ক্রীড়া ডেস্ক
না ফেরার দেশে চলে গেছেন জাঁ ফন্তেইন। ৮৯ বছর বয়সে মারা গেছেন ফরাসি এই কিংবদন্তি। এক বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড তাঁর। সর্বোচ্চ গোলের রেকর্ডটি গড়েন মাত্র এক বিশ্বকাপ খেলে।
১৯৫৮ বিশ্বকাপে সর্বোচ্চ ১৩ গোলের রেকর্ড করেন ফন্তেইন। সুইডেনের সেই বিশ্বকাপে মাত্র ৬ ম্যাচ খেলে। ব্রাজিলের কাছে ৫-২ গোলে হেরে সেমিফাইনালে শেষ হয়েছিল কিংবদন্তির দলের বিশ্বকাপ মিশন। সে ম্যাচে ব্রাজিল কিংবদন্তি পেলের হ্যাটট্রিকের বিপরীতে নিজে এক গোল করেছিলেন। পরে পশ্চিম জার্মানিকে ৬-৩ গোলে হারিয়ে টুর্নামেন্টের তৃতীয় দল হয় তাঁর দল ফ্রান্স। তৃতীয় হওয়ার ম্যাচে ৪ গোল করেছিলেন তিনি। সেই সঙ্গে বিশ্বকাপের প্রত্যেক ম্যাচেই গোলের রেকর্ড গড়েছেন তিনি।
বিশ্বকাপে ফন্তেইনের চেয়ে বেশি গোল করার রেকর্ড আছে শুধুমাত্র তিনজন ফুটবলারের। ১৬ গোলে সবার শীর্ষে আছেন জার্মানির মিরোস্লাভ ক্লোসা। আর ১৫ ও ১৪ গোলে দুই ও তিন নম্বরে আছেন ব্রাজিলের রোনাল্ডো ও জার্মানির জার্ড মুলার। এরা সবাই একের অধিক বিশ্বকাপে অংশ নিয়ে ফরাসি কিংবদন্তির চেয়ে বেশি গোল করেছেন।
ফন্তেইনের সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙতে না পারলেও এক বিশ্বকাপে দুই অঙ্কের গোল পেয়েছেন আরও দুজন। ১৯৭০ বিশ্বকাপে ১০ গোল করেছিলেন জার্মান কিংবদন্তি মুলার। আর ১৯৫৪ সালের বিশ্বকাপে ১১ গোল করেছিলেন হাঙ্গেরির কিংবদন্তি সান্দর ককসিস।
ফরাসিদের হয়ে ১৯৫৩ থেকে ১৯৬০ সাল পর্যন্ত খেলেছেন ফন্তেইন। দেশের হয়ে ২১ ম্যাচে করেছেন ৩০ গোল। আর ক্লাব ক্যারিয়ারে সবচেয়ে বড় সময় কাটিয়েছেন রিমসের হয়ে। ফরাসি ক্লাবটির হয়ে জিতেছেন তিনটি লিগ শিরোপা এবং ফ্রেঞ্চ কাপ।
না ফেরার দেশে চলে গেছেন জাঁ ফন্তেইন। ৮৯ বছর বয়সে মারা গেছেন ফরাসি এই কিংবদন্তি। এক বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড তাঁর। সর্বোচ্চ গোলের রেকর্ডটি গড়েন মাত্র এক বিশ্বকাপ খেলে।
১৯৫৮ বিশ্বকাপে সর্বোচ্চ ১৩ গোলের রেকর্ড করেন ফন্তেইন। সুইডেনের সেই বিশ্বকাপে মাত্র ৬ ম্যাচ খেলে। ব্রাজিলের কাছে ৫-২ গোলে হেরে সেমিফাইনালে শেষ হয়েছিল কিংবদন্তির দলের বিশ্বকাপ মিশন। সে ম্যাচে ব্রাজিল কিংবদন্তি পেলের হ্যাটট্রিকের বিপরীতে নিজে এক গোল করেছিলেন। পরে পশ্চিম জার্মানিকে ৬-৩ গোলে হারিয়ে টুর্নামেন্টের তৃতীয় দল হয় তাঁর দল ফ্রান্স। তৃতীয় হওয়ার ম্যাচে ৪ গোল করেছিলেন তিনি। সেই সঙ্গে বিশ্বকাপের প্রত্যেক ম্যাচেই গোলের রেকর্ড গড়েছেন তিনি।
বিশ্বকাপে ফন্তেইনের চেয়ে বেশি গোল করার রেকর্ড আছে শুধুমাত্র তিনজন ফুটবলারের। ১৬ গোলে সবার শীর্ষে আছেন জার্মানির মিরোস্লাভ ক্লোসা। আর ১৫ ও ১৪ গোলে দুই ও তিন নম্বরে আছেন ব্রাজিলের রোনাল্ডো ও জার্মানির জার্ড মুলার। এরা সবাই একের অধিক বিশ্বকাপে অংশ নিয়ে ফরাসি কিংবদন্তির চেয়ে বেশি গোল করেছেন।
ফন্তেইনের সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙতে না পারলেও এক বিশ্বকাপে দুই অঙ্কের গোল পেয়েছেন আরও দুজন। ১৯৭০ বিশ্বকাপে ১০ গোল করেছিলেন জার্মান কিংবদন্তি মুলার। আর ১৯৫৪ সালের বিশ্বকাপে ১১ গোল করেছিলেন হাঙ্গেরির কিংবদন্তি সান্দর ককসিস।
ফরাসিদের হয়ে ১৯৫৩ থেকে ১৯৬০ সাল পর্যন্ত খেলেছেন ফন্তেইন। দেশের হয়ে ২১ ম্যাচে করেছেন ৩০ গোল। আর ক্লাব ক্যারিয়ারে সবচেয়ে বড় সময় কাটিয়েছেন রিমসের হয়ে। ফরাসি ক্লাবটির হয়ে জিতেছেন তিনটি লিগ শিরোপা এবং ফ্রেঞ্চ কাপ।
কদিন আগে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচের একটি দৃশ্য ভাইরাল হয়েছে। কক্সবাজারে খুলনার অফ স্পিনার শেখ মেহেদী হাসানের হাত ফসকে যাওয়া একটা বল পিচের অনেক বাইরে ক্যাচের মতো হাওয়ায় ভাসল। সেই বল তাড়া করে মারতে গিয়ে ক্যাচ তুলে আউট হলেন সিলেটের আসাদ উল্লাহ গালিব।
৪ মিনিট আগেগোলের খেলা ফুটবলে গোলই যখন ধাঁধা হয়ে যায়, তখন কি আর ফুটবলের স্বাদ মেলে! বাংলাদেশ দলের অবস্থা অনেকটাই এমন। তারা দিনের পর দিন ফুটবল খেলছে ঠিকই, কিন্তু গোল কীভাবে করতে হয়, সেটাই যেন ভুলতে বসেছে! পরিসংখ্যানও সে কথা বলে, এ বছর এখন পর্যন্ত ৯টি ম্যাচে অংশ নিয়েছেন রাকিব-মোরসালিনরা। কিন্তু গোল করেছেন মাত্র ১
১৬ মিনিট আগেপূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
১২ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
১৩ ঘণ্টা আগে