ক্রীড়া ডেস্ক
বয়স ৩৮ পেরিয়ে গেলেও গোলের ক্ষুধা কমেনি ক্রিস্টিয়ানো রোনালদোর। কিছুদিন আগের অষ্টমবারের মতো এক পঞ্জিকাবর্ষে কমপক্ষে ৫০ গোলের মাইলফলক ছুঁয়েছেন তিনি। গতকাল জোড়া গোল করে এ বছর সর্বোচ্চ গোলের চূড়ায় উঠেছেন ‘সিআর সেভেন’।
সৌদি প্রো লিগে আল ইত্তিহাদের বিপক্ষে করা গোল দুটি নিয়ে এ বছর ৫৩ গোল করেছেন তিনি। পর্তুগালের হয়ে ১০ গোলের বিপরীতে আল নাসরের হয়ে করেছেন ৪৩টি। তাঁর চেয়ে এ বছর আর কোনো ফুটবলারের বেশি গোল নেই। পাঁচবারের ব্যালন ডি অর জয়ীর পাশাপাশি রয়েছেন হ্যারি কেইন ও কিলিয়ান এমবাপ্পে। দুজনে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৫২ গোল নিয়ে যৌথভাবে তালিকার দুইয়ে।
রোনালদো সবাইকে ছাড়িয়ে যাওয়ায় আল নাসর নিজেদের সামাজিক মাধ্যমে একটি পোস্টও করেছে। তারা লিখেছে, ‘ইত্তিহাদের বিপক্ষে আজ (গতকাল) ৫৩ তম গোলটি করে ২০২৩ সালে বিশ্বের সর্বোচ্চ গোলদাতা হলেন আল নাসর অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি পেছনে ফেলেছেন কিলিয়ান এমবাপ্পে ও হ্যারি কেইনকে, যাঁরা প্রত্যেকে ৫২টি করে গোল করেছেন।’
বায়ার্ন মিউনিখ ও পিএসজির খেলা এ বছর আর না থাকায় রোনালদোকে ছাড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই বায়ার্নের ফরোয়ার্ড কেইন ও পিএসজি স্ট্রাইকার এমবাপ্পের। তবে পর্তুগিজ তারকাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে আর্লিং হালান্ডের। ৫০ গোলে বর্তমানে তিনে রয়েছেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড। এ বছর সিটিজেনদের হয়ে আরও দুটি ম্যাচ খেলার সুযোগ পাবেন ২৩ বছর বয়সী স্ট্রাইকার। রোনালদোও একটি ম্যাচ খেলার সুযোগ পাবেন।
সে যাই হোক, ৩১ ডিসেম্বর বোঝা যাবে কে সর্বোচ্চ গোল নিয়ে এ বছর শেষ করবে। কালকে ম্যাচে পিছিয়ে পড়েও রোনালদো ও সাদিও মানের জোড়া গোলে আল ইত্তিহাদকে ৫-২ গোলে হারিয়েছে আল নাসর। আল নাসরের হয়ে বাকি গোলটি করেছেন তালিসকা। অন্যদিকে প্রতিপক্ষের হয়ে দুটি গোলই করেছেন আবদেররাজ্জাক হামদাআল্লাহ।
গতকালের ম্যাচটি রোনালদো ও করিম বেনজেমার জন্য ছিল পুনর্মিলনীর। রিয়াল মাদ্রিদের সাবেক দুই ফরোয়ার্ড এখন ইউরোপ ছেড়ে সৌদি ফুটবল মাতাচ্ছেন। ম্যাচ শুরুর আগে তাই দুজনে কুশলাদিও বিনিময় করলেন। গতকাল ম্যাচে রোনালদো দুটি গোলই পেনাল্টিতে করেছেন, যার একটি প্রতিপক্ষ বেনজেমার উপহার। ১৯ মিনিটে নিজেদের বক্সে প্রতিপক্ষের আল লাজামিকে ফাউল করেন সাবেক ফরাসি ফরোয়ার্ড। স্পটকিক পেয়ে গোল করতে ভুল করেন রোনালদো।
বয়স ৩৮ পেরিয়ে গেলেও গোলের ক্ষুধা কমেনি ক্রিস্টিয়ানো রোনালদোর। কিছুদিন আগের অষ্টমবারের মতো এক পঞ্জিকাবর্ষে কমপক্ষে ৫০ গোলের মাইলফলক ছুঁয়েছেন তিনি। গতকাল জোড়া গোল করে এ বছর সর্বোচ্চ গোলের চূড়ায় উঠেছেন ‘সিআর সেভেন’।
