ক্রীড়া ডেস্ক
ক্যারিয়ারের সবশেষ হ্যাটট্রিকটা লিওনেল মেসি করেছেন আর্জেন্টিনার হয়ে কুরাসাওয়ের বিপক্ষে। গত বছরের ২৯ মার্চের পর আজ ন্যাশভিলের বিপক্ষে আরেকটি হ্যাটট্রিকের যথেষ্ট সম্ভাবনা তৈরি করছিলেন। তবে ক্যারিয়ারের ৫৮তম হ্যাটট্রিকটি পাওয়া হয়নি কখনো ন্যাভশিলের গোলরক্ষক এলিয়ট পানিক্কোর দৃঢ়তায় আবার কখনো বার থেকে ফিরে আসায়। তাই জোড়া গোলেই সন্তুষ্ট থাকতে হয়েছে মেসিকে। ইন্টার মায়ামির ম্যাচটি অবশ্য পুরোটাই মেসিময় ছিল। সার্জিও বুসকেতসের গোলটি যে তাঁর পাস থেকেই এসেছে।
মেসির দুর্দান্ত পারফরম্যান্সের দিনে ৩-১ গোলের জয় পেয়েছে মায়ামি। প্রতিপক্ষের গোলটিও মায়ামির অবদান। এই জয়ে শীর্ষস্থানও ধরে রেখেছে মায়ামি। ১০ ম্যাচে ১৮ পয়েন্টে শীর্ষে স্বাগতিকেরা। তাদের পরে আছে ৯ ম্যাচ ১৬ পয়েন্ট নিয়ে নিউইয়র্ক রেড বুলস।
শীর্ষস্থান ধরে রাখার ম্যাচে অবশ্য শুরুতেই ধাক্কা খায় মায়ামি। ম্যাচের ২ মিনিটের সময় ন্যাশভিল কর্নার কিক করলে মায়ামির ডিফন্ডার ফ্রাঙ্কো নেগ্রির নিজেদের জালেই বল জড়িয়ে বসেন। তখন ঘরের মাঠে খেলা দেখতে আসা দর্শক-সমর্থকেরা নিশ্চুপ হয়ে যান। নীরবতা আরও বাড়ত যদি পঞ্চম মিনিটে নেওয়া জশ বাউয়ের শট বারে লেগে ফিরে না আসত।
তবে খেলায় ফিরতে খুব বেশি সময় নেয়নি মায়ামি। ১১ মিনিটে সমতায় ফেরে তারা। সমতায় ফেরানো গোলটি আসে মেসি-সুয়ারেজের দুর্দান্ত জুটিতে। প্রতিপক্ষের গোলরক্ষক পানিক্কোর শট বক্সের একটু বাইরে পেয়ে যান সুয়ারেজ। বল পেয়েই বাঁ দিকে ফাঁকায় থাকা মেসিকে দেন তিনি। আর্জেন্টাইন অধিনায়ক বল নিয়ে সামনে এগিয়ে শট নিলে তা রুখে দেন পানিক্কো। তবে সেবার রক্ষা করলেও পরে আর পারেননি। ফিরতি বল আবারও সুয়ারেজ পেয়ে যান। এবারও উরুগুয়ের স্ট্রাইকার মেসিকে দেন। এবার গোল করতে আর ভুল করেননি মেসি।
ম্যাচের ২ মিনিট পরেই দ্বিতীয় গোলের সুযোগ পেয়েছিলেন মেসি। গোলবারের দুর্দান্ত প্লেসমেন্ট করেছিলেন। কিন্তু বাঁ দিকের বারে লেগে ফিরে আসে বল। ২৯ মিনিটে আরেকটি সুযোগ পেয়েছিলেন তিনি। গোলরক্ষক বরাবর শট নেওয়ায় তখনো গোল করতে ব্যর্থ হন তিনি। নিজে গোল করতে ব্যর্থ হলেও পরে সতীর্থকে দিয়ে ঠিক গোল করিয়েছেন।
কর্নার কিক থেকে হেডে ৩৯ মিনিটে গোল করে মায়ামিকে ২-১ গোলের লিড এনে দেন বুসকেতস। গোলটি করার পর অনাগত সন্তানকে উৎসর্গ করেন স্পেনের সাবেক মিডফিল্ডার। বিরতিতে যাওয়ার আগে আরেকটি গোল পেয়েছিল মায়ামি। তবে ৪৩ মিনিটে করা বদলি খেলোয়াড় লিওনার্দো আফোনসোর গোলটি অফসাইডের কারণে বাতিল হয়।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন অতিথিরা। তাতে কোনো লাভ হয়নি তাদের। উল্টো ম্যাচের শেষ দিকে আরেকটি গোল হজম করে ন্যাশভিল। ৮১ মিনিটে বক্সের মধ্যে মায়ামির এক খেলোয়াড়কে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সুযোগটি পেয়ে গোল করতে ভুল করেননি আটবারের ব্যালন ডি অর জয়ী মেসি। তাঁর সেই গোলের পরেই ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।
