেক চাপে আইসিসি।
২ ঘণ্টা আগে