ক্রীড়া ডেস্ক
আর্জেন্টিনা-ফ্রান্স বিশ্বকাপ ফাইনালের পর প্রায় দুবছর হতে চলেছে। তবু ধ্রুপদী শিরোপা নির্ধারণী ম্যাচের ঘটনা কি আর এত সহজে ভোলা যায়! সেই ম্যাচের পর ফ্রান্স-আর্জেন্টিনার মধ্যে সম্পর্ক খারাপ হতে থাকে। ফুটবল, রাগবি যেকোনো ম্যাচেই দুই দল মুখোমুখি হলে পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে।
এবারের কোপা আমেরিকার পর ফ্রান্স-আর্জেন্টিনার সম্পর্কে আরও ফাটল ধরতে থাকে। মায়ামির হার্ডরক স্টেডিয়ামে ১৫ জুলাই কলম্বিয়াকে হারিয়ে রেকর্ড ১৬ তম কোপা আমেরিকা জেতে আর্জেন্টিনা। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট জয়ের পর ফ্রান্সকে নিয়ে বর্ণবাদী গান প্রচারিত হয় আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজের ইনস্টাগ্রাম লাইভ থেকে। এরপরই ঘটে গেছে তুলকালাম কাণ্ড। স্বাগতিক ফ্রান্সের বিপক্ষে বোর্দোতে বাংলাদেশ সময় আজ রাত ১টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা। অনূর্ধ্ব-২৩ দলের ম্যাচেও ফ্রান্সের ভক্ত-সমর্থকেরা যে তেতে থাকবেন, সেটা সহজেই অনুমেয়। আর্জেন্টিনার গোলরক্ষক হেরোনিমো রুলি বলেছেন,‘আমাদের ধারণা হচ্ছে পরিস্থিতি বিরূপ হতে পারে। অন্য ক্ষেত্রে তেমন কিছু হয় না। তবে আমাদের বিপক্ষে আরও খারাপ কিছু হতে পারে।’
লুসাইলের ২০২২ ফুটবল বিশ্বকাপ ফাইনালের রেশ তো এখনো কাটেনি। স্টেদি দি ফ্রান্সের প্রায় ৭০ হাজার দর্শক আর্জেন্টিনার সাত রাগবি খেলোয়াড়কে বাজেভাবে কৌতুক করেছেন। রাগবির ঘটনার পুনরাবৃত্তি অলিম্পিক ফুটবলেও হতে পারে বলে মনে করেন রুলি। আর্জেন্টাইন গোলরক্ষক বলেন,‘আমরা মাঠে গেলে জাতীয় সঙ্গীতের সময় তারা দুয়োধ্বনি দিতে পারে। তারা যেমনটা আমাদের রাগবি দলের বিপক্ষে করেছে। এটা আমাদের বিপক্ষে না। কিন্তু বিশ্বকাপ এবং তারপর যা ঘটেছে সেগুলোর বিপক্ষে। যা-ই হোক, ভালো ম্যাচ হবে আশা করি।’
ফুটবলে ২০২২ ফাইনালের পর এবারই মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-ফ্রান্স। লড়াইটা উপভোগ্য হবে বলে মনে করেন রুলি,‘ম্যাচটা বিশেষ হতে যাচ্ছে। কারণ এটা বিশ্বকাপ ফাইনালের পর প্রথম ম্যাচ। গত কয়েক মাসের বিভিন্ন প্রেক্ষাপটের পর মুখোমুখি হচ্ছে তারা। আমরা আর্জেন্টিনা বিশ্বকাপ ও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন।’
আর্জেন্টিনা-ফ্রান্স বিশ্বকাপ ফাইনালের পর প্রায় দুবছর হতে চলেছে। তবু ধ্রুপদী শিরোপা নির্ধারণী ম্যাচের ঘটনা কি আর এত সহজে ভোলা যায়! সেই ম্যাচের পর ফ্রান্স-আর্জেন্টিনার মধ্যে সম্পর্ক খারাপ হতে থাকে। ফুটবল, রাগবি যেকোনো ম্যাচেই দুই দল মুখোমুখি হলে পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে।