সৌদি প্রো লিগে আল ইত্তিহাদের বিপক্ষে করা গোল দুটি নিয়ে এ বছর ৫৩ গোল করেছেন তিনি। পর্তুগালের হয়ে ১০ গোলের বিপরীতে আল নাসরের হয়ে করেছেন ৪৩টি। তাঁর চেয়ে এ বছর আর কোনো ফুটবলারের বেশি গোল নেই। পাঁচবারের ব্যালন ডি অর জয়ীর পাশাপাশি রয়েছেন হ্যারি কেইন ও কিলিয়ান এমবাপ্পে। দুজনে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৫২ গোল নিয়ে যৌথভাবে তালিকার দুইয়ে।
রোনালদো সবাইকে ছাড়িয়ে যাওয়ায় আল নাসর নিজেদের সামাজিক মাধ্যমে একটি পোস্টও করেছে। তারা লিখেছে, ‘ইত্তিহাদের বিপক্ষে আজ (গতকাল) ৫৩ তম গোলটি করে ২০২৩ সালে বিশ্বের সর্বোচ্চ গোলদাতা হলেন আল নাসর অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি পেছনে ফেলেছেন কিলিয়ান এমবাপ্পে ও হ্যারি কেইনকে, যাঁরা প্রত্যেকে ৫২টি করে গোল করেছেন।’
বায়ার্ন মিউনিখ ও পিএসজির খেলা এ বছর আর না থাকায় রোনালদোকে ছাড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই বায়ার্নের ফরোয়ার্ড কেইন ও পিএসজি স্ট্রাইকার এমবাপ্পের। তবে পর্তুগিজ তারকাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে আর্লিং হালান্ডের। ৫০ গোলে বর্তমানে তিনে রয়েছেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড। এ বছর সিটিজেনদের হয়ে আরও দুটি ম্যাচ খেলার সুযোগ পাবেন ২৩ বছর বয়সী স্ট্রাইকার। রোনালদোও একটি ম্যাচ খেলার সুযোগ পাবেন।
সে যাই হোক, ৩১ ডিসেম্বর বোঝা যাবে কে সর্বোচ্চ গোল নিয়ে এ বছর শেষ করবে। কালকে ম্যাচে পিছিয়ে পড়েও রোনালদো ও সাদিও মানের জোড়া গোলে আল ইত্তিহাদকে ৫-২ গোলে হারিয়েছে আল নাসর। আল নাসরের হয়ে বাকি গোলটি করেছেন তালিসকা। অন্যদিকে প্রতিপক্ষের হয়ে দুটি গোলই করেছেন আবদেররাজ্জাক হামদাআল্লাহ।
গতকালের ম্যাচটি রোনালদো ও করিম বেনজেমার জন্য ছিল পুনর্মিলনীর। রিয়াল মাদ্রিদের সাবেক দুই ফরোয়ার্ড এখন ইউরোপ ছেড়ে সৌদি ফুটবল মাতাচ্ছেন। ম্যাচ শুরুর আগে তাই দুজনে কুশলাদিও বিনিময় করলেন। গতকাল ম্যাচে রোনালদো দুটি গোলই পেনাল্টিতে করেছেন, যার একটি প্রতিপক্ষ বেনজেমার উপহার। ১৯ মিনিটে নিজেদের বক্সে প্রতিপক্ষের আল লাজামিকে ফাউল করেন সাবেক ফরাসি ফরোয়ার্ড। স্পটকিক পেয়ে গোল করতে ভুল করেন রোনালদো।
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ক্রিকেটকে পুরোপুরি ছাড়তে পারেননি মোহাম্মদ রফিক। একসময় জাতীয় দলের স্পিন বোলিংয়ের বড় ভরসা ছিলেন তিনি। অবসরের পর এখন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রংপুর রাইডার্সের স্পিন কোচ হিসেবে কাজ করছেন।
৪০ মিনিট আগেখেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
২ ঘণ্টা আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
৩ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
৪ ঘণ্টা আগে