নিজস্ব প্রতিবেদক , ঢাকা
স্প্যানিশ লা লিগার দল রায়ো ভায়েকানোতে যোগ দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ফুটবলার জিদান মিয়া। লা লিগার ইতিহাসে ২০ বছর বয়সী জিদানই প্রথম কোনো বাংলাদেশি ফুটবলার।
ফুটবল এজেন্সি অ্যান্থেম স্পোর্টস ইনস্টাগ্রামে পোস্টের মাধ্যমে ভায়েকানোর সঙ্গে জিদানের চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। সেই পোস্টে অ্যান্থেম স্পোর্টসের পক্ষ থেকে বলা হয়েছে, ‘প্রথম বাংলাদেশি হিসেবে জিদান লা লিগার দল রায়ো ভায়েকানোর হয়ে খেলবে। আমাদের এজেন্ট মরিস পাজনিওর মাধ্যমে চুক্তিটি সম্পন্ন হয়েছে।’
চুক্তির আগে দুই মাস ভায়েকানোর ট্রায়ালে ছিলেন জিদান। তবে মূল দলে নাকি ‘বি’ দলের খেলবেন জিদান সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
২০০১ সালে লন্ডনে জন্ম নেওয়া জিদান মিয়া যুব পর্যায়ে খেলেছেন ইংলিশ ক্লাব ব্রমলির হয়ে। ২০১২ সালে যোগ দেন যুক্তরাষ্ট্রের এফসি ডালাসে। দলটির যুব একাডেমিতে তিন বছর খেলেছেন জিদান।
স্প্যানিশ লা লিগার দল রায়ো ভায়েকানোতে যোগ দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ফুটবলার জিদান মিয়া। লা লিগার ইতিহাসে ২০ বছর বয়সী জিদানই প্রথম কোনো বাংলাদেশি ফুটবলার।
ফুটবল এজেন্সি অ্যান্থেম স্পোর্টস ইনস্টাগ্রামে পোস্টের মাধ্যমে ভায়েকানোর সঙ্গে জিদানের চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। সেই পোস্টে অ্যান্থেম স্পোর্টসের পক্ষ থেকে বলা হয়েছে, ‘প্রথম বাংলাদেশি হিসেবে জিদান লা লিগার দল রায়ো ভায়েকানোর হয়ে খেলবে। আমাদের এজেন্ট মরিস পাজনিওর মাধ্যমে চুক্তিটি সম্পন্ন হয়েছে।’
চুক্তির আগে দুই মাস ভায়েকানোর ট্রায়ালে ছিলেন জিদান। তবে মূল দলে নাকি ‘বি’ দলের খেলবেন জিদান সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
২০০১ সালে লন্ডনে জন্ম নেওয়া জিদান মিয়া যুব পর্যায়ে খেলেছেন ইংলিশ ক্লাব ব্রমলির হয়ে। ২০১২ সালে যোগ দেন যুক্তরাষ্ট্রের এফসি ডালাসে। দলটির যুব একাডেমিতে তিন বছর খেলেছেন জিদান।
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ক্রিকেটকে পুরোপুরি ছাড়তে পারেননি মোহাম্মদ রফিক। একসময় জাতীয় দলের স্পিন বোলিংয়ের বড় ভরসা ছিলেন তিনি। অবসরের পর এখন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রংপুর রাইডার্সের স্পিন কোচ হিসেবে কাজ করছেন।
২ ঘণ্টা আগেখেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
৩ ঘণ্টা আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
৫ ঘণ্টা আগে