ক্রীড়া ডেস্ক
এবারের মৌসুম শেষেই লিভারপুলের ডাগআউট ছাড়ার ঘোষণা দিয়েছেন ইয়ুর্গেন ক্লপ। গতকাল তাঁর এ ঘোষণায় হয়তো অবাকই হয়েছেন অল রেডদের সমর্থক। কেননা, জার্মান কোচের অধীনে অন্যরকম এক ফুটবল খেলা উপহার দিচ্ছিল ক্লাবটি।
ক্লপের কারণেই লিভারপুলের খেলার ধাঁচকে বলা হয় ‘রক অ্যান্ড রোল’। ৫৬ বছর বয়সী কোচের ঘোষণায় সমর্থকদের মন খারাপ হলেও খুশি হয়েছেন পেপ গার্দিওলা। ম্যানচেস্টার সিটির কোচের মন্তব্য শুনে মনে হচ্ছে তিনি যেন একটু হাফ ছেড়ে বাঁচলেন।
ক্লপ চলে যাওয়ার ঘোষণায় গার্দিওলা জানিয়েছেন, এখন আরেকটু শান্তিতে ঘুমাতে পারব। গতকাল এফএ কাপের ম্যাচে শেষ মুহূর্তে নাথান ১ গোল টটেনহামকে হারানোর পর এমনটি জানিয়েছেন তিনি। তবে চিরপ্রতিদ্বন্দ্বীর বিদায়ে ধাক্কাও খেয়েছেন স্প্যানিশ কোচ, ‘কিছুটা ধাক্কা পেলাম। তবে আমি আনন্দিতও। কারণ সে না থাকায় লিভারপুলের বিপক্ষে ম্যাচের আগে আরেকটু শান্তিতে ঘুমাতে পারব।’
ক্লপের সঙ্গে দ্বৈরথটা মিস করবেন বলেও জানিয়েছেন গার্দিওলা। সঙ্গে তাঁর জন্য শুভকামনা জানিয়ে সিটির বস বলেছেন, ‘সে অবিশ্বাস্য একজন কোচ। তাকে কাছ থেকে না চিনলেও জানি সে অসাধারণ একজন মানুষও। তাকে সবাই মিস করবে। ব্যক্তিগতভাবে আমি মিস করব। তার জন্য শুভকামনা রইল।’
কোচিং ক্যারিয়ারজুড়েই একে অপরে দুজন দুজনের বড় প্রতিপক্ষ। ইংলিশ প্রিমিয়ার লিগের আগে গার্দিওলা বায়ার্ন মিউনিখের কোচ থাকার সময় বুরুসিয়া ডর্টমুন্ডের কোচ ছিলেন ক্লপ। সে বিষয়ে ৫৩ বছর বয়সী কোচ বলেছেন, ‘বুঝতে পারছি সে ম্যানসিটিতেও আমাদের একটা অংশ ছেড়ে চলে যাচ্ছে। কেননা, সাম্প্রতিক বছরগুলোতে আমাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিল তার দল লিভারপুল। ব্যক্তিগতভাবে সে আমার বড় প্রতিদ্বন্দ্বী। সেই ডর্টমুন্ড-বায়ার্ন আমল থেকে। সে ডর্টমুন্ডে থাকার সময় আমি বায়ার্নে ছিলাম।’
এবারের মৌসুম শেষেই লিভারপুলের ডাগআউট ছাড়ার ঘোষণা দিয়েছেন ইয়ুর্গেন ক্লপ। গতকাল তাঁর এ ঘোষণায় হয়তো অবাকই হয়েছেন অল রেডদের সমর্থক। কেননা, জার্মান কোচের অধীনে অন্যরকম এক ফুটবল খেলা উপহার দিচ্ছিল ক্লাবটি।
ক্লপের কারণেই লিভারপুলের খেলার ধাঁচকে বলা হয় ‘রক অ্যান্ড রোল’। ৫৬ বছর বয়সী কোচের ঘোষণায় সমর্থকদের মন খারাপ হলেও খুশি হয়েছেন পেপ গার্দিওলা। ম্যানচেস্টার সিটির কোচের মন্তব্য শুনে মনে হচ্ছে তিনি যেন একটু হাফ ছেড়ে বাঁচলেন।
ক্লপ চলে যাওয়ার ঘোষণায় গার্দিওলা জানিয়েছেন, এখন আরেকটু শান্তিতে ঘুমাতে পারব। গতকাল এফএ কাপের ম্যাচে শেষ মুহূর্তে নাথান ১ গোল টটেনহামকে হারানোর পর এমনটি জানিয়েছেন তিনি। তবে চিরপ্রতিদ্বন্দ্বীর বিদায়ে ধাক্কাও খেয়েছেন স্প্যানিশ কোচ, ‘কিছুটা ধাক্কা পেলাম। তবে আমি আনন্দিতও। কারণ সে না থাকায় লিভারপুলের বিপক্ষে ম্যাচের আগে আরেকটু শান্তিতে ঘুমাতে পারব।’
ক্লপের সঙ্গে দ্বৈরথটা মিস করবেন বলেও জানিয়েছেন গার্দিওলা। সঙ্গে তাঁর জন্য শুভকামনা জানিয়ে সিটির বস বলেছেন, ‘সে অবিশ্বাস্য একজন কোচ। তাকে কাছ থেকে না চিনলেও জানি সে অসাধারণ একজন মানুষও। তাকে সবাই মিস করবে। ব্যক্তিগতভাবে আমি মিস করব। তার জন্য শুভকামনা রইল।’
কোচিং ক্যারিয়ারজুড়েই একে অপরে দুজন দুজনের বড় প্রতিপক্ষ। ইংলিশ প্রিমিয়ার লিগের আগে গার্দিওলা বায়ার্ন মিউনিখের কোচ থাকার সময় বুরুসিয়া ডর্টমুন্ডের কোচ ছিলেন ক্লপ। সে বিষয়ে ৫৩ বছর বয়সী কোচ বলেছেন, ‘বুঝতে পারছি সে ম্যানসিটিতেও আমাদের একটা অংশ ছেড়ে চলে যাচ্ছে। কেননা, সাম্প্রতিক বছরগুলোতে আমাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিল তার দল লিভারপুল। ব্যক্তিগতভাবে সে আমার বড় প্রতিদ্বন্দ্বী। সেই ডর্টমুন্ড-বায়ার্ন আমল থেকে। সে ডর্টমুন্ডে থাকার সময় আমি বায়ার্নে ছিলাম।’
সার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
৬ মিনিট আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
৩৭ মিনিট আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
১ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু জরুরি কিছু প্রশ্নের উত্তর এখনো নেই। সময়মতো টুর্নামেন্ট হবে কি? হলে কোথায় হবে? এই দুটি প্রশ্নের উত্তর যতক্ষণ না আসছে, ততক্ষণ টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এই টুর্নামেন্ট নিয়ে অনেক চাপে আইসিসি।
২ ঘণ্টা আগে