এবারের কোপা আমেরিকার পর ফ্রান্স-আর্জেন্টিনার সম্পর্কে আরও ফাটল ধরতে থাকে। মায়ামির হার্ডরক স্টেডিয়ামে ১৫ জুলাই কলম্বিয়াকে হারিয়ে রেকর্ড ১৬ তম কোপা আমেরিকা জেতে আর্জেন্টিনা। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট জয়ের পর ফ্রান্সকে নিয়ে বর্ণবাদী গান প্রচারিত হয় আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজের ইনস্টাগ্রাম লাইভ থেকে। এরপরই ঘটে গেছে তুলকালাম কাণ্ড। স্বাগতিক ফ্রান্সের বিপক্ষে বোর্দোতে বাংলাদেশ সময় আজ রাত ১টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা। অনূর্ধ্ব-২৩ দলের ম্যাচেও ফ্রান্সের ভক্ত-সমর্থকেরা যে তেতে থাকবেন, সেটা সহজেই অনুমেয়। আর্জেন্টিনার গোলরক্ষক হেরোনিমো রুলি বলেছেন,‘আমাদের ধারণা হচ্ছে পরিস্থিতি বিরূপ হতে পারে। অন্য ক্ষেত্রে তেমন কিছু হয় না। তবে আমাদের বিপক্ষে আরও খারাপ কিছু হতে পারে।’
লুসাইলের ২০২২ ফুটবল বিশ্বকাপ ফাইনালের রেশ তো এখনো কাটেনি। স্টেদি দি ফ্রান্সের প্রায় ৭০ হাজার দর্শক আর্জেন্টিনার সাত রাগবি খেলোয়াড়কে বাজেভাবে কৌতুক করেছেন। রাগবির ঘটনার পুনরাবৃত্তি অলিম্পিক ফুটবলেও হতে পারে বলে মনে করেন রুলি। আর্জেন্টাইন গোলরক্ষক বলেন,‘আমরা মাঠে গেলে জাতীয় সঙ্গীতের সময় তারা দুয়োধ্বনি দিতে পারে। তারা যেমনটা আমাদের রাগবি দলের বিপক্ষে করেছে। এটা আমাদের বিপক্ষে না। কিন্তু বিশ্বকাপ এবং তারপর যা ঘটেছে সেগুলোর বিপক্ষে। যা-ই হোক, ভালো ম্যাচ হবে আশা করি।’
ফুটবলে ২০২২ ফাইনালের পর এবারই মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-ফ্রান্স। লড়াইটা উপভোগ্য হবে বলে মনে করেন রুলি,‘ম্যাচটা বিশেষ হতে যাচ্ছে। কারণ এটা বিশ্বকাপ ফাইনালের পর প্রথম ম্যাচ। গত কয়েক মাসের বিভিন্ন প্রেক্ষাপটের পর মুখোমুখি হচ্ছে তারা। আমরা আর্জেন্টিনা বিশ্বকাপ ও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন।’
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে সবচেয়ে বেশি খেলেছেন সাকিব আল হাসান। বিদেশ লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, তৌহিদ হৃদয়দেরও। এবার এই তালিকায় যুক্ত হচ্ছেন উদীয়মান পেসার তানজিম হাসান সাকিব।
৩৫ মিনিট আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু জরুরি কিছু প্রশ্নের উত্তর এখনো নেই। সময়মতো টুর্নামেন্ট হবে কি? হলে কোথায় হবে? এই দুটি প্রশ্নের উত্তর যতক্ষণ না আসছে, ততক্ষণ টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এই টুর্নামেন্ট নিয়ে অনেক চাপে আইসিসি।
১ ঘণ্টা আগেসিনেমা, নাটক-কোনো কিছুরই তো কমতি ছিল না আজ আর্জেন্টিনা-প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। দেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলের রেফারি অ্যান্ডারসন দারাঙ্কোর একের পর এক কাণ্ডে ক্ষুব্ধ আর্জেন্টিনা ফুটবল দল। রেফারির সঙ্গে এক চোট হয়েই গেছে মেসির। এমনকি আঙুল উঁচিয়ে কথাও বলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
২ ঘণ্টা আগেভুলে যাওয়ার মতো একটি দিনই কাটিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। তাও বাজে দিনটা এল ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের সময়ই। তাঁর সুযোগ মিসের মহড়ার দিনে ব্রাজিল পারল না জিততে। হতাশা ঝরেছে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের কণ্ঠে।
২ ঘণ্টা আগে