ক্রীড়া ডেস্ক
লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে তুলনা চলছে দীর্ঘদিন। কে সর্বকালের সেরা-তা নিয়ে ভক্তদের মধ্যে এখনও চলে আলাপ-আলোচনা। এবার রোনালদোর সামনে প্রকাশ্যে মেসির প্রশংসা করেছিলেন এক তরুণ ভক্ত। তাতে সন্তুষ্ট হতে পারেননি পর্তুগিজ এই ফরোয়ার্ড।
গত পরশু কিং সৌদ স্টেডিয়ামে সৌদি প্রো লিগে মুখোমুখি হয় আল-নাসর ও আল-বাতিন। ১-০ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে আল-নাসর। তখন টানেল দিয়ে ড্রেসিংরুমে ফিরছিলেন রোনালদো। রোনালদোর সামনে তরুণ এক ভক্ত বলেছিলেন, ‘মেসি সর্বকালের সেরা খেলোয়াড় (গোট)।’ পর্তুগিজ এই তারকা ফুটবলারকে কিছুটা অসন্তুষ্ট মনে হয়েছিল।
১-০ গোলে পিছিয়ে থেকেও আল-নাসর জিতেছিল ৩-১ ব্যবধানে। ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়েই তিনটি গোল করেছিলেন আল-নাসরের ফুটবলাররা। এই ম্যাচে রোনালদো কোনো গোল করতে পারেননি। এমনকি কোনো অ্যাসিস্টও করেননি পর্তুগিজ এই ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধে অল্প সময়েই এগিয়ে যায় আল ফতেহ। ৫৮ মিনিটে মারওয়ান সাদানের অ্যাসিস্টে গোল করেন সোফিয়ান বেনদেবকা। একটা সময় আল নাসরের পরাজয় যখন সময়ের ব্যাপার মনে হচ্ছিল, তখনই রোনালদোর চমক। পেনাল্টি থেকে গোল করে আল নাসরকে সমতায় ফেরান রোনালদো। ম্যাচ শেষ হয় ২-২ গোলে।
আল নাসরের হয়ে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলেছেন রোনালদো। করেছেন ৮ গোল এবং ২ গোলে অ্যাসিস্ট করেন তিনি। দুটো হ্যাটট্রিক করেছেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।
লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে তুলনা চলছে দীর্ঘদিন। কে সর্বকালের সেরা-তা নিয়ে ভক্তদের মধ্যে এখনও চলে আলাপ-আলোচনা। এবার রোনালদোর সামনে প্রকাশ্যে মেসির প্রশংসা করেছিলেন এক তরুণ ভক্ত। তাতে সন্তুষ্ট হতে পারেননি পর্তুগিজ এই ফরোয়ার্ড।
গত পরশু কিং সৌদ স্টেডিয়ামে সৌদি প্রো লিগে মুখোমুখি হয় আল-নাসর ও আল-বাতিন। ১-০ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে আল-নাসর। তখন টানেল দিয়ে ড্রেসিংরুমে ফিরছিলেন রোনালদো। রোনালদোর সামনে তরুণ এক ভক্ত বলেছিলেন, ‘মেসি সর্বকালের সেরা খেলোয়াড় (গোট)।’ পর্তুগিজ এই তারকা ফুটবলারকে কিছুটা অসন্তুষ্ট মনে হয়েছিল।
১-০ গোলে পিছিয়ে থেকেও আল-নাসর জিতেছিল ৩-১ ব্যবধানে। ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়েই তিনটি গোল করেছিলেন আল-নাসরের ফুটবলাররা। এই ম্যাচে রোনালদো কোনো গোল করতে পারেননি। এমনকি কোনো অ্যাসিস্টও করেননি পর্তুগিজ এই ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধে অল্প সময়েই এগিয়ে যায় আল ফতেহ। ৫৮ মিনিটে মারওয়ান সাদানের অ্যাসিস্টে গোল করেন সোফিয়ান বেনদেবকা। একটা সময় আল নাসরের পরাজয় যখন সময়ের ব্যাপার মনে হচ্ছিল, তখনই রোনালদোর চমক। পেনাল্টি থেকে গোল করে আল নাসরকে সমতায় ফেরান রোনালদো। ম্যাচ শেষ হয় ২-২ গোলে।
আল নাসরের হয়ে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলেছেন রোনালদো। করেছেন ৮ গোল এবং ২ গোলে অ্যাসিস্ট করেন তিনি। দুটো হ্যাটট্রিক করেছেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ক্রিকেটকে পুরোপুরি ছাড়তে পারেননি মোহাম্মদ রফিক। একসময় জাতীয় দলের স্পিন বোলিংয়ের বড় ভরসা ছিলেন তিনি। অবসরের পর এখন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রংপুর রাইডার্সের স্পিন কোচ হিসেবে কাজ করছেন।
৩ ঘণ্টা আগেখেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
৪ ঘণ্টা আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
৬ ঘণ্টা আগে