ক্রীড়া ডেস্ক
ইন্টার মিয়ামিতে লিওনেল মেসির নতুন শুরু এখন সময়ের অপেক্ষা মাত্র। সে কারণেই কিনা সদ্য অতীত হওয়া প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি) মনেই রাখতে চান না মেসি। সামাজিক মাধ্যমে ফরাসি ক্লাবটিকে আনফলো করেছেন আর্জেন্টাইন এই ফুটবল তারকা।
সামাজিক মাধ্যমে মেসি অ্যাকটিভ থাকেন। ইনস্টাগ্রামে তাঁকে অনুসরণ করেন ৪৭ কোটি ৮০ লাখ ভক্ত। সেই তুলনায় আর্জেন্টাইন তারকা ফুটবলার অনুসরণ করেন খুব কম কিছুই। ইনস্টাগ্রামে ২৮১ অ্যাকাউন্টকে অনুসরণ করতেন মেসি। তবে গতকাল ক্ল্যারিন জানিয়েছে, সংখ্যাটা ২৮১ থেকে ২৮০তে নেমে আসে। কমে যাওয়া সেই অ্যাকাউন্ট হলো পিএসজির। ফরাসি ক্লাবকে ইনস্টাগ্রামে মেসি আনফলো করেছেন। প্যারিসিয়ানদের কোনো সংবাদ তিনি আর দেখতে চান না। যেখানে সম্পর্কের তিক্ততায় এ বছর শেষ হয়েছে পিএসজিতে মেসির দুই মৌসুম। মাঠে নামলে দুয়োধ্বনি তো ছিলই, নানারকম ব্যঙ্গবিদ্রুপের শিকারও হতে হয়েছিল আর্জেন্টাইন তারকাকে। এ বছরের ৩০ জুন তাঁর সঙ্গে পিএসজির আনুষ্ঠানিক চুক্তি শেষ হয়েছে।
তা ছাড়া গত মাসে পিএসজির সামাজিক মাধ্যমে ধস নেমেছিল। গত ৩ জুন পরশু পার্ক দে প্রিন্সেসে লিগ ওয়ানের ম্যাচে মুখোমুখি হয় পিএসজি-ক্লেরমঁ ফুত। এই ম্যাচ ছিল পিএসজির জার্সিতে মেসির শেষ ম্যাচ। আর্জেন্টাইন তারকা ফুটবলারের বিদায়ী ম্যাচের পর ইনস্টাগ্রামে ১৩ লাখের বেশি অনুসারী কমে গিয়েছিল ক্লাবটির।
গত পরশু মিয়ামিতে পৌঁছেছেন মেসি। নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে শুরু করেছেন আর্জেন্টাইন তারকা ফুটবলার। গতকাল ফ্লোরিডা রাজ্যের ফোর্ট লডারডেলের এক সুপার মার্কেটে কেনাকাটা করতে দেখা গেছে আর্জেন্টাইন এই তারকা ফুটবলারকে। পরিবার নিয়েই তিনি কেনাকাটা করতে যান। ভক্তদের সঙ্গে ছবিও তোলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী এই ফুটবলার। সামাজিক মাধ্যমে এই ছবি ভাইরাল হয়ে যায়।
মেসির সঙ্গে ইন্টার মিয়ামির আনুষ্ঠানিক চুক্তির কাজও প্রায় হয়ে গেছে। ১৬ জুলাই আর্জেন্টাইন তারকা ফুটবলারকে সবার সঙ্গে পরিচয় করানো হবে। সেদিন ঘরের মাঠ ডিআরভি পিএনকে স্টেডিয়ামে ‘মেজর আনভেইলিং ইভেন্ট’ নামের এক আয়োজন করেছে মিয়ামি। পরিচয় পর্বের দিন বিনোদন, মাঠে বক্তব্য দেওয়ার ব্যবস্থার সঙ্গে আরও কিছু অনুষ্ঠানসূচি রেখেছে ক্লাবটি। মেসির সঙ্গে মিয়ামিতে নতুন আসা খেলোয়াড়দের পরিচয় করিয়ে দেবে এমএলএসের ক্লাবটি। আর এমএলএসে আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের অভিষেক হওয়ার কথা ২১ জুলাই। ক্রুজ আজুলের বিপক্ষে ডিডিআর মাঠে প্রথমবারের মতো সাতবারের ব্যালন ডি’অর বিজয়ীর মিয়ামির হয়ে খেলার কথা।
ইন্টার মিয়ামিতে লিওনেল মেসির নতুন শুরু এখন সময়ের অপেক্ষা মাত্র। সে কারণেই কিনা সদ্য অতীত হওয়া প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি) মনেই রাখতে চান না মেসি। সামাজিক মাধ্যমে ফরাসি ক্লাবটিকে আনফলো করেছেন আর্জেন্টাইন এই ফুটবল তারকা।
