ক্রীড়া ডেস্ক
দর্শকেরা নড়চড়ে বসার আগেই গোল, লন্ডন থেকে ম্যানচেস্টার—আজ রাতে এই দৃশ্য ছিল একই সময়ে শুরু হওয়া ইংলিশ প্রিমিয়ার লিগের দুই ম্যাচে। এমিরটসে ম্যাচের প্রথম মিনিটে আর্সেনালের জালে বল পাঠিয়েছিল ফুলহাম আর ওল্ড ট্রাফোর্ডে নটিংহ্যাম ফরেস্ট দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে।
চতুর্থ মিনিটে ফরেস্টের ব্যবধানটা দাঁড়ায় ২-০। তবে শুরুতে গোল হজম করলেও চমৎকার প্রত্যাবর্তনের গল্প লিখেছে দুই ইংলিশ জায়ান্ট। তবে ইউনাইটেড জিতলেও পয়েন্ট ভাগাভাগি করেছে গানাররা। আর্সেনাল নিজেদের মাঠে ২-২ গোলে ড্র করেছে ফুলহামের সঙ্গে। আর ইউনাইটেড ৩-২ গোলে ফরেস্টকে।
দুই ম্যাচেই দ্বিতীয়ার্ধে লাল কার্ড দেখেন ফুলহাম ও ফরেস্টের দুই খেলোয়াড়। ৬৭ মিনিটে জো ওয়ারেলকে হারায় ফরেস্ট। তার আগেই সমতায় ফেরে রেড ডেভিলরা। ১৭ মিনিটে একটি গোল শোধ দেন ক্রিশ্চিয়ান এরিকসেন। ৫২ মিনিটে ব্যবধানটা ২-২ করেন কাসেমিরো। ৭৬ মিনিটে পেনাল্টি থেকে ইউনাইটেডের জয়সূচক গোলটি করেন ব্রুনো ফার্নান্দেজ। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে জয় তুলে নেয় এরিক টেন হাগের দল।
তবে জয় হাতছাড়া হয়েছে আর্সেনালের। ৭০ মিনিটে পেনাল্টি থেকে গোল শোধ দেন বুকায়ো সাকা। দুই মিনিট পর তাদের ব্যবধান দ্বিগুণ করেন এডি এনকেটিয়া। তবে ৮৭ মিনিটে ফুলহামকে সমতায় ফেরান হোয়াও পালহিনহা। তার চার মিনিট আগে ১০ জনের দল হয়ে পড়েছিল তারা। তবে অতিরিক্ত ১৭ মিনিট খেলা হলও এগিয়ে যেতে পারেনি গানাররা।
টানা দুই জয়ের পর ড্র করা আর্সেনাল চলতি মৌসুমে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। এক ম্যাচ পর জয়ে ফেরা ইউনাইটেড ৬ পয়েন্ট নিয়ে পাঁচে। শীর্ষে থাকা টটেনহাম আজ ২-০ গোলের জয় পেয়েছে বোর্নমাউথের মাঠে।
দর্শকেরা নড়চড়ে বসার আগেই গোল, লন্ডন থেকে ম্যানচেস্টার—আজ রাতে এই দৃশ্য ছিল একই সময়ে শুরু হওয়া ইংলিশ প্রিমিয়ার লিগের দুই ম্যাচে। এমিরটসে ম্যাচের প্রথম মিনিটে আর্সেনালের জালে বল পাঠিয়েছিল ফুলহাম আর ওল্ড ট্রাফোর্ডে নটিংহ্যাম ফরেস্ট দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে।
চতুর্থ মিনিটে ফরেস্টের ব্যবধানটা দাঁড়ায় ২-০। তবে শুরুতে গোল হজম করলেও চমৎকার প্রত্যাবর্তনের গল্প লিখেছে দুই ইংলিশ জায়ান্ট। তবে ইউনাইটেড জিতলেও পয়েন্ট ভাগাভাগি করেছে গানাররা। আর্সেনাল নিজেদের মাঠে ২-২ গোলে ড্র করেছে ফুলহামের সঙ্গে। আর ইউনাইটেড ৩-২ গোলে ফরেস্টকে।
দুই ম্যাচেই দ্বিতীয়ার্ধে লাল কার্ড দেখেন ফুলহাম ও ফরেস্টের দুই খেলোয়াড়। ৬৭ মিনিটে জো ওয়ারেলকে হারায় ফরেস্ট। তার আগেই সমতায় ফেরে রেড ডেভিলরা। ১৭ মিনিটে একটি গোল শোধ দেন ক্রিশ্চিয়ান এরিকসেন। ৫২ মিনিটে ব্যবধানটা ২-২ করেন কাসেমিরো। ৭৬ মিনিটে পেনাল্টি থেকে ইউনাইটেডের জয়সূচক গোলটি করেন ব্রুনো ফার্নান্দেজ। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে জয় তুলে নেয় এরিক টেন হাগের দল।
তবে জয় হাতছাড়া হয়েছে আর্সেনালের। ৭০ মিনিটে পেনাল্টি থেকে গোল শোধ দেন বুকায়ো সাকা। দুই মিনিট পর তাদের ব্যবধান দ্বিগুণ করেন এডি এনকেটিয়া। তবে ৮৭ মিনিটে ফুলহামকে সমতায় ফেরান হোয়াও পালহিনহা। তার চার মিনিট আগে ১০ জনের দল হয়ে পড়েছিল তারা। তবে অতিরিক্ত ১৭ মিনিট খেলা হলও এগিয়ে যেতে পারেনি গানাররা।
টানা দুই জয়ের পর ড্র করা আর্সেনাল চলতি মৌসুমে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। এক ম্যাচ পর জয়ে ফেরা ইউনাইটেড ৬ পয়েন্ট নিয়ে পাঁচে। শীর্ষে থাকা টটেনহাম আজ ২-০ গোলের জয় পেয়েছে বোর্নমাউথের মাঠে।
সার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
৯ মিনিট আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
৩৯ মিনিট আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
১ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু জরুরি কিছু প্রশ্নের উত্তর এখনো নেই। সময়মতো টুর্নামেন্ট হবে কি? হলে কোথায় হবে? এই দুটি প্রশ্নের উত্তর যতক্ষণ না আসছে, ততক্ষণ টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এই টুর্নামেন্ট নিয়ে অনেক চাপে আইসিসি।
২ ঘণ্টা আগে