ক্রীড়া ডেস্ক
ফ্রেঞ্চ কাপে গতকাল শাতোরুকে ৩-১ গোলে হারিয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। বড় ব্যবধানে জিতলেও জয়টা সহজে পায়নি পিএসজি। পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের মনে করেন, প্রতিপক্ষকে তাঁরা হালকাভাবে নিয়েছিলেন।
গাস্তন পেতিত স্টেডিয়ামে গতকাল শাতোরুর বিপক্ষে এগিয়ে গিয়েছিল পিএসজি। ১৩ মিনিটে হুগো একিতিকের গোলে এগিয়ে যায় প্যারিসিয়ানরা। এরপর ৩৭ মিনিটে সমতায় ফেরে স্বাগতিকেরা। শাতোরুর হয়ে সমতাসূচক গোলটি করেন নাতানিয়েল এনতোলা। দীর্ঘক্ষণ ১-১ সমতায় ছিল ম্যাচ। শেষের দিকে জোড়া গোলে জয় নিশ্চিত করে পিএসজি। ৭৮ মিনিটে গোল করেন কার্লোস সোলার এবং ৯০ মিনিটের অতিরিক্ত সময়ে হুয়ান বার্নাত গোল করেন। গালতিয়ের মনে করেন, প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়াতেই জেতা কঠিন হয়েছে। পিএসজি কোচ বলেন, ‘আমরা কি মনে করেছিলাম সবকিছু সহজে হয়ে যাবে? সম্ভবত তাই।’
গতকাল লিওনেল মেসি, নেইমার, কিলিয়ান এমবাপ্পে-—এই তিন তারকা ফুটবলার ছাড়াই খেলেছিল পিএসজি। এই ‘ত্রয়ী’র অনুপস্থিতিতে তরুণ ফুটবলাররা দারুণ খেলেছে বলে মনে করেন গালতিয়ের। পিএসজি কোচ বলেন, ‘আমি তরুণ খেলোয়াড়দের পারফরম্যান্সে সন্তুষ্ট। তারা খুব গুরুত্বসহকারে ম্যাচ খেলেছিল। অনেক খেলোয়াড়ের অনুপস্থিতিতে আমি একটা দুর্দান্ত ম্যাচ আশা করেছিলাম। দেখা যাক অ্যাঞ্জার্সের বিপক্ষে ম্যাচে (বুধবার) কে সুস্থ হয়ে ওঠে।’
ফ্রেঞ্চ কাপে গতকাল শাতোরুকে ৩-১ গোলে হারিয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। বড় ব্যবধানে জিতলেও জয়টা সহজে পায়নি পিএসজি। পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের মনে করেন, প্রতিপক্ষকে তাঁরা হালকাভাবে নিয়েছিলেন।
গাস্তন পেতিত স্টেডিয়ামে গতকাল শাতোরুর বিপক্ষে এগিয়ে গিয়েছিল পিএসজি। ১৩ মিনিটে হুগো একিতিকের গোলে এগিয়ে যায় প্যারিসিয়ানরা। এরপর ৩৭ মিনিটে সমতায় ফেরে স্বাগতিকেরা। শাতোরুর হয়ে সমতাসূচক গোলটি করেন নাতানিয়েল এনতোলা। দীর্ঘক্ষণ ১-১ সমতায় ছিল ম্যাচ। শেষের দিকে জোড়া গোলে জয় নিশ্চিত করে পিএসজি। ৭৮ মিনিটে গোল করেন কার্লোস সোলার এবং ৯০ মিনিটের অতিরিক্ত সময়ে হুয়ান বার্নাত গোল করেন। গালতিয়ের মনে করেন, প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়াতেই জেতা কঠিন হয়েছে। পিএসজি কোচ বলেন, ‘আমরা কি মনে করেছিলাম সবকিছু সহজে হয়ে যাবে? সম্ভবত তাই।’
গতকাল লিওনেল মেসি, নেইমার, কিলিয়ান এমবাপ্পে-—এই তিন তারকা ফুটবলার ছাড়াই খেলেছিল পিএসজি। এই ‘ত্রয়ী’র অনুপস্থিতিতে তরুণ ফুটবলাররা দারুণ খেলেছে বলে মনে করেন গালতিয়ের। পিএসজি কোচ বলেন, ‘আমি তরুণ খেলোয়াড়দের পারফরম্যান্সে সন্তুষ্ট। তারা খুব গুরুত্বসহকারে ম্যাচ খেলেছিল। অনেক খেলোয়াড়ের অনুপস্থিতিতে আমি একটা দুর্দান্ত ম্যাচ আশা করেছিলাম। দেখা যাক অ্যাঞ্জার্সের বিপক্ষে ম্যাচে (বুধবার) কে সুস্থ হয়ে ওঠে।’
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ক্রিকেটকে পুরোপুরি ছাড়তে পারেননি মোহাম্মদ রফিক। একসময় জাতীয় দলের স্পিন বোলিংয়ের বড় ভরসা ছিলেন তিনি। অবসরের পর এখন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রংপুর রাইডার্সের স্পিন কোচ হিসেবে কাজ করছেন।
১ ঘণ্টা আগেখেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
২ ঘণ্টা আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
৩ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
৪ ঘণ্টা আগে