সামাজিক মাধ্যমে মেসি অ্যাকটিভ থাকেন। ইনস্টাগ্রামে তাঁকে অনুসরণ করেন ৪৭ কোটি ৮০ লাখ ভক্ত। সেই তুলনায় আর্জেন্টাইন তারকা ফুটবলার অনুসরণ করেন খুব কম কিছুই। ইনস্টাগ্রামে ২৮১ অ্যাকাউন্টকে অনুসরণ করতেন মেসি। তবে গতকাল ক্ল্যারিন জানিয়েছে, সংখ্যাটা ২৮১ থেকে ২৮০তে নেমে আসে। কমে যাওয়া সেই অ্যাকাউন্ট হলো পিএসজির। ফরাসি ক্লাবকে ইনস্টাগ্রামে মেসি আনফলো করেছেন। প্যারিসিয়ানদের কোনো সংবাদ তিনি আর দেখতে চান না। যেখানে সম্পর্কের তিক্ততায় এ বছর শেষ হয়েছে পিএসজিতে মেসির দুই মৌসুম। মাঠে নামলে দুয়োধ্বনি তো ছিলই, নানারকম ব্যঙ্গবিদ্রুপের শিকারও হতে হয়েছিল আর্জেন্টাইন তারকাকে। এ বছরের ৩০ জুন তাঁর সঙ্গে পিএসজির আনুষ্ঠানিক চুক্তি শেষ হয়েছে।
তা ছাড়া গত মাসে পিএসজির সামাজিক মাধ্যমে ধস নেমেছিল। গত ৩ জুন পরশু পার্ক দে প্রিন্সেসে লিগ ওয়ানের ম্যাচে মুখোমুখি হয় পিএসজি-ক্লেরমঁ ফুত। এই ম্যাচ ছিল পিএসজির জার্সিতে মেসির শেষ ম্যাচ। আর্জেন্টাইন তারকা ফুটবলারের বিদায়ী ম্যাচের পর ইনস্টাগ্রামে ১৩ লাখের বেশি অনুসারী কমে গিয়েছিল ক্লাবটির।
গত পরশু মিয়ামিতে পৌঁছেছেন মেসি। নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে শুরু করেছেন আর্জেন্টাইন তারকা ফুটবলার। গতকাল ফ্লোরিডা রাজ্যের ফোর্ট লডারডেলের এক সুপার মার্কেটে কেনাকাটা করতে দেখা গেছে আর্জেন্টাইন এই তারকা ফুটবলারকে। পরিবার নিয়েই তিনি কেনাকাটা করতে যান। ভক্তদের সঙ্গে ছবিও তোলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী এই ফুটবলার। সামাজিক মাধ্যমে এই ছবি ভাইরাল হয়ে যায়।
মেসির সঙ্গে ইন্টার মিয়ামির আনুষ্ঠানিক চুক্তির কাজও প্রায় হয়ে গেছে। ১৬ জুলাই আর্জেন্টাইন তারকা ফুটবলারকে সবার সঙ্গে পরিচয় করানো হবে। সেদিন ঘরের মাঠ ডিআরভি পিএনকে স্টেডিয়ামে ‘মেজর আনভেইলিং ইভেন্ট’ নামের এক আয়োজন করেছে মিয়ামি। পরিচয় পর্বের দিন বিনোদন, মাঠে বক্তব্য দেওয়ার ব্যবস্থার সঙ্গে আরও কিছু অনুষ্ঠানসূচি রেখেছে ক্লাবটি। মেসির সঙ্গে মিয়ামিতে নতুন আসা খেলোয়াড়দের পরিচয় করিয়ে দেবে এমএলএসের ক্লাবটি। আর এমএলএসে আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের অভিষেক হওয়ার কথা ২১ জুলাই। ক্রুজ আজুলের বিপক্ষে ডিডিআর মাঠে প্রথমবারের মতো সাতবারের ব্যালন ডি’অর বিজয়ীর মিয়ামির হয়ে খেলার কথা।
দ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
২০ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ক্রিকেটকে পুরোপুরি ছাড়তে পারেননি মোহাম্মদ রফিক। একসময় জাতীয় দলের স্পিন বোলিংয়ের বড় ভরসা ছিলেন তিনি। অবসরের পর এখন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রংপুর রাইডার্সের স্পিন কোচ হিসেবে কাজ করছেন।
৪ ঘণ্টা আগেখেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
৫ ঘণ্টা আগে