ক্যারিয়ারের সবশেষ হ্যাটট্রিকটা লিওনেল মেসি করেছেন আর্জেন্টিনার হয়ে কুরাসাওয়ের বিপক্ষে। গত বছরের ২৯ মার্চের পর আজ ন্যাশভিলের বিপক্ষে আরেকটি হ্যাটট্রিকের যথেষ্ট সম্ভাবনা তৈরি করছিলেন। তবে ক্যারিয়ারের ৫৮তম হ্যাটট্রিকটি পাওয়া হয়নি কখনো ন্যাভশিলের গোলরক্ষক এলিয়ট পানিক্কোর দৃঢ়তায় আবার কখনো বার থেকে ফিরে আসায়। তাই জোড়া গোলেই সন্তুষ্ট থাকতে হয়েছে মেসিকে। ইন্টার মায়ামির ম্যাচটি অবশ্য পুরোটাই মেসিময় ছিল। সার্জিও বুসকেতসের গোলটি যে তাঁর পাস থেকেই এসেছে।
মেসির দুর্দান্ত পারফরম্যান্সের দিনে ৩-১ গোলের জয় পেয়েছে মায়ামি। প্রতিপক্ষের গোলটিও মায়ামির অবদান। এই জয়ে শীর্ষস্থানও ধরে রেখেছে মায়ামি। ১০ ম্যাচে ১৮ পয়েন্টে শীর্ষে স্বাগতিকেরা। তাদের পরে আছে ৯ ম্যাচ ১৬ পয়েন্ট নিয়ে নিউইয়র্ক রেড বুলস।
শীর্ষস্থান ধরে রাখার ম্যাচে অবশ্য শুরুতেই ধাক্কা খায় মায়ামি। ম্যাচের ২ মিনিটের সময় ন্যাশভিল কর্নার কিক করলে মায়ামির ডিফন্ডার ফ্রাঙ্কো নেগ্রির নিজেদের জালেই বল জড়িয়ে বসেন। তখন ঘরের মাঠে খেলা দেখতে আসা দর্শক-সমর্থকেরা নিশ্চুপ হয়ে যান। নীরবতা আরও বাড়ত যদি পঞ্চম মিনিটে নেওয়া জশ বাউয়ের শট বারে লেগে ফিরে না আসত।
তবে খেলায় ফিরতে খুব বেশি সময় নেয়নি মায়ামি। ১১ মিনিটে সমতায় ফেরে তারা। সমতায় ফেরানো গোলটি আসে মেসি-সুয়ারেজের দুর্দান্ত জুটিতে। প্রতিপক্ষের গোলরক্ষক পানিক্কোর শট বক্সের একটু বাইরে পেয়ে যান সুয়ারেজ। বল পেয়েই বাঁ দিকে ফাঁকায় থাকা মেসিকে দেন তিনি। আর্জেন্টাইন অধিনায়ক বল নিয়ে সামনে এগিয়ে শট নিলে তা রুখে দেন পানিক্কো। তবে সেবার রক্ষা করলেও পরে আর পারেননি। ফিরতি বল আবারও সুয়ারেজ পেয়ে যান। এবারও উরুগুয়ের স্ট্রাইকার মেসিকে দেন। এবার গোল করতে আর ভুল করেননি মেসি।
ম্যাচের ২ মিনিট পরেই দ্বিতীয় গোলের সুযোগ পেয়েছিলেন মেসি। গোলবারের দুর্দান্ত প্লেসমেন্ট করেছিলেন। কিন্তু বাঁ দিকের বারে লেগে ফিরে আসে বল। ২৯ মিনিটে আরেকটি সুযোগ পেয়েছিলেন তিনি। গোলরক্ষক বরাবর শট নেওয়ায় তখনো গোল করতে ব্যর্থ হন তিনি। নিজে গোল করতে ব্যর্থ হলেও পরে সতীর্থকে দিয়ে ঠিক গোল করিয়েছেন।
কর্নার কিক থেকে হেডে ৩৯ মিনিটে গোল করে মায়ামিকে ২-১ গোলের লিড এনে দেন বুসকেতস। গোলটি করার পর অনাগত সন্তানকে উৎসর্গ করেন স্পেনের সাবেক মিডফিল্ডার। বিরতিতে যাওয়ার আগে আরেকটি গোল পেয়েছিল মায়ামি। তবে ৪৩ মিনিটে করা বদলি খেলোয়াড় লিওনার্দো আফোনসোর গোলটি অফসাইডের কারণে বাতিল হয়।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন অতিথিরা। তাতে কোনো লাভ হয়নি তাদের। উল্টো ম্যাচের শেষ দিকে আরেকটি গোল হজম করে ন্যাশভিল। ৮১ মিনিটে বক্সের মধ্যে মায়ামির এক খেলোয়াড়কে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সুযোগটি পেয়ে গোল করতে ভুল করেননি আটবারের ব্যালন ডি অর জয়ী মেসি। তাঁর সেই গোলের পরেই ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।
সার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
৩ মিনিট আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
৩৪ মিনিট আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
১ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু জরুরি কিছু প্রশ্নের উত্তর এখনো নেই। সময়মতো টুর্নামেন্ট হবে কি? হলে কোথায় হবে? এই দুটি প্রশ্নের উত্তর যতক্ষণ না আসছে, ততক্ষণ টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এই টুর্নামেন্ট নিয়ে অনেক চাপে আইসিসি।
২ ঘণ্টা আগে